Education

WB HS Results 2023: উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুরের একমাত্র তুহিন, পূর্বের ৫ জন মেধাতালিকায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: মাধ্যমিকের (২০২৩) মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুরের ৯ জন কৃতী পড়ুয়া জায়গা করে নিয়েছিল। তবে, উচ্চ মাধ্যমিকে তেমনটা হলোনা! মেধাতালিকায় মাত্র ১ জনই জায়গা পেয়েছে এই জেলা থেকে। মেধাতালিকায় ‘নবম’ স্থান অধিকার করেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া তুহিন রঞ্জন অধিকারী। তুহিনের প্রাপ্ত নম্বর ৪৮৮ (৫০০’র মধ্যে)। মাধ্যমিকেও ভালো রেজাল্ট করেছিল দাসপুরের কৃতী সন্তান তুহিন। এই মুহূর্তে, IIT’র প্রবেশিকা পরীক্ষায় জন্য নিজেকে প্রস্তুত করছে তুহিন। মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করার ইচ্ছে রয়েছে মেধাবী তুহিনের।

বাবা-মা’র সঙ্গে তুহিন:

দাসপুর এলাকার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান তুহিন রঞ্জন অধিকারী। বাবা তুষার রঞ্জন অধিকারী পশু চিকিৎসা বা ভেটেরিনারি বিভাগের একজন কর্মী। মা মধুমিতা অধিকারী (খাঁড়া) একজন গৃহবধূ।‌ তাঁরা জানান, “পড়াশোনার জন্য কখনো ওকে বলতে হয়নি। ও নিজের মতো করেই পড়ত। তবে, রাত জেগে পড়ত বলে, আমাদের দু’জনের মধ্যে কেউ একজন জেগে থাকতাম।” পড়াশোনার বাইরে তুহিন গল্পের বই পড়তে ভালোবাসে। তুহিন অঙ্কে ১০০’য় পেয়েছে। তুহিন জানায়, “মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে। এখন, আইআইটি’র প্রবেশিকা পরীক্ষার জন্য পড়াশোনা করছি।” তুহিনের এও বলে, “আমার এই রেজাল্টের জন্য বাবা-মা ছাড়াও স্কুলের শিক্ষক এবং গৃহ শিক্ষকদের অবদান আছে।” এই প্রজন্মের পড়ুয়াদের জন্য তুহিনের পরামর্শ, “মোবাইল অনেক ভালো কাজে ব্যবহার করা যায়। অহেতুক গেম খেলা বা সমাজ মাধ্যমে সময় না দেওয়াই ভালো!”

এদিকে, মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। মেধা তালিকায় এই জেলা থেকে ৫ জন জায়গা করে নিয়েছে। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তমলুক হ্যামিলটন উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি। এছাড়াও, বাজারপুর রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের ছাত্র দীপ্তার্ঘ্য দাস মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে। প্রাপ্ত নম্বর ৪৯২। অন্যদিকে, ৪৯১ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে পরামনন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের সোমায়ন জানা। নবম স্থান অধিকার করেছে ধূলিয়াপুর পল্লিশ্রী বানি মন্দিরের বৃষ্টি মাইতি (৪৮৮)। ৪৮৭ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে কালিন্দি ইউনিয়ন হাইস্কুলের শেখ সইফ উদ্দিন আহমেদ। প্রসঙ্গত উল্লেখ্য, উচ্চমাধ্যমিকে এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। যা ২০২২ সালের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি ছিল। পাসের হার ৮৯ শতাংশের সামান্য বেশি। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। এবার, প্রথম দশজনের মধ্যে (মেধাতালিকায়) জায়গা পেয়েছে ৮৭ জন পড়ুয়া। যা গতবারের তুলনায় অনেক কম! গত বছর হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় ‘রেকর্ড’ ২৭২ জন মেধাতালিকায় জায়গা করে নিয়েছিল। এর মধ্যে, পশ্চিম মেদিনীপুর জেলার জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনেরই ২২ জন ছিল তালিকায়। এবার সেখানে ওই স্কুল থেকে একজনও মেধাতালিকায় জায়গা করে নিতে পারেনি! সর্বোচ্চ নম্বর ৪৬৬ বলে জানা গেছে বিদ্যালয় সূত্রে।

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

9 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago