Business

সুরাপানেও ‘সেরা’ মেদিনীপুর! ‘মদ খেয়ে’ রাজ্যের হাতে সর্বাধিক রাজস্ব তুলে দিল দুই মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: ১২ দিনে ৭২০ কোটি টাকা! তার মধ্যে শুধু চতুর্থীতেই প্রায় ১০৯ কোটি টাকা! হ্যাঁ, এটাই সত্যি। উৎসবের মরশুমে অক্টোবর মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ৭২০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে রাজ্যে। রাজ্য আবগারি দফতরের তথ্য এমনটাই বলছে। অতিমারী’র আবহে গত বছরের দুর্গাপুজোয় মদ বিক্রির তুলনায় এই মাত্রা প্রায় দ্বিগুণ বলে জানাচ্ছেন আবগারি কর্তারা। অন্যদিকে, এই বছরের অগাস্ট মাসজুড়ে রাজ্যে মদ বিক্রি হয়েছিল ৪৫১ কোটি টাকার। সেখানে অক্টোবরের প্রথম ১২ দিনেই ৭২০ টাকা। অন্যদিকে, পাইকারি দোকান বন্ধ থাকায়, পুজোর চারদিনে (সপ্তমী থেকে দশমী) শুধুমাত্র খুচরো দোকান থেকে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকার! এই ১০০ কোটির মধ্যে আবার শীর্ষে দুই মেদিনীপুর। দুই মেদিনীপুরে পুজোর চারদিনে মদ বিক্রি হয়েছে ২৮ কোটি টাকার! প্রমাণ হয়েগেল, শিক্ষা-দীক্ষা-জ্ঞান-গরিমা-সাহিত্য-সংস্কৃতি-র সাথে সাথে সুরাপানেও ‘সেরা’ মেদিনীপুর!

প্রতীকী ছবি :

জানা গেছে, রাজ্য সরকারের মালিকানাধীন ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন (বেভকো) পশ্চিমবঙ্গে একমাত্র পাইকারি মদ বিক্রেতা। পুজোর তিন দিন অষ্টমী, নবমী ও দশমী বেভকো বন্ধ ছিল। তবে মদের খুচরো দোকান ও পানশালাগুলি ওই তিন দিন খোলা ছিল। তিন দিন বেভকো বন্ধ থাকায় দোকান ও পানশালাগুলি পুজোর সময় বিক্রির জন্য মদ বেভকো থেকে আগেই কিনে নেয়। সবমিলিয়ে ১২ অক্টোবর পর্যন্ত মদ বিক্রি হয় ৭২০ কোটি টাকার। অন্যদিকে, পুজোর চারদিন খুচরো দোকান ও পানশালা মিলিয়ে মদ বিক্রি হয়েছে ১০০ কোটি টাকার। কারণ, এই বছর কোনো ড্রাই-ডে ছিলনা! এদিকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর আবার রাজ্যের মধ্যে সেরা। ১০০ কোটি’র মধ্যে ২৮ কোটি টাকার ব্যবসা দিয়েছে দুই মেদিনীপুর! একসময়, সাক্ষরতার হারে পিছিয়ে থাকায় মেদিনীপুর-কে নিয়ে একটা লোক-প্রবাদ চালু হয়েছিল মুখে মুখে। সেই, ‘বিদ্যাসাগরের মেদিনীপুর/ভাকু তেলে ভরপুর’- প্রবাদটিই যেন ফের একবার জনসমক্ষে চলে এল!

শুধু পুজোর চারদিনে মদ বিক্রি ১০০ কোটি টাকার (প্রতীকী ছবি) :

অন্যদিকে, আবগারি দপ্তর সূত্রে খবর সবথেকে বেশি বিক্রি হয়েছে দেশি মদের। সূত্রের খবর মোট এক কোটি ৪৬ লক্ষ লিটার দেশি মদ বিক্রি হয়েছে এই পুজোর মরসুমে। বিয়ার বিক্রি হয়েছে ৪৩ লক্ষ ৭৪ হাজার লিটার এবং বিদেশি মদ বিক্রি হয়েছে ৩৭ লক্ষ ৯৭ হাজার লিটার। সরকারি পরিসংখ্যান বলছে, গত ৮ অক্টোবর মদ বিক্রি হয়েছে ৭৮ কোটি টাকার, ৯ অক্টোবর বিক্রি হয়েছে ১০৮ কোটি টাকার, ১০ অক্টোবর বিক্রির পরিমাণ বেড়ে হয় ৫৭ কোটি টাকা৷ ১১ অক্টোবর তা বেড়ে হয় ৯১ কোটি টাকা ও ১২ ই অক্টোবর বিক্রি হয় ৬৭ কোটি টাকা।

বিদেশি নয়, শীর্ষে দেশি মদ :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

5 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago