Accident

Tragic Death: পশ্চিম মেদিনীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন:মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারীর। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা – আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের পিড়াকাটা এলাকায়। মৃত ব্যক্তির নাম- অরিন্দম বসু (৬১। গোয়ালতোড় থানার হুমগড়ের বাসিন্দা তিনি। জানা গেছে, নিজের বাইকে করে তিনি পিড়াকাটা’র দিক থেকে গোয়ালতোড়ের দিকেই যাচ্ছিলেন। পিড়াকাটা বাজার পেরিয়ে কিছুটা দূরে, নিজের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তাতেই পড়ে যান বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপরই, স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ। তবে, মেডিক্যাল কলেজে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন! আজ, শুক্রবার মেডিক্যাল কলেজে তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছে বলে জানা গেছে।

পিড়াকাটা পুলিশ পোস্ট :

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ একটু আধটু বৃষ্টি পড়ার কারণে, বাইকের চাকা পিছলে গিয়ে হয়তো নিয়ন্ত্রণ হারিয়েছিলেন অরিন্দম বসু। তাতেই এই দুর্ঘটনা ঘটে যায়! পিড়াকাটা-গোয়ালতোড় রাজ্য সড়কের উপর পড়ে গিয়ে,‌ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে মনে করা হচ্ছে। পুলিশ তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করে এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। তবে, মেডিক্যাল কলেজে পৌঁছলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, মৃত অরিন্দম বোস বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের গোয়ালতোড় শাখার ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন বছরখানেক আগে। তিনি পিড়াকাটা শাখাতেও কর্মরত ছিলেন একসময়ে। এদিকে, আকস্মিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে।

News Desk

Recent Posts

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

8 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

11 hours ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

4 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

5 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

7 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

1 week ago