thebengalpost.in
দ্বিতীয় ঢেউ নিম্নমুখী :

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ জুন : করোনার নিম্নমুখী সংক্রমণের গ্রাফে এবার বড়সড় স্বস্তি মিললো। টানা ৫৪ দিনের মধ্যে গতকাল দেশে সংক্রমণের হার সবচেয়ে কম ছিল। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ২৭ হাজার ৫১০ জন করোনা আক্রান্ত হয়েছেন। সোমবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ২৫ হাজার কম। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৯৫ জনের। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮১ লক্ষ ৭৫ হাজার ৪৪ জন।

 

দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৯৫ হাজার ৫২০ জন। অর্থাৎ যত দিন যাচ্ছে ততই কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লক্ষ ৫৫ হাজার ২৮৭ জন। এখনও পর্যন্ত করোনার কারণে মৃত্যু হয়েছে মোট ৩ লক্ষ ৩১ হাজার ৮৯৫ জনের। ইতিমধ্যেই ভারতে ২১ কোটি ৬০ লক্ষ ৪৬ হাজার ৬৩৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

এদিকে, রাজ্যেও কমেছে দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ১৩১ জনের। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৮৫৬ জন। আপাতত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৭ হাজার ৪৮ জন। ৩১ মে পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ৭৬ হাজার ৩৭৭ জন।