Festival

Kharagpur Carnival: পাউলি, সোহিনী, এনা, দেবলীনা! ‘তারা’দের আলোয় জমকালো উদ্বোধন খড়্গপুর কার্নিভালের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৪ ডিসেম্বর: “দেখ আলোয় আলো আকাশ…দেখ আকাশ তারায় ভরা!” ‘তারা’ (Stars)-দের আলোয় আলোকিত হয়ে উঠলো রেল শহরের (খড়্গপুরের) বি.এন.আর গ্রাউন্ড (BNR Ground)। উষ্ণ হয়ে উঠলো শুক্রবারের শীত-সন্ধ্যে! হবে নাই বা কেন? একসঙ্গে উপস্থিত টলিউডের ‘সুপার হট’ অভিনেত্রী পাউলি দাম, এই সময়ের অন্যতম সেরা অভিনেত্রী সোহিনী সরকার, লাস্যময়ী এনা থেকে জনপ্রিয় তারকা দেবলীনা দত্ত। খড়্গপুরের একটি সংস্থা (অ্যাকলেকটিক ফাউন্ডেশন ফর আর্ট অ্যান্ড কালচার) আয়োজিত তিনদিনের উইন্টার কার্নিভাল (Winter Carnival)-এর উদ্বোধন করলেন টলিউডের এই উজ্জ্বল নক্ষত্ররা। অংশ নিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ফ্যাশন শো’তে। শহরবাসীকে দিলেন বড়দিন আর ইংরেজি নববর্ষের (২০২৩) আগাম শুভেচ্ছা বার্তা। সবমিলিয়ে প্রথম দিনই জমে গেল রেল শহরের এই কার্নিভাল বা আনন্দ উৎসব।

কার্নিভালের উদ্বোধন:

উল্লেখ্য যে, শুক্রবার অর্থাৎ ২৩ ডিসেম্বর এই কার্নিভালের উদ্বোধন হয়। এদিনই ১৫০০ জন ছাত্র-ছাত্রী ‘বসে আঁকো প্রতিযোগিতা’য় অংশ নেয়। শনিবার আছে একাধিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ট্যালেন্ট শো। রবিবার অর্থাৎ বড়দিনের দিন (২৫ ডিসেম্বর) মির ও তাঁর ‘ব্যান্ডেজ’ ব্যান্ডের অনুষ্ঠান দিয়ে শেষ হবে তিনদিনের কার্নিভাল। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসে পাওলী, সোহিনী, এনা, দেবলীনারা জানান, তাঁরা ‘রেল শহর’ এর ভালোবাসায় আপ্লুত! এই সময়ের জনপ্রিয় ওয়েব সিরিজ গুলির অন্যতম সেরা অভিনেত্রী সোহিনী সরকার বললেন, “বাঙালি মানেই উৎসবপ্রিয়। বারো মাসে তেরো পার্বণ। শীতকালীন এই কার্নিভাল-ও আনন্দ, উৎসবে মেতে ওঠার সুযোগ করে দিয়েছে। শীতের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে। কারণ, এই শীত বেশিদিন থাকবেনা। সকলে মিলে আনন্দে মেতে উঠতে হবে।” এনা, পাওলি’রাও খড়্গপুর বাসীকে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা বার্তা দিলেন। একইসঙ্গে সুস্থ, সুন্দর ও সচেতন থাকার পরামর্শও দেন। পাওলি জানান, তাঁর ছবি ‘ছাদ’ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হওয়ায়, তিনি উচ্ছ্বসিত! খড়্গপুর বাসী যেভাবে তাঁকে সাপোর্ট করেন সোশ্যাল মিডিয়ায়, সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এনা।

এনা সাহা:

সোহিনী সরকার:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

5 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

1 week ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago