Corona Update

গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত ৩৭, শীর্ষে মেদিনীপুর-খড়্গপুর! সংক্রমণ বাড়ল রাজ্যেও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৭ অক্টোবর: গত কয়েকদিনে সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছিল পশ্চিম মেদিনীপুরে! শুক্রবার ও শনিবার জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, করোনা সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে- ২০ জন ও ২২ জন। টেস্ট হয়েছিল গড়ে ১০০০। পজিটিভিটি রেট ছিল ২ শতাংশের সামান্য বেশি। যা গত ১-২ মাসের তুলনায় প্রায় দ্বিগুণ! কারণ, জেলায় পজিটিভিটি রেট ১ শতাংশের নিচে নেমে এসেছিল। তবে, রবিবার সকালের রিপোর্টে কিছুটা স্বস্তি ফিরে এসেছে! ১২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে মাত্র ১৫ জনের। ফলে, গত ২ দিনে জেলায় মোট করোনা সংক্রমিত হলেন ৩৭ জন (২২ ও ১৫)। এর মধ্যে, শীর্ষে মেদিনীপুর শহর ও শহরতলী এলাকা। গত ২ দিনে এখানে করোনা সংক্রমিত হয়েছে- ১৬ জন (১৩ ও ৩)। এরপর, খড়্গপুরে ১২ জন (৬ ও ৬)। ঘাটাল মহকুমায় ৬ (২ ও ৪) জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২ দিনে। এছাড়াও, সবং, নারায়ণগড় ও অন্য জেলার (পূর্ব মেদিনীপুর) একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ দিনে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ভ্যাকসিনেশনের উপর আরো গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে লাফিয়ে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৪৪৩ । গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১০। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭৭। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪২১ জন। গত একদিনে মোট ২৭ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, করোনা যুদ্ধে এবার ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত! গত একদিনের করোনা পরিসংখ্যানে দেশে বড়সড় স্বস্তি মিলেছে। সংক্রমণের পাশাপাশি দেশে কমেছে মৃত্যুর হার এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৫ হাজার ৯৮১। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৬৬। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। শনিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার কম। ইতিমধ্যেই দেশের ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০ জন টিকা পেয়েছেন। শুধুমাত্র গত একদিনেই টিকা পেয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ।

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

59 seconds ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago