Animal

Nilgai: বিরল ‘নীলগাই’ ঘুরে বেড়াচ্ছে মেদিনীপুর বনবিভাগের লালগড়ের জঙ্গলে! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, লালগড়, ৪ মার্চ: বিরল প্রজাতির নীলগাই (Nilgai/ Blue Bull) বা বনগাই ঘিরে চাঞ্চল্য জঙ্গলমহল মেদিনীপুরে। শুক্রবার বিকেল ৫-টা নাগাদ মেদিনীপুর বনবিভাগের লালগড় বনাঞ্চলের লালগড়ের জঙ্গলে (ঝাড়গ্রাম জেলার) একটি নীলগাই (স্থানীয় ভাষায় বনগাই)-কে ঘুরে বেড়াতে দেখা গেছে বলে স্থানীয় একদল যুবক দাবি করেছেন। তারা একটি ২৫ সেকেন্ডের ভিডিও-তে সুবিশাল ওই নীলগাই-টিকে ক্যামেরাবন্দীও করেছেন। সেই ভিডিও শুক্রবার সন্ধ্যা নাগাদ বেঙ্গল পোস্টের দপ্তরেও এসে পৌঁছয়। এরপরই, ভিডিও’র সত্যতা যাচাইয়ের জন্য আমরা ফোন করি লালগড় রেঞ্জের রেঞ্জ অফিসার শ্রাবণী দে সহ অন্যান্য বনাধিকারিকদের। শ্রাবণী দে জানান, “আমি আজ সারাদিন মেদিনীপুর শহরে বিভাগীয় কাজে ব্যস্ত ছিলাম। ভিডিও’টি পেয়েছি। খতিয়ে দেখব।”

লালগড়ের জঙ্গলে নীলগাই (Nilgai):

অপরদিকে, মেদিনীপুর রেঞ্জের রেঞ্জ অফিসার পাপন মোহান্ত সহ অন্যান্য বনাধিকারিকরা জানান, বিষয়টি খুব একটা আশ্চর্যের নয়। ঝাড়খণ্ড সহ আশেপাশের পাহাড়ি এলাকায় প্রায়শই নীলগাই ঘুরে বেড়ায়। কিছুদিন আগে বাঁকুড়ার জঙ্গলেও দেখা গেছে। লালগড়ের জঙ্গলেও আসতে পারে। তবে, নীলগাইয়ের মতো বিরল বা বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণীরা যদি জঙ্গলে ঘোরাফেরা করে, তা পরিবেশের জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক খবর! তবে, তাঁরা সকলেই নিশ্চিত এই নীলগাই ঝাড়গ্রাম ডিয়ার পার্ক বা কোনো চিড়িয়াখানা থেকে বেরিয়ে আসেনি। লালগড় এলাকার যুবকরাও জানাচ্ছেন, তাঁরা যে নীলগাই টিকে ক্যামেরাবন্দী করেছেন, তা আকারে অনেক বড়। ঝাড়গ্রামের চিড়িয়াখানায় যেগুলি আছে, সেগুলি আকারে অনেকটাই ছোটো। ২৫ সেকেন্ডের ভাইরাল ভিডিও’তে দেখা গেছে, জঙ্গলের অগভীর এলাকায় ঘোরাফেরা করছে নীলগাই’টি। তবে, মানুষের অস্তিত্ব বুঝতে পেরেই দ্রুত তা দৌড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে।

প্রতীকী ছবি (গুগল থেকে সংগৃহীত):

পশুপ্রেমী ও বন্যপ্রাণী গবেষক রাকেশ সিংহ দেব জানান, নীলগাই (Nilgai) এর স্বভাব এরকমই। দেখতে বিশাল আকারের হলেও, তা অত্যন্ত নিরীহ প্রাণী। আত্মরক্ষার জন্য দ্রুত ছুটে পালিয়ে যায়। এরা থাকে মূলত পাহাড়ি এলাকায় এবং অগভীর জঙ্গলে। প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরে হিমালয়ের পাদদেশ কিংবা দক্ষিণে কর্ণাটক প্রদেশে সহজেই এদের দেখা মেলে। এছাড়াও, পাকিস্তান ও নেপালের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় নীলগাই দেখা যায়। উত্তর প্রদেশ, রাজস্থানেও এদের দেখা মেলে। তবে, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সমতল এলাকায় এদের দেখা পাওয়া নেহাতই বিরল ঘটনা! নীলগাই এর বিজ্ঞানসম্মত নাম- Bocephalus tragocamelus (ইংরেজি: Blue bull)। ভারতীয় উপমহাদেশে অ্যান্টিলোপ জাতীয় প্রাণীর মধ্যে সবচেয়ে বৃহদাকৃতির প্রাণী বলে পরিচিত। পুরুষ অ্যান্টিলোপ নীলগাও নামেও পরিচিত। এদিকে, এই ধরনের বিলুপ্তপ্রায় প্রাণীকে রক্ষা করার দায়িত্ব বনদপ্তরের। তাই, এই ঘটনায় ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে বনদপ্তর। কারণ, বছর পাঁচেক আগে (২০১৮ সালে) ঠিক এরকম সময়ই (ফেব্রুয়ারি-মার্চে) মেদিনীপুর বনবিভাগের মধুপুর, বাঘঘরা প্রভৃতি জঙ্গলে দেখতে পাওয়া গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। তার দু’মাসের মধ্যেই (২০১৮’র ১৩ এপ্রিল) চাঁদড়া রেঞ্জের বাঘঘরা’র জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের রক্তাক্ত ও নিথর দেহ উদ্ধার হয়েছিল! (প্রতিবেদন- মণিরাজ ঘোষ।)

লালগড়ের জঙ্গলে ধরা পড়লো ক্যামেরায়:

দ্রুত বেগে পলায়ন :
(প্রচ্ছদের ছবি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে।)

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago