Administration

ক্যাপ্টেন জুন! মেদিনীপুর সদরের ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি ‘আউট’, তৃণমূল ‘ইন’ হতে চলেছে; পরের ‘খেলা’ চাঁদড়া-তে

নবীন কুমার ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: বিধায়িকা-ই এখন অধিনায়িকা। তাঁর সবুজ সঙ্কেত মিলতেই বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের (পঞ্চায়েত সমিতির) ধেড়ুয়া গ্রাম পঞ্চায়েত-টি বিজেপি’র হাত থেকে ছিনিয়ে নেওয়ার কাজ আগেই সম্পন্ন হয়েছে। বাকি শুধু আনুষ্ঠানিক ভাবে অনাস্থা প্রক্রিয়া এবং নতুন বোর্ড গঠন। যা আগামী ১০ ই আগস্ট করা হবে বলে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছেন সদর ব্লকের বিডিও। উল্লেখ্য যে, মেদিনীপুর সদর ব্লকের (পঞ্চায়েত সমিতির) যে ৪ টি গ্রাম পঞ্চায়েত মেদিনীপুর বিধানসভার অন্তর্গত, সেগুলি হল- ধেড়ুয়া, চাঁদড়া, মনিদহ ও কঙ্কাবতী। বাকিগুলি খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত। মেদিনীপুর বিধানসভার অন্তর্গত ৪ টি গ্রাম পঞ্চায়েতের মনিদহ ও কঙ্কাবতী প্রথম থেকেই তৃণমূলের দখলে ছিল, তবে ধেড়ুয়া ও চাঁদড়া ছিল বিজেপির দখলে। সেই দুটি-ও এবার শাসকদল নিজেদের দখলে নিতে চলেছে। এর মধ্যে, ধেড়ুয়া’র নোটিশ জারি করা হয়ে গেছে। প্রধান, উপ প্রধানদের মনোনীত করার প্রক্রিয়া-ও চলছে দলীয়ভাবে। আর, এই পুরো প্রক্রিয়া’তে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া।

বিজ্ঞপ্তি :

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই বিজেপি সদস্যদের ভাঙিয়ে আনার কাজ সম্পন্ন হয়ে গেছে। তবে, উপর মহলের সবুজ সঙ্কেত না মেলায় আটকে ছিল অনাস্থা জারি বা বোর্ড গঠন। আর, সেই কারণেই আটকে আছে উন্নয়নের কাজ-ও। বর্ষার মধ্যে ধেড়ুয়া ও চাঁদড়া’র রাস্তাঘাট থেকে শুরু করে নদী বাঁধের সংস্কার সমস্ত কাজই থমকে আছে। ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শাসকদলের নীচু চলার কর্মীরা। তবে, স্থানীয় নেতৃত্ব উপলব্ধি করছিলেন, তাঁরা শহর কেন্দ্রিক এই সদর ব্লকের চিরাচরিত “লবি রাজনীতির” স্বীকার হচ্ছেন! শেষমেশ, নবনির্বাচিত বিধায়ককের কোর্টেই বল দেওয়া হল। উপর মহল থেকে আগেই অক্সিজেন পেয়ে গিয়েছিলেন বিধায়ক জুন মালিয়া। তাই, এই চারটি গ্রাম পঞ্চায়েত (মেদিনীপুর বিধানসভার মধ্যে থাকা) এর জন্য নতুন করে ব্লক সাংগঠনিক সভাপতি নির্বাচিত করা হয় জুন ঘনিষ্ঠ গৌতম দত্ত’কে। বাকি অঞ্চলগুলির জন্য ব্লক সভাপতি থাকছেন যথারীতি দীনেন (খড়্গপুর গ্রামীণের বিধায়ক) ঘনিষ্ঠ মুকুল সামন্ত। মূলত, শাসকদলের নতুন নীতি অনুযায়ী, বিধানসভা কেন্দ্রিক ব্লক সাংগঠন তৈরি করে, সেই এলাকার বিধায়কদের হাতেই এলাকার রাশ (বা, নিয়ন্ত্রণ) তুলে দিতে চেয়েছেন রাজ্য নেতৃত্ব। সেই সূত্র ধরেই, নিজের বিধানসভা এলাকায় পঞ্চায়েতের জট কাটাতে তৎপর হয়েছেন বিধায়িকা জুন মালিয়া। ধেড়ুয়া ১ নম্বর ও চাঁদড়া ২ নম্বর অঞ্চল থেকে ‘শক্তিশালী’ ও ‘বিজয়ী’ বিজেপি’কে সম্পূর্ণভাবে মাঠের বাইরে করে দিয়ে, এলাকায় উন্নয়নের জোয়ার বইয়ে দিতে উদ্যোগী হয়েছেন জুন। তাঁর সবুজ সঙ্কেত পাওয়ার পরই, আগামী ১০ ই আগস্ট বেলা ১২ টা’য় ধেড়ুয়া পঞ্চায়েত বোর্ড গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বিডিও। শাসকদল সূত্রে জানা গেছে, ধেড়ুয়ার প্রধান নির্বাচিত হতে চলেছেন কুকুরমুড়ি পঞ্চায়েত থেকে নির্বাচিত সম্বারী কিস্কু। ধেড়ুয়া’র পঞ্চায়েত সদস্য তাপস বেরা বলেন, বিজেপির প্রধান পূর্ণিমা সিং আগেই ইস্তফা দিয়েছেন, আর এস. টি সংরক্ষিত এই প্রধান পদে আমলা সাম্বারী কিস্কু-কেই মনোনীত করতে চলেছি। তাঁর আশ্বাস, ১০ ই আগস্টের পর থেকে এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। এছাড়াও, বিধায়িকা জুন মালিয়া’র উদ্যোগে, খুব শীঘ্রই দু’নম্বর চাঁদড়া পঞ্চায়েতেও অনাস্থা প্রস্তাবের নির্দেশিকা জারি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে কর্মীদের আশা। চাঁদড়া দু’নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে বলেন, “১৪টি পঞ্চায়েতের মধ্যে সর্বমোট ১০ টি পঞ্চায়েত আমাদের তথা তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। নির্দেশ এলেই আমাদের বোর্ড গঠন করা হবে।” বিধায়িকা জুন মালিয়া’র অন্যতম কান্ডারী তথা সাংগঠনিক ব্লক সভাপতি গৌতম দত্ত বললেন, “সকলকে নিয়ে এবার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য। আমাদের বিধায়ক সেটাই বারবার বলতে চাইছেন।”

প্রস্তুতি সম্পূর্ণ শাসকদলের :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago