Covid Protocol

প্রধানমন্ত্রীর বার্তা এবং রেল শহরের সংক্রমণ উপেক্ষা করেই খড়্গপুরের রেল ওয়াকর্কশপ কাজ চালাচ্ছে পুরোদমে, ব্যবস্থা নিলেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুন: সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, “করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু দেশ থেকে পুরোপুরি চলে যায়নি। তাই, কোভিড প্রটোকল মেনে চলুন।” বাস্তবে দেখা গেল, কেন্দ্রীয় সরকারের রেল কর্তৃপক্ষই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট বা বিপর্যয় মোকাবিলা আইন লংঘন করে প্রায় ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাটি দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ওয়ার্কশপের। রেল ওয়ার্কশপের এই ধরনের বিধিভঙ্গের কারণে ইতিমধ্যেই খড়্গপুরের মহাকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছিল তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। বুধবার মহকুমাশাসক আজমল হোসেন জানিয়েছেন, “অভিযোগ এসেছিল। আমরা খতিয়ে দেখেছি, অভিযোগের সত্যতা আছে। এভাবে কর্মীবৃন্দ থেকে পুরো খড়্গপুর শহরকে বিপদে ফেলা উচিত নয়। তাছাড়া, বিপর্যয় মোকাবিলা আইন লংঘন করা হয়েছে। তাই, আমরা রেলওয়ের চিফ ওয়ার্কশপ ম্যানেজারকে এর কারণ দর্শানোর (শো-কজ) নির্দেশ দিয়েছি।”

প্রধানমন্ত্রীর বার্তা এবং রেল শহরের সংক্রমণ উপেক্ষা করে খড়্গপুরের রেল ওয়াকর্কশপে পুরোদমে কাজ চলছে, মহকুমাশাসক ব্যবস্থা নিলেন :

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা রুখতে রাজ্য সরকারের কড়া বিধিনিষেধ এখনও জারি আছে। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক কর্মী নিয়ে স্যানিটাইজেশন সহ জরুরি কিছু কাজের উপর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, রেলের ওয়ার্কশপে এইরূপ কোন বিধি-নিষেধ মানা হচ্ছে না বলে রেল কর্মীরাও অভিযোগ জানিয়েছেন। কার্যত নজিরবিহীন ভাবে আইএনটিটিইউসি’র অভিযোগকেই সমর্থন জানিয়েছে, আর এস এস প্রভাবিত রেলের শ্রমিক সংগঠন ডিপিআরএমএস। সংগঠনের নেতা প্রহ্লাদ সিংহ জানিয়েছেন, “রেল ওয়ার্কশপ যদি এই ধরনের কাজ করে থাকে তা অন্যায়। কেন্দ্র ও রাজ্যের কোভিড বিধি মেনে চলা উচিত।” আইএনটিটিইউসি’র খড়্গপুর শহর সভাপতি তপন সেনগুপ্ত জানিয়েছেন, “মে মাসে রেলের ওয়ার্কশপ বন্ধ ছিল। হঠাৎ করে ১ লা জুন থেকে পুরোদমে ওয়ার্কশপ চালু করে দেওয়া হয়েছে। অথচ, রাজ্য সরকারের কোভিড বিধিনিষেধ ১৫ ই জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই, মহকুমাশাসকের কাছে অভিযোগ জানিয়েছিলাম।” এদিকে, গত ৩ দিনে খড়্গপুর শহরে করোনা আক্রান্ত হয়েছেন- খড়্গপুরে ১৬২ (৭৯, ৪০, ৪৩) জন। এর মধ্যে, রেল সূত্রে প্রায় ৩০ জন। লকডাউনের মধ্যেও যদি ৩০ জন রেলকর্মী করোনা আক্রান্ত হন, তবে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করলে যে তা আরও বাড়বে, আশঙ্কা প্রকাশ করেছেন স্বয়ং রেলকর্মীরা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রেলের চিফ ওয়ার্কশপ ম্যানেজার বিজয় কুমার রথ বলেছেন, “এসব যাঁরা বলছেন ভুল বলছেন। আমরা রেল বোর্ডের গাইডলাইন মেনে ও কোভিড বিধি পালন করে ন্যূনতম কর্মী নিয়ে কারখানা চালাচ্ছি। স্যানিটাইজেশনের কাজ হচ্ছে এবং অক্সিজেন পরিবহন হচ্ছে। জরুরী পরিষেবা দেওয়ার জন্যই আমাদের কাজ চালিয়ে যেতে হচ্ছে।”

প্রধানমন্ত্রীর বার্তা এবং রেল শহরের সংক্রমণ উপেক্ষা করে খড়্গপুরের রেল ওয়াকর্কশপে পুরোদমে কাজ চলছে, মহকুমাশাসক ব্যবস্থা নিলেন :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago