Election

Kharagpur: দুই ‘চন্দনা’ই এবার রেল শহরের চমক! পেপারওয়ালা স্বামীর সঙ্গে প্রচারে পিঙ্কি, কর্তার সঙ্গে চা বিক্রি করতে করতেই প্রচার মহুয়ার

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, খড়্গপুর, ২১ ফেব্রুয়ারি: একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির চমক ছিল চন্দনা বাউরী! প্রবল তৃণমূল ঝড়ের মধ্যেও শালতোড়ার বিধায়ক নির্বাচিত হয়ে, সারা রাজ্যকে চমকে দিয়েছিলেন চন্দনাও। পরবর্তী সময়ে তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও, চন্দনা যে আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে উঠে এসেছিলেন, তাকে অস্বীকার করতে পারেন না কেউই! এবারের পৌর নির্বাচনেও, খড়্গপুর পৌরসভার ২-টি ওয়ার্ডে ‘চন্দনা স্মৃতি’ ফিরিয়ে দিয়েছে বিজেপি। ২৩ নং ওয়ার্ডের প্রার্থী পিঙ্কি পাত্র এবং ৮ নং ওয়ার্ডের মহুয়া যাদব। পিঙ্কি’র স্বামী মুক্তা পাত্র পেপার বিক্রি করে আর বিভিন্ন বাড়িতে মিস্ত্রির কাজ করে সংসার চালান। তবে, তার সাথে দু’জনে মিলে দলটাও করেছেন নিষ্ঠাভরে। এবার দল পিঙ্কি-কে প্রার্থী করে তাঁদের যোগ্য সম্মান দিয়েছে। অপরদিকে, মহুয়া ও তাঁর স্বামী ধীরজ- দু’জনে মিলে রেল শহর খড়্গপুরের খরিদা বাজারে একটি চায়ের দোকান চালান। সঙ্গে বিজেপি কর্মী হিসেবে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। নানা ভিড়ের মাঝে মহুয়াকেই প্রার্থী করে চমকে দিয়েছে বিজেপি।

স্বামীর সঙ্গে প্রচারে পিঙ্কি :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

একদিকে যখন নামিদামি প্রার্থীদের দাপট আর দক্ষিণ ভারতের আদলে তৈরি হওয়া বড় বড় হোর্ডিং, পোস্টার, ব্যানারের ভিড়- সেখানে পিঙ্কি আর মহুয়ার মত প্রার্থীদের সেই ভিড়ে খুঁজে পাওয়াই মুশকিল! মানুষের মন জয় করতে বিভিন্ন প্রার্থীই নানাভাবে হাজার হাজার টাকা খরচ করছেন বিজ্ঞাপনে কিংবা প্রচারে। কিন্তু, পিঙ্কি আর মহুয়ার টাকা কোথায় খরচ করার মতো? অগ্যতা, পেপারওয়ালা স্বামীর সাইকেলে চেপেই সকাল থেকে শুরু হচ্ছে পিঙ্কির প্রচার। স্বামী বাড়ি বাড়ি পেপার দিচ্ছেন আর পিঙ্কি দুই হাত জড়ো করে ভোট চাইছেন। শুধু বাড়ি বাড়ি নয়, রাস্তার কলে, রাস্তার পাশের চায়ের দোকানে- যেখানেই একটু জটলা দেখছেন, সাইকেল দাঁড় করিয়ে দিচ্ছেন মুক্তা। বলছেন, “এই যে পিংকি। আপনাদের প্রার্থী (২৩ নং ওয়ার্ডের)। পদ্মফুল চিহ্নে অবশ্যই ভোটটা দেবেন।” জটলার মধ্যে থাকা কেউবা অবাক হচ্ছেন, আবার কেউবা বাহবা দিচ্ছেন। আর যাঁরা তাঁদের চেনেন, তাঁরা বলছেন, “হ্যাঁ ওদের তো চিনি। স্ত্রী নিচে সিঁড়ি ধরে দাঁড়িয়ে থাকতো, আর স্বামী উপরে উঠে বিজেপির পতাকা লাগাতো!” এবারও তাই হচ্ছে। দু’জনই দুজনের ভরসা! স্বামী মুক্তা চাইছেন, যেভাবে এতদিন স্ত্রী সিঁড়ি ধরে তাঁকে উপরে উঠতে সাহায্য করেছে, ঠিক সেভাবেই স্ত্রী কেও তিনি সাধারণ কর্মী থেকে এলাকার একজন কাউন্সিলর হিসেবে এগিয়ে দিতে।

চা বিক্রি করতে করতেই প্রচার মহুয়ার :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

অন্যদিকে, খরিদা বাজারে চা বিক্রি করতে করতেই চলে বিজেপির ৮ নং ওয়ার্ডের প্রার্থী মহুয়া যাদবের প্রচার। স্বামী ধীরজের সঙ্গে হাতে হাত মিলিয়ে দোকানের সাহায্য করেন মহুয়া। না হলে পেট চলবে কি করে! আর অবশিষ্ট সময়ে,‌ নিষ্ঠা আর আন্তরিকতার সঙ্গে বিজেপির প্রচার কর্মসূচীতে যান। এবার সেই মহুয়া-ই ৮ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী। চা দোকান সামলেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন মহুয়া। তবে, তার আগে নিজেদের চা দোকানেই শুরু হয়ে যায় প্রাথমিক প্রচার পর্ব। এলাকাবাসী খদ্দেরদের হাতে চায়ের কাপ তুলে দিয়ে স্বামী ধীরজ বলেন, “আমার স্ত্রী, মহুয়া-কেই দল এবার প্রার্থী করেছে। পদ্মফুলে অবশ্যই ভোটটা দেবেন দাদা।” দূর থেকে দাঁড়িয়ে মুচকি হাসেন মহুয়া। স্বপ্ন দেখেন, এলাকার কাউন্সিলর হয়ে গরীবের দুঃখ ঘোচানোর। তাঁর আদর্শ যে, চায়েওয়ালা প্রধানমন্ত্রী স্বয়ং!

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago