Communication

State Highway: পশ্চিম মেদিনীপুরে রাজ্য সড়কের বেহাল দশা! দ্রুত কাজ শুরুর প্রতিশ্রুতি পূর্ত কর্মাধ্যক্ষের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ নভেম্বর: রাজ্য সড়কের বেহাল দশা! প্রাণের ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে মানুষদের। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর-মকরামপুর রাজ্য সড়ক বেনাপুর থেকে মকরামপুর ছয় কিলোমিটার রাস্তা প্রায় দু’বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। পথ চলতি মানুষদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। সামনে থেকে রাস্তা দিয়ে লরি চলে গেলে এতটাই ধুলো উড়ে, চোখের সামনে কিছু দেখা যায় না! স্থানীয় বাসিন্দা বিবেক ঘোষ বলেন, রাস্তা খুবই খারাপ। প্রশাসনকে বারবার জানিও কোন কাজ হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে। আমরা প্রতিদিন যাতায়াত করছি এর মধ্য দিয়েই। মাটি দিয়ে একবার রাস্তার কাজ হয়েছে। বেনাপুর থেকে মকরামপুর রাস্তার অবস্থা খুবই খারাপ। পিচ রোড কিন্তু মাটি দিয়ে রাস্তার কাজ হয়েছে বলে ধুলো প্রচুর উড়ছে। এক বাইক আরোহী নেপাল কৃষ্ণ ঘোষ বলেন, রাস্তা পুরো ভেঙ্গেচুরে গেছে, সমস্যা হচ্ছে। পিচ রোড কিন্তু মনে হচ্ছে না। মাটির রাস্তা এর থেকে ভালো হয়। গর্ত আছে। গাড়ি চালাতে হলে খুব বিপজ্জনক ভাবে গাড়ি চালাতে হয়। গাড়ি চালানোর সময় ধুলোর কারণে সামনে কিছু দেখাও যায় না। ডিউটি থেকে বাড়ি ফিরতে এই রাস্তায় প্রচুর সমস্যা হয়।

রাজ্য সড়কের বেহাল দশা :

বাইক আরোহী শেখ ইসমাইল গুণী বলেন, বেনাপুর থেকে মকরামপুর পর্যন্ত রাস্তা পুরো নষ্ট হয়ে গেছে। এখানে কত মানুষ পড়ে গিয়ে হাত ভাঙছে, পা ভাঙছে তার কোন সীমানা নেই। কিছুদিন আগে আমি এখানে নিজেই পড়ে গেছলাম। রাস্তা ঠিক করার জন্য আমরা একবার পথ অবরোধ করেছিলাম। তখন পুলিশেরা এসে বলেন ঠিক করে দেবো বলে। তারপরে কিছু ইট দিয়ে ডোব গুলো ঠিক করে দিয়ে গেছে। তারপর থেকে আর তাদের দেখাও নেই। সমস্যা প্রচুর হচ্ছে। বাস-লড়ি আগে এই রাস্তা দিয়ে চলাচল করত, এখন যাতায়াত করা বন্ধ করে দিয়েছে। জেলা পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, “এটা স্টেট হাইওয়ে। ওই রাস্তাটায় অনেকদিন আগেই কাজ শুরু হয়েছিল। মাঝখানে পুজোর আগে বেনাপুর থেকে মকরামপুর প্রায় ছয় কিলোমিটার রাস্তা আমরা পেঁচোয়ার করে দিয়েছিলাম। পুজোর পরে আমরা ওই রাস্তা সুপারভাইজ করেছি। আগামী সপ্তাহে পূর্ণদ্যমে কাজ শুরু হবে। আশা করি এক মাসের মধ্যে পুরো কাজ শেষ হয়ে যাবে।”

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

11 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago