Election

CPIM: প্রার্থী বিভ্রাটে শাসকদলে গোঁজ প্রার্থীর ভয়, জনজোয়ারে পশ্চিম মেদিনীপুরে মনোনয়ন জমা সিপিআইএমের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: প্রার্থী বিভ্রাট। দূরত্ব স্পষ্ট আইপ্যাক (I-PAC) টিম আর রাজ্য নেতৃত্বের মধ্যে। রাজনৈতিক মহল দূরত্ব খুঁজছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও! সারা রাজ্যের সাথে সাথে বিক্ষোভের আগুনে দগ্ধ হতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলকেও। বিক্ষোভ খড়্গপুরে, বিক্ষোভ মেদিনীপুরে, বিক্ষোভ সর্বত্র! দাবিদার হওয়া সত্বেও প্রার্থী না করায়, ওয়ার্ডে ওয়ার্ডে গোঁজ বা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে যেতে পারেন তাবড় নেতা নেত্রীরা! আর, এর মধ্যেই সোমবার মনোনয়ন জমা দিয়ে দৌড়ে অনেকটাই এগিয়ে গেল জেলা সিপিআইএম (CPIM)। “অনেক হলো এবার বামে চলো” জনগনের এই দাবির বার্তা নিয়ে জেলার সাতটি পৌরসভা নির্বাচনে সিপিআইএম সহ বাম ফ্রন্টের প্রার্থীরা মিছিল সহকারে নমিনেশন জমা দিলেন। মিছিল থেকে, তৃণমূল কংগ্রেসের নিয়োগ দুর্নীতি, কাটমানি সহ বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ উঠলো।

সিপিআইএমের মিছিল :

পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভা নির্বাচনের জন্য আজ, সোমবার থেকে মনোনয়ন পত্র দাখিল করা শুরু করলেন সিপিআইএম প্রার্থীরা। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে, মহকুমা শাসকের নির্দিষ্ট করা কার্যালয়ে সোমবার বামপন্থী দলগুলির প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সেই সঙ্গে কয়েকজন নির্দল প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে, জেলার ঘাটাল ও খড়গপুর মহকুমাশাসকের দফতরেও মনোনয়নপত্র দাখিল করার কাজ জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা সি পি এম এর সম্পাদকমণ্ডলীর সদস্য কীর্তি দে বক্সী জানান, তাঁরা জেলাতে ৭ টি পৌরসভার ১২৯ টি প্রার্থী প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন তবে কংগ্রেস বা অন্য কারও সঙ্গে বামফ্রন্টের কোন রকম রাজনৈতিক জোট হচ্ছে না। কিন্তু, তৃণমূল বিজেপি-কে হারানোর জন্য, কংগ্রেস, নির্দল সহ যেকোনো ধর্মনিরপেক্ষ শক্তিকে সমর্থন জানাচ্ছেন। উদাহরণ হিসেবে তিনি বলেন, মেদিনীপুর পৌরসভায় ১৭ টি ওয়ার্ডে তাঁদের সিপিআইএম প্রার্থী, ৪ টি ওয়ার্ডে সিপিআই প্রার্থী থাকছে। ৪ টি ওয়ার্ডে তাঁরা কংগ্রেস বা নির্দল শক্তিকে সমর্থন জানাবেন।

মনোনয়নপত্র জমা :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

11 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago