Arrested

Kharagpur: রেল শহরে কয়েক মিনিটের ব্যবধানে দুই মহিলার হার ছিনতাই! ৩৬ ঘন্টার মধ্যে দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল টাউন থানা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মে: বুধবার সন্ধ্যায় (৭.৪৫ থেকে ৮.১৫ এর মধ্যে) রেলশহর খড়্গপুরে পর পর দুই মহিলার সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছিল দুই কুখ্যাত ছিনতাইবাজ। বাধা দিতে যাওয়ায় এক মহিলার পোশাক ছিঁড়ে দিয়ে, পালসার বাইকে করে উধাও হয়ে গিয়েছিল এই দুই দুষ্কৃতী। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে ছিল রেল শহরে। যদিও, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছিল খড়্গপুর টাউন থানা। ঘটনার মোটামুটি ৩৬ ঘন্টা বা দেড় দিনের মধ্যেই দুই ছিনতাইবাজ-কে গ্রেফতার করল টাউন থানা। ধৃত দুই দুষ্কৃতী হল, খড়্গপুর শহরের পাঁচবেড়িয়া আজাদনগর বস্তির বাসিন্দা মহম্মদ জাভেদ এবং নিউ সেটেলমেন্টের হরিজন বস্তির বাসিন্দা কে. সুরজ। শুক্রবার সকালে খড়্গপুরের বিএনআর গ্রাউন্ড থেকে দুই দুষ্কৃতীকে, ছিনতাইয়ের সময় ব্যবহৃত তাদের পালসার বাইক সমেত গ্রেফতার করে খড়্গপুর টাউন থানা। দু’জনেরই বয়স ২২-২৪ এর মধ্যে।

গ্রেফতার দুই দুষ্কৃতী:

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৮ টা ১৫ নাগাদ ওল্ড সেটেলমেন্ট এলাকার সাঁই মন্দিরের ঠিক পিছনে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। টি. তুলসী দেবী নামে বছর ৪০ এর এক মহিলা গোলবাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন নিজের স্কুটিতে করে। ওল্ড সেটেলমেন্ট এলাকায়, সাঁই বাবার মন্দিরের ঠিক পেছনে, নিজেদের রেল কোয়ার্টারে পৌঁছে, গেটের বাইরে নিজের স্কুটার (স্কুটি)-টি রেখে গেট খুলতে গেলেই পিছন থেকে এক যুবক (বাইকের পেছনে বসে থাকা) তাঁর তিন ভরী’র সোনার হার ছিনতাই করতে যায়। তখনই বাধা দেন তুলসী দেবী। বাধা পাওয়ার পরই, মহিলার মুখে এক ঘুষি মারেন ওই ছিনতাইবাজ। তখন ওই ছিনতাইবাজের কলার ধরে ফেলেন মহিলা। টানাটানিতে অবশ্য মহিলার পোশাক ছিঁড়ে যায়। নিজের ‘সম্মান’ বাঁচাতেই হাল ছাড়েন তুলসী দেবী! তখনই বাইকের পেছনে বসে থাকা ওই দুষ্কৃতী হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যদিও, চেনের ছেঁড়া একটি অংশ মহিলার হাতেই রয়ে যায়! এরপরই নিজেদের পালসার বাইক নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। অন্যদিকে, টি. তুলসী দেবী’র গলার হার ছিনতাই হওয়ার ঠিক ৩০ মিনিট আগে, ৭ টা ৪৫ নাগাদ শহরের ২০ নং ওয়ার্ডে পৌরপ্রধান প্রদীপ সরকারের কার্যালয়ের সামনে অর্থাৎ ধ্যান সিং ময়দানের কাছে আরও একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। অটো যখন ধ্যান সিং ময়দানের কাছে দাঁড়ায়, সেই সময় অটোর পেছনের ত্রিপল দেওয়া খোলা অংশ দিয়ে হাত ঢুকিয়ে ওয়াই. কুমারী নামে এক মহিলার আড়াই ভরীর মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় পালসার বাইকে থাকা দুই দুষ্কৃতী। অনুমান করা হয়েছিল, একই ‘বাইক গ্যাং’ এই কান্ড ঘটিয়েছে।

ঘটনার দিন তুলসী দেবী ছিনতাইয়ের বর্ণনা করছেন :

এরপরই, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত তাদের পাকড়াও করা হবে বলে পুলিশ জানায়। অবশেষে, ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে দুটি ছিনতাইয়ের ঘটনাতেই যুক্ত এই দুই কুখ্যাত দুষ্কৃতী-কে গ্রেফতার করল টাউন থানা। এর আগেও ছিনতাই সহ অপরাধমূলক ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। সাম্প্রতিককালের বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় তদন্ত বা জিজ্ঞাসাবাদের জন্য, পুলিশ অন্তত ৫ দিনের জন্য এই দুই দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago