Corona Update

Omicron: ডেল্টার থেকেও সংক্রামক নয়া স্ট্রেন “ওমিক্রন”! ভারতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ২ দিনে ১৯ জন করোনা আক্রান্ত পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৩ ডিসেম্বর: দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটতে না কাটতেই এবার ফের মাথাচাড়া দিয়ে উঠল ভাইরাসের নতুন স্ট্রেন “ওমিক্রন”। ইতিমধ্যেই করোনার “সেকেন্ড ওয়েভ”-এ ডেল্টা স্ট্রেনের ভয়াবহতা টের পেয়েছে দেশবাসী। এই আবহেই জানা গিয়েছে যে, ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও ভয়ঙ্কর হতে চলেছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। পাশাপাশি, আরও বেশি সংক্রামক এবং দ্রুতহারে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে করোনার এই নয়া প্রজাতি। এদিকে, বিশ্বে ক্রমশ প্রভাব বিস্তার করছে ওমিক্রন। দক্ষিণ আফ্রিকা, হংকং, বৎসওয়ানা, ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, ডেনমার্ক, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, কানাডা, ইজরায়েল ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশে করোনার এই নতুন স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে। পাশাপাশি, এবার ভারতেও থাবা বসিয়েছে ওমিক্রন। কর্ণাটকের ২ ব্যক্তির শরীরে করোনার নমুনা পরীক্ষার ফলাফলের জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানা গিয়েছে যে, তাঁরা নতুন স্ট্রেনে আক্রান্ত।

দেশের করোনা বুলেটিন :

ইতিমধ্যেই, স্বাস্থ্যমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে এই খবর নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, দেশবাসীকে সতর্কও করেছেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। এদিকে, নতুন স্ট্রেনে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা মোট ২৭০ জনের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের শরীরে নতুন স্ট্রেন আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আপাতত ওই পাঁচজনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভাইরাসের স্পাইক প্রোটিনের চরিত্রে একাধিক বার বদল ঘটে ওমিক্রনের জন্ম হয়েছে। তাই এর চারিত্রিক বৈশিষ্ট্য বাকি প্রজাতির থেকে একদম আলাদা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, কোভিড-১৯-এর ওমিক্রন ভ্যারিয়েন্ট পুনরায় সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে। অর্থাৎ, যাদের আগে করোনা হয়ে গিয়েছে তাদের দেহেও সহজেই সংক্রমিত হতে পারে ওমিক্রন।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ২১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। পাশাপাশি, গত একদিনে দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯১ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ৬১২ জন। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ১৭ হাজার ৪০৮। গত ২৪ ঘন্টায় করোনার প্ৰকোপ থেকে সুস্থ হয়েছেন ৬৬৭ জন। আপাতত রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৯০ জন। এদিকে, গত দু’দিনে ১৯ জন করোনা সংক্রমিত হয়েছেন পশ্চিম মেদিনীপুরে। জেলা স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার ১১ জন (মেদিনীপুরে ৫, খড়্গপুরে ২, ঘাটালে ২, বেলদায় ১, গোয়ালতোড়ে ১) এবং শুক্রবার ৮ জন (রেল সহ খড়্গপুরে ৫, মেদিনীপুরে ২, ঘাটালে ১) সংক্রমিত হয়েছেন।

ওমিক্রণ (প্রতীকী ছবি) :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago