Corona Update

গত ২৪ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা আক্রান্ত ২০ জনের মধ্যে ৫ জনের বয়স ১৮’র নীচে! খড়্গপুরে আক্রান্ত ৯, মেদিনীপুরে ৫

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ২০ জন। এর মধ্যে, আরটিপিসিআর অনুযায়ী ১৫ জন, র‍্যাপিড অ্যান্টিজেন অনুযায়ী ৩ জন ও ট্রুন্যাট অনুযায়ী ২ জন আক্রান্ত হয়েছেন। তবে, কতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে তা এদিন জানা যায়নি। তথ্য অনুযায়ী উঠে এসেছে, ২০ জনের মধ্যে ৯ জন খড়্গপুর শহরের। এর মধ্যে, রেল সূত্রে ৪ জন ও আইআইটি’র ১ জন। এই ৯ জনের মধ্যে আবার ৫ জনের বয়স ১৮’র নীচে (১০, ১২, ১৪, ১৬, ১৭)। ২ জন একই পরিবারের। এছাড়াও, মেদিনীপুর শহর ও শহরতলীর ৫ জন, ঘাটাল মহকুমার ৪ জন, সবং-এর ১ জন ও দাঁতনের ১ জন। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি নয়। তবে, সকলকেই সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র এদিন বিজয়া দশমীর বার্তা দেওয়ার সাথে সাথেই জানিয়েছেন, “সংক্রমণের হার খুব বেশি বাড়েনি। তবে, উৎসবের কারণে যদি সামান্য বেড়ে থাকেও স্বাস্থ্য দপ্তর প্রস্তুত আছে। যদিও, অনেকেই মাস্ক পরা ছেড়ে দিয়েছেন, তা ঠিক নয়!”

রাজ্যের করোনা বুলেটিন :

অন্যদিকে, দেশের করোনা পরিসংখ্যানের গ্রাফ এবার নিম্নমুখী। উৎসবের মেজাজ বজায় থাকলেও দেশে উল্লেখযোগ্য ভাবে কমেছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন। বৃহস্পতিবারের তুলনায় সংখ্যাটা বেশ কিছুটা অনেকটাই কম! পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৩৭৯ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮। ইতিমধ্যেই দেশের ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩ জন টিকা পেয়েছেন। এদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৫৩০। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে রাজ্যে প্রাণ হারিয়েছেন ৮ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ১০। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৫৩। গত একদিনে মোট ২১ হাজার ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, উৎসবের কারণেই গত ২-৩ দিনে রাজ্যে করোনা পরীক্ষা কম হয়েছে। বুলেটিন অনুযায়ী গত ১২-১৩ অক্টোবর পর্যন্ত গড়ে ৩০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু গত ২ দিন তা ২০-২১ হাজারে নেমে এসেছে! সুতরাং, করোনা সংক্রমণের হার কমেনি, বরং বেড়েছে বলেই বিশেষজ্ঞদের অভিমত।

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

19 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

1 day ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

1 day ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago