Corona Update

গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত মাত্র ১১১ জন, গত ১ সপ্তাহে আক্রান্ত ৯৯৯ জন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: সারা দেশ ও রাজ্যের সাথে তাল মিলিয়ে জেলাতেও কমছে করোনা সংক্রমণ। গত ৩-৪ মাসের এক ভয়াবহ লড়াইয়ের পর কিছুটা আশার আলো যেন দেখা যাচ্ছে দ্বিতীয় ঢেউকে কেন্দ্র করে! পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্তারা। সম্প্রতি, পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছিলেন রাজ্যের কোভিড ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। তিনি জানিয়েছেন, “দ্বিতীয় ঢেউয়ের শক্তি অনেকটাই কমেছে। কিন্তু, সামান্য অসচেতনতাও কাম্য নয়। কঠোরভাবে কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। তৃতীয় ঢেউ আসবেই কিনা আমাদের পক্ষে বলা সম্ভব নয়, তবে তথ্য-পরিসংখ্যান বলছে কমবয়সীদের আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। প্রতিটি জেলাকে সেজন্যই উপযুক্ত প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর জেলার করোনা পরিস্থিতিও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন জেলার স্বাস্থ্য কর্তারাও। গত ৭ দিনে জেলার গড় দৈনিক সংক্রমণ হল- ১৪৩। জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত ৭ দিনের পরিসংখ্যান হল- ১৬২ (৯ জুন), ১৫৪ (১০ জুন), ১৬৯ (১১ জুন), ১৪০ (১২ জুন), ১৩৭ (১৩ জুন), ১২৬ (১৪ জুন) এবং ১১১ (১৫ জুন)। গত ৭ দিনে মোট সংক্রমিত হয়েছেন- ৯৯৯ জন। রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “সংক্রমণ যেভাবে কমছে, তা আশার আলো দেখাচ্ছে নিঃসন্দেহে। তবে, সতর্কতা ও সচেতনতায় কোনও খামতি রাখা হচ্ছেনা।”

ভ্যাকসিনেশন প্রায় বন্ধ জেলায় :

গত চব্বিশ ঘণ্টায় জেলায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১১১ জন। জেলার করোনা হাসপাতালগুলোতে মৃত্যু হয়েছে মাত্র ৩ জনের (গত ৪৮ ঘন্টায় ৭ জনের)। এদিকে, এই মুহূর্তে (১৬ জুনের তথ্য অনুযায়ী) জেলার প্রায় ৭০০ টি করোনা শয্যাতে চিকিৎসাধীন আছেন মাত্র ১২২ জন। প্রায় ৮০ শতাংশের বেশি করোনা শয্যা ফাঁকা! এই পরিসংখ্যান নিঃসন্দেহে আশাব্যঞ্জক। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় (১৫ জুনের রিপোর্ট অনুযায়ী) মেদিনীপুর শহর ও শহর সংলগ্ন এলাকায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১১ (ধর্মা ২, কুইকোটা ২, তোলাপাড়া ১, তলকুই ১, নজরগঞ্জ ১, বাসন্তীতলা ২,
পাচরা ১, কুমারপুর ১) জন। তবে, তার আগের ৩ দিনে মেদিনীপুর শহর ও সংলগ্ন সদর ব্লকে করোনা সংক্রমিত হয়েছিলেন যথাক্রমে- ৩২ জন (১৪ জুন), ৬৫ জন (১৩ জুন) এবং ৪২ জন (১২ জুন)। শরৎপল্লী, নজরগঞ্জ, অরবিন্দ নগর, আবাস, খাসজঙ্গল, কুইকোটা, তোলাপাড়া প্রভৃতি এলাকায় গোষ্ঠী সংক্রমণের ধারা অব্যাহত আছে। অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় খড়্গপুরে সংক্রমিত হয়েছেন ১৮ জন (শহরে ৯, গ্রামীণে ৪, রেল সূত্রে ৪, আইআইটি’তে ১)। শালবনী ব্লকে ৫ (শালবনী ৩, ধান্যশোল ১, মৌপাল ১) জন করোনা সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। অন্যদিকে, বেলদায় ১০ জন, দাঁতনে ৭ জন, কেশিয়াড়িতে ২ জন করোনা সংক্রমিত হয়েছেন। এদিকে, পিংলা ব্লকের পিংলা ও ঘোড়ামারায় যথাক্রমে ৫ জন ও ৩ জন সহ মোট ১৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। সবংয়ে মোট ৬ জন ও ডেবরায় মাত্র ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়। গড়বেতা ২ নং ব্লকের গোয়ালতোড়ে ১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে এবং সমগ্র ঘাটাল মহকুমায় ২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

5 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago