Accident

Midnapore: মর্মান্তিক! বাবার মৃতদেহ রেললাইনের ওপর, কিছুটা দূরেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার মেয়ে; পশ্চিম মেদিনীপুরের ঘটনায় ঘনাচ্ছে রহস্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: ভর সন্ধ্যায় রেল লাইনের ওপর থেকে উদ্ধার এক ব্যক্তির দ্বি-খণ্ডিত মৃতদেহ! বেশ কিছুটা দূরেই রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার মেয়ে! আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি, পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বালিচক স্টেশন সংলগ্ন রেল লাইনের ওপর। ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। রহস্যজনক এই ঘটনায় নানা মত-ও উঠে আসছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে রেল পুলিশ ও ডেবরা থানার পক্ষ থেকে।

মেদিনীপুর মেডিক্যালে নিয়ে আসা হলো মেয়েকে:

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করেই বালিচক সংলগ্ন ওই রেললাইন থেকে এক যুবতীর আওয়াজ শুনতে পান স্থানীয়রা। তাঁরা গিয়ে দেখেন, এক যুবতী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। কিছুটা দূরেই রেল লাইনের ওপর দ্বিখণ্ডিত অবস্থায় পড়ে রয়েছে যুবতীর বাবার মৃতদেহ। মৃত ব্যাক্তির নাম কমল সেন। বছর ৫৫’র ওই ব্যক্তির বাড়ি ডেবরার রঘুনাথপুর এলাকায় বলে জানা যায়। তিনি পেশায় শিক্ষক ছিলেন বলেও জানা গেছে। গুরুতর আহত অবস্থায় বছর ২১-এর মেয়েকে ডেবরা সুপার সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন, ডেবরা থানা এবং রেল পুলিশের আধিকারিকরা। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, অবস্থার অবনতি হলে ওই যুবতীকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অপরদিকে, এই ঘটনা আত্মহত্যা, নাকি খুন? তা নিয়ে স্থানীয়রা বিভিন্ন মতামত দিচ্ছেন। অনেকের মতে, বাবা আত্মহত্যা করেছেন, তাঁকে রক্ষা করতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন মেয়ে। অপরদিকে, ভিন্ন মত অনুযায়ী, বাবাকে খুন করে রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়েছে এবং মেয়ের উপর-ও দুষ্কৃতী হামলা হয়েছে! তবে, পুলিশ কোনো কিছুই নিশ্চিত করতে পারেনি এখনও। তদন্ত চালানো হচ্ছে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

4 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

6 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

1 week ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

1 week ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago