Government

Midnapore: আগামী সপ্তাহেই মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী! পরিষেবা প্রদান কলেজ মাঠের সভায়, তার আগেই জেলাশাসকের বদলি ঘিরে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: পাঁচ মাসের ব্যবধানে ফের পশ্চিম মেদিনীপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৩ সেপ্টেম্বর (২০২২) খড়্গপুরের বিদ্যাসাগর শিল্পতালুকে এসেছিলেন মমতা। পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি নির্বাচন সহ সরকারি প্রকল্পের উদ্বোধন ও নিয়োগপত্র বিতরণ উপলক্ষে সেবার ২ দিনের সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ফের সরকারি পরিষেবা প্রদান সংক্রান্ত অনুষ্ঠান ও প্রশাসনিক সভায় যোগ দিতে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেলে বা ১৬ ফেব্রুয়ারি সকালে জেলা সদর মেদিনীপুরে পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী। ১৬ তারিখ অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবার মেদিনীপুরের ঐতিহ্যমণ্ডিত কলেজ কলেজিয়েট ময়দানে ওই সভা অনুষ্ঠিত হতে পারে বলে সূত্রের খবর। মূলত ‘দুয়ারে সরকার’ কর্মসূচির অধীন বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দিতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পড়ুয়াদের হাতে ‘সবুজ সাথী’র সাইকেলও তুলে দিতে পারেন তিনি। প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে রিভিউ মিটিংও হতে পারে। স্বাভাবিকভাবেই, পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ওয়াকিবহাল মহলের মত।

মুখ্যমন্ত্রী আসছেন মেদিনীপুরে (প্রতীকী ছবি):

উল্লেখ্য যে, ফেব্রুয়ারি মাসের শুরুতেই (৪ ফেব্রুয়ারি) পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে (কেশপুরে) রাজনৈতিক সভা করে গেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর, এবার সরকারি সভা করতে আসছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশের পরই জেলা সফরে আসতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও, শুধু পশ্চিম মেদিনীপুর নয়, মুখ্যমন্ত্রী তাঁর এই সফরে যাবেন পুরুলিয়াও। সূত্রের খবর অনুযায়ী, ১৬ ফেব্রুয়ারি মেদিনীপুরের কর্মসূচি শেষে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তারপর, বাঁকুড়াও যেতে পারেন তিনি। হেলিকপ্টারে সফর করার সম্ভাবনা তাঁর। এদিকে, মুখ্যমন্ত্রীর জেলা সফরের ঠিক ১ সপ্তাহ আগেই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বদলি ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা! পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েষা রানীকে বদলি করে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক পদে আনা হচ্ছে দার্জিলিং জেলার এডিএম খুরশিদ আলি কাদরী’কে। এ নিয়েই বিভিন্ন মহল থেকে নানা মত উঠে এসেছে! অনেকেরই দাবি, বালি-মোরাম সহ নানা ‘বেআইনি কারবার’ বন্ধ করতে গিয়ে তাঁর অতি-কঠোরতা বিপদ ডেকে এনেছে! পুলিশের সঙ্গে সমন্বয়ের অভাবের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন কেউ কেউ। আবার, অন্য একটি মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনের আগে ‘উপযুক্ত’ জেলাশাসক হিসেবে তরুণ IAS অফিসার কাদরী-কে গড়ে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী।‌ তাই, তাঁর (মুখ্যমন্ত্রীর) সফরের ঠিক আগেই এই বদলির নির্দেশিকা জারি করা হয়েছে। যা জেলাবাসীর কাছে কিছুটা অপ্রত্যাশিতও! শাসক ঘনিষ্ঠ একটি অংশ অবশ্য এও দাবি করেছে, আয়েষা রানী মুখ্যমন্ত্রীর পছন্দের আমলাদের তালিকায় ছিলেন এবং আছেন; তবে পশ্চিম মেদিনীপুর জেলায় কাজ করতে তাঁর কিছু ‘সমস্যা’ হচ্ছিল বলেই তাঁকে সচিব পর্যায়ে বদলি করা হয়েছে! যদিও, সেই দাবি মানতে রাজি নন বিরোধীরা। তাঁদের মতে, প্রশাসনিক কাজকর্ম দক্ষ হাতে সামাল দিলেও, ‘রাজনীতির’ পঙ্কিলতা থেকে নিজেকে দূরে রাখতে গিয়েই আস্থা হারিয়েছেন আয়েষা!

‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ কর্মসূচিতে আয়েষা রানী (মাঝখানে):

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago