Corona Update

গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত ৩৭, শীর্ষে মেদিনীপুর-খড়্গপুর! সংক্রমণ বাড়ল রাজ্যেও

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৭ অক্টোবর: গত কয়েকদিনে সংক্রমণের হার কিছুটা বৃদ্ধি পেয়েছিল পশ্চিম মেদিনীপুরে! শুক্রবার ও শনিবার জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, করোনা সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে- ২০ জন ও ২২ জন। টেস্ট হয়েছিল গড়ে ১০০০। পজিটিভিটি রেট ছিল ২ শতাংশের সামান্য বেশি। যা গত ১-২ মাসের তুলনায় প্রায় দ্বিগুণ! কারণ, জেলায় পজিটিভিটি রেট ১ শতাংশের নিচে নেমে এসেছিল। তবে, রবিবার সকালের রিপোর্টে কিছুটা স্বস্তি ফিরে এসেছে! ১২৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে মাত্র ১৫ জনের। ফলে, গত ২ দিনে জেলায় মোট করোনা সংক্রমিত হলেন ৩৭ জন (২২ ও ১৫)। এর মধ্যে, শীর্ষে মেদিনীপুর শহর ও শহরতলী এলাকা। গত ২ দিনে এখানে করোনা সংক্রমিত হয়েছে- ১৬ জন (১৩ ও ৩)। এরপর, খড়্গপুরে ১২ জন (৬ ও ৬)। ঘাটাল মহকুমায় ৬ (২ ও ৪) জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২ দিনে। এছাড়াও, সবং, নারায়ণগড় ও অন্য জেলার (পূর্ব মেদিনীপুর) একজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। গত ৭ দিনে জেলায় ২ জনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে, এমনটাই জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং ভ্যাকসিনেশনের উপর আরো গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

রাজ্যের করোনা বুলেটিন :

অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে লাফিয়ে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। পাশাপাশি, উল্লেখযোগ্য ভাবে বেড়েছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬২৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৪৪৩ । গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১০। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৭৭। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮০ হাজার ৫৩০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৩৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪২১ জন। গত একদিনে মোট ২৭ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, করোনা যুদ্ধে এবার ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছে ভারত! গত একদিনের করোনা পরিসংখ্যানে দেশে বড়সড় স্বস্তি মিলেছে। সংক্রমণের পাশাপাশি দেশে কমেছে মৃত্যুর হার এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৬ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৫ হাজার ৯৮১। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ১৪৪ জন। শনিবার এই সংখ্যাটা ছিলো ১৬৬। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৮৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৫ হাজার ৮৪৬। শনিবারের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার কম। ইতিমধ্যেই দেশের ৯৭ কোটি ৬৫ লক্ষ ৮৯ হাজার ৫৪০ জন টিকা পেয়েছেন। শুধুমাত্র গত একদিনেই টিকা পেয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago