Administration

আয়ুশ হাসপাতালের হাতে ২০ টি উন্নত মানের বেড তুলে দিল ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ, কর্মচারীদেরও বেতন বৃদ্ধি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জুলাই: তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় কোনো খামতি রাখতে রাজি নয় পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এই মুহূর্তে তাই অত্যন্ত কম করোনা রোগী থাকলেও, জেলার করোনা হাসপাতালগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে সবরকম ভাবে। শুক্রবার জেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে, শালবনীর ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষ মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত আয়ুশ হাসপাতালের (বর্তমানে, আয়ুশ করোনা হাসপাতালে) হাতে ২০ টি উন্নত মানের বেড (ফাউলার বেড) তুলে দেওয়া হল। কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কপিল মুনি পান্ডে জানিয়েছেন, “জেলাশাসক ডঃ রশ্মি কমলের আহ্বানে কোম্পানির সিএসআর ফান্ড থেকে ২০ টি ফাউলার বেড তুলে দেওয়া হল।” পান্ডে ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, কোম্পানির কমার্শিয়াল হেড প্রেমাশিস মিশ্র, আয়ুশ করোনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডাঃ উন্মেষ করণ প্রমুখ। এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “জেলায় এই মুহূর্তে সংক্রমণের হার এবং হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা অত্যন্ত কম হলেও, তৃতীয় ঢেউয়ের আগাম প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরিকাঠামোর ব্যবহার করা হবে।” প্রসঙ্গত উল্লেখ্য, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ৩১ জন। অপরদিকে, এই মুহূর্তে আয়ুশ করোনা হাসপাতাল ও শালবনী করোনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন যথাক্রমে ৩ জন করে মোট ৬ জন।

ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষের তরফে ২০ টি বেড তুলে দেওয়া হল :

অন্যদিকে, ওসিএল-ডালমিয়া সিমেন্ট কর্তৃপক্ষের শালবনী প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তথা কো-অর্ডিনেটর কপিল মুনি পান্ডে এদিন এও জানিয়েছেন, শালবনীর ওসিএল-ডালমিয়া সিমেন্ট কারখানায় কর্মরত সকল কর্মচারীদের একটি করে ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে, এই অতিমারী পরিস্থিতির মধ্যেও। তিনি জানিয়েছেন, চলতি মাস থেকেই এই সুবিধা পাবেন সকল কর্মচারীরা।

২০ টি ফাউলার বেড (Fowler Bed) তুলে দেওয়া হল :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago