Election

Midnapore: মেদিনীপুরে সর্বোচ্চ ২২ রাউন্ড আর ঘাটালে ১৯ রাউন্ড গণনা হতে চলেছে; কাউন্টিং হলে পুলিশ-প্রবেশে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ১ জুন:দেশ জুড়ে শেষ হল গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব। ভোট যুদ্ধ শেষে এবার ভোট গণনা’র পালা। আগামী ৪ জুন (4th June)-র প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রেই জানা গেছে, এবার কাউন্টিং হল বা গণনাকেন্দ্রের গণনা-রুমের ভেতরে পুলিশের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, কাউন্টিং হলের বাইরে বা গণনাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। তবে, কাউন্টিং হলের ভেতরে তাঁরা ঢুকতে পারবেন না। কাউন্টিং হলের দরজার সামনে প্রহরায় থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

কাউন্টিং হলে পুলিশ প্রবেশে নিষেধাজ্ঞা :

নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রার্থী, প্রার্থীর ইলেকশন এজেন্ট, কাউন্টিং এজেন্ট ছাড়াও নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা ভেতরে ঢুকতে পারবেন। অন্যদিকে, এবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও ঘাটাল লোকসভা আসনে যথাক্রমে সর্বোচ্চ ২২ ও ১৯ রাউন্ড গণনা হতে পারে বলে জানা গেছে। মেদিনীপুর লোকসভার মধ্যে এগরা বিধানসভা ও মেদিনীপুর (সদর) বিধানসভার ক্ষেত্রেই সর্বাধিক ২২ রাউন্ড গণনা হতে পারে বলে জানা গেছে। অপরদিকে, ঘাটাল লোকসভার ক্ষেত্রে দাসপুর বিধানসভায় সর্বাধিক ১৯ রাউন্ড গণনা হবে। কেশপুরের ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ১৬। জানা গেছে, মেদিনীপুর লোকসভা ও ঘাটাল লোকসভার ক্ষেত্রে যথাক্রমে গণণার টেবিল থাকতে পারে- ৯৮টি (মেদিনীপুর) ও ১২৬ (ঘাটাল)টি। ভোট গণনায় টেবিল পিছু একজন কাউন্টিং সুপারভাইজার, একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, একজন মাইক্রো অবজার্ভার থাকবেন। ৪ জুন প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুম খোলা হবে। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে।

ঘাটাল কলেজ (ঘাটালের গণনাকেন্দ্র, ফাইল ছবি):

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago