দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: মেদিনীপুর শহরের কেরানীটোলায় মোবাইল চুরি কাণ্ডে মালদার কালিয়াচকের এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কোতোয়ালী থানা। শুক্রবার সইফুল মিদ্যা এবং তার এক সাগরেদ-কে মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালী থানার পুলিশ। মেদিনীপুর শহর সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতীমূলক কাজ করলেও, এরা ঘাঁটি গেড়েছিল খড়্গপুর শহরে। শনিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি এও জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) অম্লান কুসুম ঘোষের নেতৃত্বে কোতোয়ালী থানার আইসি এবং খড়্গপুর টাউন থানার আইসি যৌথভাবে অভিযান চালিয়ে এই দুষ্কৃতীকে পাকড়াও করেছে। উল্লেখ্য যে, গত ২৭ আগস্ট (২০২১) রাতের অন্ধকারে মেদিনীপুর শহরের কেরানীটোলায় অবস্থিত একটি মোবাইল দোকানের দেওয়াল ভেঙে লক্ষাধিক টাকার মোবাইল চুরি করেছিল সইফুল ও তার সঙ্গী।
প্রসঙ্গত, ফাস্ট লাইফ নামক ওই দোকানের মালিক আনিসুর রহমান গত ২৭ আগস্ট অভিযোগ জানিয়েছিলেন, বেশ কিছু নগদ টাকা এবং লক্ষাধিক টাকার মোবাইল ছিল দোকানে। ২৬ আগস্ট রাত সাড়ে ৯ টা নাগাদ তিনি দোকান বন্ধ করেছিলেন। ২৭ আগস্ট সকালে দোকান খোলার পর তিনি দেখেন, দোকানের পেছনের দিকে দেওয়াল ভাঙা রয়েছে এবং দোকানের মধ্যে থেকে সমস্ত মোবাইল উধাও। খবর দেওয়া হয় কোতোয়ালি থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। সিসিটিভি- তে দেখা যায় পিপিই কিট পরে দোকানে ঢুকে মোবাইল চুরি করছে এক দুষ্কৃতী! সেই দুষ্কৃতী সইফুল মিদ্যা-কে অবশেষে প্রায় দেড় মাস পর গ্রেফতার করল জেলা পুলিশ। এই সইফুলের বাড়ি মালদার কালিয়াচকে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। তার কাছ থেকে চুরির একাধিক আনুষঙ্গিক জিনিসপত্র, বিভিন্ন স্ক্রু ড্রাইভার, একাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে। যে ১৬৪ টি মোবাইল চুরি হয়েছিল, তার মধ্যে কিছু ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানা গেছে। দুষ্কৃতীমূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার জন্যই এই দুষ্কৃতী খড়্গপুর শহরে ঘাঁটি গেড়েছিল বলে জেলা পুলিশের অনুমান। শনিবার তাকে ও তার সঙ্গী-কে আদালতে তোলা হবে বলে জানা গেছে।