Festival

Midnapore: সকাল থেকে পিকনিক, সন্ধ্যায় চার্চের মেলা! বড়দিনে দিনভর উৎসবের মেজাজে জেলা শহর মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ডিসেম্বর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর, মেদিনীপুর বাসীর আঠারো! এমনটা বললেও বোধহয় অত্যুক্তি হয়না। আর, মেদিনীপুর বাসীর এই আঠারো পার্বণের অন্যতম অবশ্যই ‘চার্চের মেলা’! জেলা শহর মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ও স্কুল সংলগ্ন মাঠে ২৫ ডিসেম্বর শুরু হয় মেলা এবং শেষ হয় ৩ জানুয়ারি। গোটা পশ্চিম মেদিনীপুর জেলাতে যে সমস্ত বৃহৎ আকারের মেলা হয়, মেদিনীপুর শহরের চার্চের মেলা যে তার মধ্যে অন্যতম, তা বলাই বাহুল্য! করোনা আবহে বিগত দু’বছর অবশ্য মেলার আড়ম্বরে কিছু কাটছাঁট করা হয়েছিল। এবারও, চিনে করোনা চোখ রাঙাতে শুরু করেছে ঠিকই, তবে এদেশে এখনও ভয় বা আতঙ্কের পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলা এই মুহূর্তে করোনা মুক্ত। তাই, এবার দ্বিগুণ আনন্দ-উদ্বেলতার সঙ্গে, বড়দিন উপলক্ষে চার্চের মেলা’র উদ্বোধন হয়ে গেল রবিবার (২৫ ডিসেম্বর)। অন্যদিকে, বড়দিনের আনন্দ উদযাপন করতে গোপগড় ইকোপার্ক, কাঁসাই নদীর পাড়, বিদ্যাসাগর পার্ক, ক্ষুদিরাম পার্ক, শিশু উদ্যান সহ বিভিন্ন পিকনিক স্পটে চড়ুইভাতি বা বনভোজনে মেতে উঠেছিলেন কয়েক হাজার শহরবাসী তথা জেলাবাসী। আর, সন্ধ্যায় চার্চের মেলার উদ্বোধন ও আতসবাজির প্রদর্শন দেখতেও হাজির হয়েছিলেন অগণিত মানুষ।

চার্চের মেলার উদ্বোধন:

রবিবার বিকেল ৫-টা নাগাদ চার্চের মেলার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী এ। উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী দত্ত, পৌরপ্রধান সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী আব্দুল ওয়াহেদ, নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। সর্বোপরি ছিলেন, চার্চের ফাদার ভিনসেন্ট লোবো। তিনি জানিয়েছেন, “মেদিনীপুর নির্মল হৃদয় আশ্রম তথা চার্চের মাঠে গত ৩৫ বছর ধরে এই মেলা আয়োজিত হচ্ছে। এই মেলা ঘিরে মেদিনীপুর শহর তথা জেলাবাসীর একটা অন্যরকম আবেগ রয়েছে। ২৪ ডিসেম্বর মধ্যরাতে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়েছে। বড়দিনের বিকেলে মেলার উদ্বোধন করেছেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। কোভিড না থাকলেও, মেলা ঘিরে সচেতনতামূলক সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ছাড়াও, কয়েকশো স্বেচ্ছাসেবক আছেন, অপ্রীতিকর যেকোনো ঘটনার মোকাবিলা করতে।” অন্যদিকে, বড়দিন উপলক্ষে এদিন শহরের বিভিন্ন প্রান্তে পিকনিকে মেতে উঠেছিলেন কয়েক হাজার জেলা বাসী। বিভিন্ন পিকনিক স্পটেই ছিল পুলিশের কড়া নজরদারি! বিগত বছরের ভয়াবহ স্মৃতি (৩ জনের মৃত্যু)-কে স্মরণে রেখে রেললাইন ও রেল ব্রিজ সংলগ্ন এলাকায় সেলফি পিপাসুদের রুখতে রেল পুলিশের বিশেষ সক্রিয়তা লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও আনন্দের মাত্রা ছাড়িয়ে গেলেও, শহর ও শহরের উপকণ্ঠে পিকনিককে কেন্দ্র করে ‘বড়দিন’ এ বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেই কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন।

পিকনিকের আনন্দে:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago