Administration

DPSC Chairman: আর DI নয়, এবার DM-ই পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: এবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের (DPSC) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (Chairman in Charge) হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার সন্ধ্যায় এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের বিদ্যালয় (প্রাথমিক) শিক্ষা দপ্তরের তরফে। এর আগে, গত ২৪ জুন (২০২২) এর নির্দেশিকা অনুযায়ী প্রাথমিকের জেলা বিদ্যালয় পরিদর্শক (DI/Primary)-রাই এই দায়িত্ব পালন করে এসেছেন। প্রথম দফায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার তৎকালীন ডি.আই (প্রাথমিক) তরুণ সরকার। তাঁকে শিলিগুড়িতে বদলি করার পর অক্টোবর (২০২২) মাস থেকে দায়িত্বে ছিলেন বর্তমান ডি.আই (প্রাথমিক) প্রাণতোষ মাইতি। এবার থেকে তিনি শুধু ডি.আই হিসেবেই দায়িত্ব পালন করবেন।

জেলাশাসক খুরশিদ আলি কাদরী:

উল্লেখ্য যে, ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত জেলার স্থায়ী ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিক্ষক কৃষ্ণেন্দু বিষই। জুন মাসে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। তবে, শুধু পশ্চিম মেদিনীপুর নয় ইতিমধ্যে নদীয়া, কুচবিহার জেলাতেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলাশাসক-রাই। আজ, বুধবার পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দিনাজপুর জেলাতেও দায়িত্ব দেওয়া হল জেলাশাসকদের। এই বিষয়ে এখনও ডি.আই প্রাণতোষ মাইতি বা জেলাশাসক খুরশিদ আলি কাদরী’র প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, প্রাক্তন চেয়ারম্যান তথা শাসকদলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বিষই জানিয়েছেন, “নিশ্চয়ই সরকারের তরফে ভালো কিছু ভাবনা আছে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আশা করছি শিক্ষক-শিক্ষিকারা এতে উপকৃত হবেন।”

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

10 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

23 hours ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

1 day ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago