Bankura

Souvik Hazra: মাত্র ৫ মাস বয়সে হারিয়েছিলেন মা’কে, কলেজে পড়তে পড়তেই সেনাবাহিনীতে! তুষারঝড়ে ‘শহিদ’ শৌভিককে শেষ বিদায় জানাল হাজার হাজার মানুষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ২২ নভেম্বর: বয়স যখন মাত্র পাঁচ মাস, তখনই হারিয়েছিলেন মা’কে। মানুষ হয়েছিলেন মামা বাড়িতে। তবে, হার মানেননি জীবনযুদ্ধে। কলেজের দ্বিতীয় বর্ষে পড়তে পড়তেই সেনাবাহিনীতে সুযোগ পেয়ে যান বাঁকুড়ার ওন্দা সংলগ্ন খামারবেড়িয়া গ্রামের সকলের প্রিয় শৌভিক। ভাইফোঁটা নিয়ে এই তো ক’দিন আগে কাশ্মীরে যোগ দিয়েছিলেন। সেই শৌভিককেই রবিবার (২০ নভেম্বর) রাতে গান স্যালুটে আর চোখের জলে বিদায় জানাতে হবে, ভাবতেও পারেননি খামারবেড়িয়া গ্রামের আবালবৃদ্ধবনিতা! শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়লেন কাতারে কাতারে মানুষ। ওইদিনই ক্যান্সার আক্রান্ত বছর চব্বিশের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা’র মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিল নেটদুনিয়া। তাই, বছর ২২-এর সেনা জওয়ান শৌভিক হাজরা’র কফিনবন্দী দেহ কাশ্মীর থেকে বাঁকুড়ার গ্রামে পৌঁছানোর খবর হয়তো অনেকখানিই অলক্ষ্যে থেকে গিয়েছিল!

সেনা জওয়ান শৌভিক হাজরা:

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ নভেম্বর) কাশ্মীরের মাচাল সেক্টরে টহল দেওয়ার সময় আচমকাই তুষার ঝড় শুরু হয়। ওই ঘটনায় নিমেষের মধ্যে বেশ কয়েক জন সেনা জওয়ান চাপা পড়ে যান। বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও, প্রাথমিক পর্যায়ে বাঁকুড়ার শৌভিক হাজরা (Souvik Hazra) সহ তিন জনকে উদ্ধার করা যায়নি। পরে তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শৌভিকের মৃত্যু হয়! ৫৬ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের ৩ জন সেনা জওয়ান প্রহরায় ছিলেন সেখানে। আচমকা তুষারধসের মুখে পড়ে তাঁরা নিজেদের রক্ষা করতে পারেননি! শনিবার বাঁকুড়ার ওন্দার খামারবেড়িয়া গ্রামে এসে পৌঁছয় শোক সংবাদ। তারপর থেকেই শুরু হয় অপেক্ষার প্রহর গোনা। কাশ্মীর থেকে কার্গো বিমানে কলকাতার নেতাজী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে রবিবার রাতে (রাত্রি সাড়ে দশটা নাগাদ) সড়ক পথে ওন্দার খামারবেড়িয়া গ্রামে এসে পৌঁছয় সেনা জওয়ান সৌভিকের নিথর দেহ। তাঁর এই অকালমৃত্যু মেনে নিতে পারেননি কেউই! মাত্র পাঁচ মাস বয়স থেকে চোখের সামনে বড় হওয়া ছেলেটা অকালে পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাবে, ভাবতে পারছেন না মামাবাড়ির মানুষ। সেনা জওয়ানদের গাড়ি গ্রামে পৌঁছতেই কান্নার রোল ওঠে গ্রাম জুড়ে! ১৫ মিনিট বাড়িতে দেহ রাখার পর নিয়ে যাওয়া হয় স্থানীয় শ্মশানে। সেখানে শৌভিককে গান স্যালুট দেন জওয়ানরা। ছিলেন এলাকার হাজার হাজার মানুষও।

Souvik Hazra:

গান স্যালুটে শেষ বিদায়:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago