দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ জুলাই: রক্তাক্ত গণতন্ত্র, রক্তাক্ত বাংলার পঞ্চায়েত ভোট। মনোনয় পর্ব দাখিলের প্রথম দিন-ই রক্ত ঝরেছিল বাংলায়। ভোট পূর্ববর্তী হিংসাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন। ভোটের আগের দিন অর্থাৎ শুক্রবার রাতেও ৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্য জুড়ে আহত শতাধিক। শনিবার (৮ জুলাই) ভোট শুরু হতে সাতসকালেই ভোটের বলি আরও ৩! শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত পঞ্চায়েতে ভোটের বলি ৬। গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন। ভোটের আগের রাতেই খুন কোচবিহারের দিনহাটায়। খুন তুফানগঞ্জেও। তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ। পাশাপাশি, মুর্শিদাবাদের বেলডাঙায় তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে মৃত্যু হয় শাসকদলের কর্মীর। ভোটের আগের রাতে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেক সবং ও সদর ব্লকও। কেশপুরে বিজেপি-তৃণমূলের সংঘর্ষে কমপক্ষে ৭-৮ জন আহত হয়েছেন বলে দাবি। সবংয়ে তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মেদিনীপুর সদর ব্লকে ৩-৪ জন বিজেপি কর্মীর উপর হামলা হয় বলে অভিযোগ।

thebengalpost.net
মানিকচকে উত্তেজনা :

শনিবার সকালে মালদার মানিকচকে কংগ্রেসের মারে তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয় বলে অভিযোগ। গুরুতর জখম ৮ জন। কোচবিহারের ফলিমারিতে খুন বিজেপির পোলিং এজেন্ট। বিজেপির পোলিং এজেন্টকে তৃণমূল গুলি করে খুন করেছে বলে অভিযোগ। ফলিমারির ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। মুর্শিদাবাদের খড়গ্রামেও খুন তৃণমূল কর্মী! কুপিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় কংগ্রেস। খড়গ্রামের রতনপুরে বোমাবাজির অভিযোগ। ডোমকলে চলল গুলি। আহত ২ তৃণমূল কর্মী। ভাঙড় ২ নম্বর ব্লকে চকমরিচায় গুলিবিদ্ধ আইএসএফ কর্মী। অভিযোগের তির তৃণমূলের দিকে। উত্তপ্ত এলাকা। ঘটনাস্থলে পুলিশ। এছাড়াও, দিকে দিকে ব্যালট ছিনতাই ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন খোদ প্রিজাইডিং অফিসাররাও। রাজ্য জুড়ে অশান্তি ও মৃত্যুর জন্য কাঠগড়ায় তোলা হয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে মোট ৬১ হাজার ৬৩৬ বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা ৪ হাজার ৮৪৩। অর্থাৎ, মোট বুথের ৭.৮৪ শতাংশ স্পর্শকাতর বুথ। এই বুথগুলিতেও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই বলে অভিযোগ। এখনো কেন্দ্রের তরফে পাঠানো হয়নি পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী! এর মধ্যেই অবশ্য কিছু কিছু জায়গায় উৎসবের আবহে চলছে ভোট। (সকাল ১০টার আপডেট: আরও ৩ জনের মৃত্যু হল ভোট-হিংসায়। মুর্শিদাবাদের রেজিনগরে তৃণমূল কর্মীর মৃত্যু, পূর্ব বর্ধমানের আউসগ্রামে নিহত সিপিআইএম কর্মী এবং নদীয়ার চোপড়ায় আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।)

thebengalpost.net
কেশপুর: