Education

NIRF Ranking 2024: অভূতপূর্ব উন্নতি করে দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় ৩২ নম্বরে মেদিনীপুর কলেজ, রাজ্যে পঞ্চম! পিছিয়ে গেল মহিলা মহাবিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: সোমবার (১২ আগস্ট) প্রকাশিত ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক- 2024’ (National Institutional Ranking Framework – 2024) অনুযায়ী পশ্চিমবঙ্গের ৭টি কলেজ এবার দেশের ‘সেরা ১০০’-টি কলেজের তালিকায় স্থান পেয়েছে। র‌্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি করে ৩২তম স্থান (রাজ্যে পঞ্চম) দখল করে নিল ঐতিহাসিক মেদিনীপুর কলেজ (Midnapore College, Autonomous)। গতবার (2023) ৭৩তম (রাজ্যে ষষ্ঠ) স্থানে ছিল মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। তবে, গত বছর (NIRF Ranking 2023) ৬৪তম স্থানে থাকা রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L Khan Women’s College, Autonomous) এবার র‌্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে গেল! তালিকায় এবার (NIRF Ranking 2024)’১০১-১৫০’ স্থানে পৌঁছে গিয়েছে মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত এই ‘স্বশাসিত’ কলেজ (রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়/গোপ কলেজ)-টি।সোমবার দিল্লিতে এই NIRF র‌্যাঙ্কিং এর ঘোষণা করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মেদিনীপুর কলেজ (Midnapore College):

উল্লেখ্য, গতবার দেশের ‘সেরা ১০০’ কলেজের তালিকায় ছিল পশ্চিমবঙ্গের ৮টি কলেজ। এবার, জায়গা করে নিয়ছে ৭টি। এগুলি হল যথাক্রমে- ৮টি কলেজ জায়গা পেয়েছে। এগুলি হলো যথাক্রমে- ৩) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া, কলকাতা); ৬) সেন্ট জেভিয়ার্স কলেজ (কলকাতা); ১৭) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়, হাওড়া); ২৪) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর, কলকাতা); ৩২) মেদিনীপুর কলেজ (মেদিনীপুর); ৮৮) স্কটিশ চার্চ কলেজ, (কলকাতা) এবং ৯১) বেথুন কলেজ (কলকাতা)। গতবার এই ৭টি কলেজের সঙ্গে মেদিনীপুরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ও ‘সেরা ১০০’-তে জায়গা করে নিয়েছিল। গতবার রাজ্যে পঞ্চম স্থান দখল করেছিল মেদিনীপুরের এই মহিলা মহাবিদ্যালয়। এবার, দেশে ১০১-১৫০ স্থান এবং রাজ্যে অষ্টম স্থান দখল করেছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত), ওরফে মেদিনীপুরের গোপ কলেজ। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, ২০২২ সালে (NIRF Ranking 2022) পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত) যথাক্রমে ৯৭তম ও ৭৩তম স্থান অর্জন করেছিল। অন্যদিকে, দেশে ৩২ এবং রাজ্যে পঞ্চম (সরকার পোষিত কলেজ হিসেবে ‘প্রথম’) স্থান দখল করে নেওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মেদিনীপুর কলেজ (স্বশাসিত) কর্তৃপক্ষ। স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান হিসেবে খ্যাত মেদিনীপুর কলেজের এই সাফল্যে ‘গর্বিত’ আপামর মেদিনীপুরবাসীও!

প্রসঙ্গত, পাঠদান, গবেষণা, পরিবেশ, পরিচিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মান, ক্যাম্পাসিং- প্রভৃতি নানাবিধ বিষয়ের উপর সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ দল এই র‍্যাঙ্কিং বা তালিকা (National Institutional Ranking Framework) নির্ধারণ করে প্রতিবছর। প্রথম ১০০-টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একক (ইন্ডিভিসুয়াল) র‍্যাঙ্কিং দেওয়া হয়। পরের ১০০-টি (১০১-২০০) কলেজকে দুই ভাগে করা হয়, যথাক্রমে- ১০১ থেকে ১৫০ এর মধ্যে থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫১ থেকে ২০০’র মধ্যে থাকা প্রতিষ্ঠান। এই NIRF Ranking-এ সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা কলেজ, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান- প্রভৃতি‌ বিভাগ গুলিতে শ্রেষ্ঠত্বের বিচার করা হয়। গত বছরের (২০২২) মতো এবারও (২০২৩) উৎকর্ষতা বা শ্রেষ্ঠত্বের নিরীখে ‘সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান’ এর স্বীকৃতি পেয়েছে- মাদ্রাজ আইআইটি (IIT Madras)। পশ্চিমবঙ্গ তথা পশ্চিম মেদিনীপুরের আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থান দখল করেছে। দেশের ‘সেরা বিশ্ববিদ্যালয়’-এর তকমা ধরে রেখেছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISC Bengaluru)। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় অনেকটাই পিছিয়ে এবার নবম স্থানে পৌঁছে গিয়েছে পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। গতবার (২০২৩) চতুর্থ স্থানে ছিল যাদবপুর।

News Desk

Recent Posts

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজিন কৃষ্ণা, হুগলিতে বদলি হলেন খুরশিদ আলি কাদেরি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি…

2 days ago

Midnapore: বদলি হচ্ছেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক আধিকারিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: রাজ্য জুড়ে আমলা, আধিকারিকদের বদলির নির্দেশ। সর্বশেষ…

2 days ago

Midnapore: মেদিনীপুর সেন্ট্রাল জেলে ‘ফ্রিডম ফাইটারস আর্কাইভ’-এর উদ্বোধন, দেওয়াল জুড়ে অগ্নিযুগের ইতিহাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: '‎সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি...'। 'স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর'…

3 days ago

Medinipur: হুগলি সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, ‘পাক্কা খবর’ পৌঁছতেই তিন যুবককে পাকড়াও করল দাসপুর থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য…

4 days ago

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর সুমন চক্রবর্তীকে ‘বিশেষ’ পুরস্কারে ভূষিত করতে চলেছে IISc ব্যাঙ্গালোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন…

4 days ago

IIT Kharagpur: দেশীয় প্রযুক্তিতে প্রথম পোর্টেবল MRI মেশিন তৈরি করতে চলেছে IIT খড়্গপুর, হলো MoU স্বাক্ষর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবার লো-ফিল্ড…

4 days ago