Examination

Primary TET: ‘প্রাইমারি টেট-২০২২’ এর ফল প্রকাশ! প্রথম বর্ধমানের ইনা, পশ্চিম মেদিনীপুরের মেঘনা ও দীপিকা দ্বিতীয় স্থানে; পাসের হার প্রায় ২৪ শতাংশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ফেব্রুয়ারি: ঠিক ২ মাসের মাথায় ‘প্রাইমারি টেট-২০২২’ (Primary TET- 2022) এর ফল প্রকাশ করলো প্রাইমারি বোর্ড (WBBPE) বা প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ এর ১১ ডিসেম্বর পরীক্ষা হয়েছিল। আজ (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা নাগাদ কিছুটা মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ধাঁচে ফল প্রকাশ করলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের মতোই এই প্রথমবার টেটের মেধাতালিকাও প্রকাশ করা হলো। জানিয়ে দেওয়া হল, পাসের হার থেকে শুরু করে প্রথম দশে থাকা টেট পাস চাকরিপ্রার্থীদের নাম ও জেলার নাম। সাংবাদিক বৈঠকে ড. গৌতম পাল জানান, পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন।  এঁদের মধ্যে পাশ করেছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। অর্থাৎ মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ। পাস করা চাকরিপ্রার্থীদের মধ্যে মহিলা প্রার্থী পাস করেছেন ৬৯ হাজার ৪০৮ জন অর্থাৎ ৪৬.১২১ শতাংশ। পুরুষ পাশ করেছেন ৮১ হাজার ৭৭ জন অর্থাৎ ৫৩.৮৭ শতাংশ। অন্যান্য (থার্ড জেন্ডার) পাশ করেছেন ৬ জন। মেধাতালিকায় অর্থাৎ ১ থেকে ১০ এর মধ্যে জায়গা পেয়েছেন ১৭৭ জন।

সাংবাদিক বৈঠকে গৌতম পাল:

প্রাথমিক ভাবে জানানো হয়েছে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কন্যা ইনা সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩। দ্বিতীয় স্থানে রয়েছেন চার জন। চার জনই মেয়ে। হুগলির মৌনিশা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী (বেলদা) ও দীপিকা রায় (পিংলা) এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। এঁদের প্রাপ্ত নম্বর ১৩২। তৃতীয় স্থানেও রয়েছেন ৪ জন। উত্তর ২৪ পরগণার মেহদি হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামি অধিকারী এবং বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল। এঁদের প্রাপ্ত নম্বর ১৩১। ১৩০ নম্বর পেয়ে চতুর্থ স্থানে আছেন ৬ জন।‌ এর মধ্যে আছেন পশ্চিম মেদিনীপুরের তাপসী বাগ। এ ছাড়া প্রথম দশের মধ্যে ১৭৭ জন রয়েছে বলে জানিয়েছেন গৌতম পাল। তিনি জানান, রেজাল্ট ঘোষণা হওয়ার পরই, আজ, বেলা ৩ টা’র পর থেকেই পর্ষদের দু’টি ওয়েবসাইটে (www.wbbpe.org/ www.wbprimaryeducatiom.org) বাকি প্রায় ৬ লক্ষ ২০ হাজার টেট পরীক্ষার্থীও তাঁদের পরীক্ষার ফল জানতে পারবেন।

এদিকে, পশ্চিম মেদিনীপুরের মেঘনা’র বাড়ি বেলদায়। বাবা সুজিত চক্রবর্তী রেলের একজন ঠিকাদার এবং এলাকার সুপ্রতিষ্ঠিত একজন সমাজকর্মী বলে জানা যায়। মেঘনা প্রথম থেকেই মেধাবী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকে শিক্ষকতা নয়, তাঁর লক্ষ্য ডব্লিউবিসিএস অফিসার হওয়া বলে জানিয়েছেন মেঘনা। সেই প্রস্তুতিই নিচ্ছেন মেঘনা। এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন। অপরদিকে, দীপিকা পিংলার ধনেশ্বরপুরের মেয়ে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে দীপিকা’র স্বপ্ন শিক্ষিকা হওয়া। এর আগে, ২০১৭ সালের টেটেও পাস করেছেন দীপিকা। পর্ষদের ২০২৩ এর নিয়োগ প্রক্রিয়াতেও অংশ নিয়েছেন তিনি। গত ১৭ জানুয়ারি (২০২৩) সল্টলেকের প্রফুল্ল চন্দ্র ভবনে গিয়ে ইন্টারভিউও দিয়েছেন দীপিকা। মেঘনা বি.এড (B.Ed) এবং দীপিকা ডিএলএড (D.El.Ed) প্রশিক্ষণ নিয়েছেন এবং তাঁরা দু’জনই ১৫০’র মধ্যে ১৩২ নম্বর পেয়েছেন ২০২২’র প্রাথমিকের টেট পরীক্ষায়। দু’জনের পরিবারই চায়, চাকরি পাক যোগ্যরাই!

মেঘনা চক্রবর্তী:

দীপিকা রায়:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago