Festival

Midnapore Kalipuja: দেবীর স্বপ্নাদেশে নূপুরের শব্দ কিংবা শ্মশানে মন্দির প্রতিষ্ঠা! ঐতিহাসিক মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত কালী পুজো

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ অক্টোবর: দুর্গা, লক্ষ্মীর পর শ্যামা রূপে দেবীর আবির্ভাব। ইতিহাস আর স্বাধীনতা সংগ্রামের শহর মেদিনীপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কালী মন্দিরগুলিতে এখন সাজো সাজো রব। শতবর্ষ প্রাচীন মন্দির আর দেবীর প্রতিষ্ঠা ঘিরে ছড়িয়ে আছে নানা কাহিনী কিংবা কিংবদন্তি! রীতি মেনে মন্দিরগুলিতে পুজো হয়ে আসছে আজও। মেদিনীপুর শহরের লছি পোদ্দার কালীবাড়ি থেকে হবিবপুরের সিদ্ধেশ্বরী কালীমন্দির, বটতলায় দক্ষিণা কালীমন্দির কিংবা মীরবাজার কাঁথকালী মন্দিরের মতো একাধিক জায়গায় পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে। করোনার কারণে বিগত দু’বছর পুজোর জাঁকজমকে কাটছাঁট করা হলেও, এবার মহা সাড়ম্বরে আয়োজন করা হয়েছে পুজোর।

লছি পোদ্দার:

মেদিনীপুর শহরের হবিবপুরের লছি পোদ্দার বাড়ির কালী পুজো জেলার অন্যতম প্রাচীন পুজো হিসাবেই পরিচিত। প্রায় চারশো বছরের পুরনো এই পুজো জেলাবাসীর মনে প্রাণে জায়গা করে নিয়েছে। কথিত আছে, পুজোর প্রতিষ্ঠাতা লক্ষ্মী নারায়ণ দে একদিন দেবীর স্বপ্নাদেশ পান। দিন কয়েক পরেই মধ্যরাতে লক্ষ্মী নারায়ণ দে’র কানে ভেসে আসে নূপুর পরিহিতা মহিলার বাড়ির মধ্যে বিচরণের শব্দ। স্বপ্নাদেশে বলা হয়, নূপুরের শব্দ যেখানে গিয়ে বন্ধ হবে, সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সেই আদেশ অনুয়ায়ী সূচনা হয় এই বাড়ির কালী পূজার। তবে, লছি পোদ্দার নাম হয় লক্ষ্মী নারায়ণ দে’র নামের অংশ থেকেই। শোনা যায় লক্ষ্মী থেকে লছমি হয়ে লছি (বা, লচি)। যেহেতু তিনি পোদ্দারি করতেন, তার থেকে পুজোর নাম হয় লছি পোদ্দার (বা, লচি পোদ্দার) বাড়ির পুজো। একটি অবিবাহিতা মেয়ের সারা বছরের ভোজনের পরিমাণ স্বরূপ ১০৮ কেজি চাল উৎসর্গ করা হয় দেবীর উদ্দেশ্য। এই বাড়ির পুজোর নিরঞ্জন দেখতে মুখিয়ে থাকেন শহরবাসী। পুরানো প্রথা অনুযায়ী আজও গরুর গাড়িতে প্রতিমা নিরঞ্জন হয়।

লছি পোদ্দারের দেবী মূর্তি:

মেদিনীপুর শহরের হবিবপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালীমন্দিরে দেবীর বিগ্রহ প্রতিষ্ঠার পেছনেও ইতিহাস রয়েছে। কালীমন্দির সূত্রে জানা গিয়েছে, রঘুনন্দন দীর্ঘাঙ্গি নামে এক বৈষ্ণব সাধু স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে অষ্টধাতুর বামকালীর বিগ্রহ তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। তখন হবিবপুর ছিল জঙ্গলে ভর্তি। এই এলাকায় শ্মশান ছিল। তিনি বৈষ্ণব হওয়ায় মায়ের বিগ্রহ পুজোর জন্য কালিকারঞ্জন মহারাজ নামে একজনকে পুরোহিত হিসাবে নিযুক্ত করেছিলেন। শবের উপর মায়ের বিগ্রহের পুজো হত। আনুমানিক ৫৩৮ বছর আগে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি বর্তমান সেবাইতদের। পুরানো ঐতিহ্য মেনেই পুজো হয়ে আসছে আজও।

Advertisement:

অন্যদিকে, মীরবাজার কাঁথকালী বিগ্রহ চারশো-সাড়ে চারশো বছরের পুরানো। কথিত আছে, ডায়মন্ডহারবারের বাসিন্দা নন্দগোপাল মুখোপাধ্যায় স্বপ্নাদেশ এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। যদিও প্রথমে তিনি এসে বিগ্রহ খুঁজে পাননি। অনেক খোঁজাখুঁজির পর তিনি বটগাছের পাশে দেওয়াল ভেঙে স্বস্তিকচিহ্ন দেখেন। পরে, মায়ের বিগ্রহের হদিশ পান। সেই সময় তিনি টিনের চালের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পুরানো রীতি মেনেই আজও মন্দিরে পুজো করা হয়। নিয়ম করে ফি বছর মায়ের জন্য দু’কুইন্টাল চালের ভোগ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। বটতলাচকের দক্ষিণাকালী মন্দিরের সুন্দর ইতিহাস রয়েছে। কথিত আছে, এক তান্ত্রিক সাধু নীলাচলে যাওয়ার পথে গাছগাছালিতে ভরা বটতলা চকে আশ্রয় নেন। তিনি টিনের চালা দেওয়া ঘরে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে, বর্তমান মন্দির তৈরি হয়। প্রতি মঙ্গল ও শনিবার দূর-দূরান্ত থেকে বহু ভক্ত মনোস্কামনা পূরণের জন্য এই মন্দিরে পুজো দিতে আসেন। এখনও পুরনো ঐতিহ্য মেনে কালীপুজোর সময় ছাগবলি হয়। পুজোর পরদিন অন্নকূট উৎসব হয়।

বটতলা চকের কালী মন্দির:

Advertisement:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago