Education

Midnapore: ১ মাস ধরে স্কুলে হয়নি মিড-ডে মিল, হয়নি সরস্বতী পুজোও! কেন্দ্রীয় দলের পরিদর্শনের মধ্যেই পশ্চিম মেদিনীপুরের স্কুলে পড়লো তালা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জানুয়ারি: ব্লকের এক প্রান্তে মিড-ডে মিলের গুণগতমান খতিয়ে দেখলেন কেন্দ্রীয় প্রতিনিধিদল। আর, অন্য প্রান্তে সেই মিড-ডে মিল নিয়েই অভিযোগ তুলে একটি স্কুলে তালা ঝোলালেন ক্ষুব্ধ গ্রামবাসীরা! অভিযোগ, ১ মাসের বেশি সময় ধরে বিদ্যালয়ে হয়নি মিড-ডে মিল (Midday Meal)। শুধু তাই নয়, স্কুলে করা হয়নি সরস্বতী পুজোও। ক্ষুব্ধ এলাকাবাসী তাই মঙ্গলবার তালা ঝোলালেন বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষ সহ অফিস ঘরে। বারান্দায় বসেই চললো পঠন-পাঠন! জেলায় তথা ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দলের মিড-ডে মিলের গুণগত মান যাচাইয়ের মধ্যেই ছড়িয়ে পড়লো ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের একতাল প্রাথমিক বিদ্যালয়ের। অভিযোগ, গত ১ মাস ধরে মিড-ডে মিলের রান্না হয়নি। এমনই বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে স্কুলের গেটে তালা লাগিয়ে দেন তাঁরা। এর জেরে শিকেয় ওঠে পঠন পাঠন। স্কুলের বারান্দাতে বসেই চলে পঠন-পাঠন প্রক্রিয়া। শেষ বেলায় হস্তক্ষেপ করতে হয় এস.আই বা অবর বিদ্যালয় পরিদর্শককে।

বারান্দায় বসেই চললো পঠন-পাঠন:

উল্লেখ্য যে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের একাধিক স্কুলে মিড-ডে মিলের গুণগত মান যাচাই করতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তাঁরা যখন ব্লকের কোমিয়াচক বিদ্যাসাগর বিদ্যাভবন, কুশবসান হাই স্কুল প্রভৃতি পরিদর্শনে ব্যস্ত, ঠিক সেই সময়ই রানীসরাই গ্রাম পঞ্চায়েতের একতাল প্রাথমিক বিদ্যালয়ের গেটে ঝুললো তালা! প্রসঙ্গত, প্রতিদিনের মতোই আজও স্কুলে এসেছিলেন পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকারা। আর, এসেই দেখেন স্কুলের গেটে তালা লাগানো। বিদ্যালয়ের তালার উপরে আরও একটি তালা ঝোলানো হয়েছে! কে বা কারা এই তালা লাগিয়েছে তা জানেন না শিক্ষকরা। তাই স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।‌ দীর্ঘ সময় অতিবাহিত হলেও কেউই তালা খুলতে এগিয়ে আসেননি। অবশেষে বারান্দায় বসে পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত নেন শিক্ষক-শিক্ষিকারা। পঠন পাঠন চললেও মিড-ডে হয়নি, কারণ মিড-ডে মিলের সরঞ্জাম রাখার ঘরেও ঝোলানো হয়েছিল তালা। স্ব-সহায়ক দলের মহিলারা এসেও নিরুপায়! এদিকে, এলাকাবাসীর অভিযোগ, গত ১ মাস ধরেই স্কুলে হয়নি মিড-ডে মিল। এমনকি, বাচ্চাদের কাছে সরস্বতী পুজোর চাঁদা নিয়েও সরস্বতী পুজো করা হয়নি। আর, সেই কারণে স্কুলে তালা বন্ধ করেছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের মধ্যে পিনাকী দত্ত নামে এক ব্যক্তি জানান, ডিসেম্বর থেকে প্রায় এক মাস ধরে বিদ্যালয়ে কোনো মিড ডে মিল রান্না হয়নি। রান্না না হলেও রান্না হয়ে যাওয়ার মেসেজ পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সরস্বতী পূজোর চাঁদা নিয়েও কোন পূজো করা হয়নি এবং মিড ডে মিলের নিম্নমানের খাবার দেওয়া হতো বলেও অভিযোগ। বিদ্যালয়ের শিক্ষিকা কেকা নন্দ গোস্বামী অধিকারী জানান, “কে বা কারা তালা লাগিয়েছে তা আমরা জানিনা। তালা লাগানোর কি কারণ সেটাও জানিনা। যদি কারো কোন সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে এসে সরাসরি কথা বলুক।” মিড ডে মিল নিয়ে ওঠা অভিযোগ এড়িয়ে যান শিক্ষিকা। স্কুল বন্ধ হওয়া নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ মাণ্ডিও।‌ বিকেল নাগাদ অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার জানান, “সমস্যার সমাধান কর হয়েছে।” তিনি এও জানান, কয়েকদিন একটু সমস্যা হয়েছিল। আগামীদিনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য সতর্ক করা হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের।

নিরূপায় শিক্ষিকা:

পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধিদল:

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago