Corona Update

Corona Update: সংক্রমণ স্তিমিত হচ্ছে, দিকে দিকে উঠছে স্কুল খোলার আওয়াজ! গত ২ দিনে পশ্চিম মেদিনীপুরে আক্রান্ত ২৯১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি:নিঃসন্দেহে তৃতীয় ঢেউ জয় করার পথে এগোচ্ছে সারা বিশ্ব! স্বাভাবিক ছন্দে ফেরার কথা বলছে বিভিন্ন দেশ। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন, “আগামী সপ্তাহ থেকে কোভিড বিধি শিথিল করা হবে।” যদিও, সেখানে দৈনিক সংক্রমণ এখন প্রায় ১ লক্ষ! হ্যাঁ, তা সত্ত্বেও এবার কোভিডের শৃংখল থেকে মুক্ত হতে চাইছে সারা বিশ্ব। কারণ, বিশ্বের তাবড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, কোভিড শক্তি হারাতে হারাতে ফ্লু-তে পরিণত হচ্ছে ক্রমশ। তাই, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতি ফেরাতে এবার স্বাভাবিক ছন্দে ফিরতেই হবে। একই কথা বলছেন, পশ্চিমবঙ্গের বিখ্যাত চিকিৎসকেরাও। চিকিৎসক কুনাল সরকার থেকে কাজল কৃষ্ণ বণিক আশাবাদী যে, এবার স্বাভাবিক কিছু নিয়ম শৃঙ্খলা মেনে স্কুল, কলেজ তথা শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা যেতে পারে। তাঁরা আশাবাদী, এবার সারা বিশ্বই ছন্দে ফিরবে। আর, স্কুল, কলেজ খোলার দাবি নিয়েই কলকাতা হাইকোর্টে দায়ের হলো আরো একটি জনস্বার্থ মামলা। জনস্বার্থ মামলার দাবি, নিয়ম মেনে যদি, মেলা-খেলা-উৎসব-অনুষ্ঠান হতে পারে, তবে স্কুল খোলার জন্যও নির্দিষ্ট নীতি প্রণয়ন করুক সরকার। তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি এই মামলা-টি কলকাতা হাইকোর্টে দায়ের করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও, কলকাতা হাইকোর্টে স্কুল খোলা নিয়ে মামলা দায়ের হয়েছে। এদিকে, শুধু মামলা নয়, মেদিনীপুর থেকে মালদা, কাঁথি থেকে কলকাতা বিভিন্ন জায়গাতেই স্কুল খোলার দাবি উঠছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। জানা গেছে, নিয়ম মেনে স্কুল খোলার জন্য প্রধান শিক্ষকদের একটি সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছেন।

রাজ্যের সংক্রমণ:

এদিকে, গত চব্বিশ ঘণ্টায় ভারতে বেড়েছে করোনা সংক্রমণ। আক্রান্ত ৩ লক্ষ ১৭ হাজার ৫৩২ এবং মৃত্যু হয়েছে ৪৯১ জনের। অন্যদিকে, পশ্চিমবঙ্গে সংক্রমণের হারও আরো কমে গেছে। গত চব্বিশ ঘণ্টায় ১০ হাজার ৯৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার কমে হয়েছে ১৬.২৭ শতাংশ (টেস্ট হয়েছে ৬৭,৩৬৭)। অপরদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় গত ২ দিনে করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ১৭২ (বুধবার) ও ১১৯ (বৃহস্পতিবার) জন। সংক্রমণের হার যথাক্রমে, ৮.২২ এবং ৫.৪৬ (বৃহস্পতিবার)। গত ২ দিনে করোনা আক্রান্ত হয়ে ১ জনেরই মাত্র মৃত্যু হয়েছে (মেদিনীপুর মেডিক্যাল কলেজে) বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। কাজেই, গত কয়েকদিন আগেও জেলায় যে সংক্রমণ ছিল প্রায় ১৮-১৯ শতাংশ, তা নেমে এসেছে ৫-৬ শতাংশে! স্বাভাবিকভাবেই তাই, জেলাশহর মেদিনীপুরের বুকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিভিন্ন সংগঠন আন্দোলন শুরু করেছেন।

দেশের করোনা বুলেটিন:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago