দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল জেলার লেভেল ফোর করোনা হাসপাতাল হিসেবে প্রায় দেড় বছর পরিষেবা দেওয়ার পর, মাসখানেক হলো পুনরায় সাধারণ চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছে। এর মধ্যেই প্রত্যন্ত জঙ্গলমহলের সাধারণ মানুষদের চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত উন্নত পরিষেবা দেওয়া শুরু করলো এই হাসপাতাল। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ আরণ্যিকা মাইতি একদিনে মোট ৮ টি অস্ত্রোপচার (অপারেশন) করেছেন। এর মধ্যে সি-সেকশন বা সিজারিয়ান অপারেশন একটি এবং লাইগেশন (বন্ধ্যাকরণ) ৭ টি। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ইরশাদ এম. এবং অ্যানাস্থেসিস্ট ডাঃ প্রবাল কান্তি ভূঁইয়া। অন্যদিকে, হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ অভীক দে সরকার একদিনে ১১ জনের চক্ষু ছানি (ফেকো অপারেশন( করলেন। হাসপাতালের চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস।
তবে, হাসপাতালে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন বিভাগে একাধিক চিকিৎসক প্রয়োজন বলে সুপার (Hospital Superintendent) ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, “শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব, যদি আমরা আরও একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ পাই। এই মুহূর্তে ডাঃ আরণ্যিকা মাইতি সহ মাত্র ২ জন চিকিৎসক আছেন। এছাড়াও, হাসপাতালে অবিলম্বে একজন অর্থোপেডিক সার্জেনের প্রয়োজন আছে।” তবে, পুজোর পর শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক ল্যাপারোস্কপিক ও ইএনটি অপারেশনও শুরু করা হবে বলে ডাঃ বিশ্বাস জানিয়েছেন। সুপার বললেন, “সার্জারি বিভাগের ডাঃ স্বর্ণদীপ তরফদার ও ডাঃ শিশির সাগেন মুর্মু খুব ভালো কাজ করছেন। তবে, পুজোর পর তাঁরা ল্যাপারোস্কপিকও শুরু করবেন। এছাড়াও, হাসপাতালে মাত্র একজন অস্থায়ী ইএনটি স্পেশালিস্ট আছেন। আমরা চাইছি তাঁকে স্থায়ী চিকিৎসক হিসেবে এখানে রাখা হোক। তাহলে সুপার স্পেশালিটি হাসপাতালে ইএনটি পরিষেবার মান আরও উন্নত হবে।” হাসপাতালের শিশু বিভাগ যথেষ্ট উন্নত বলেও ডাঃ বিশ্বাস জানিয়েছেন। তবে, চিকিৎসক নিয়োগের বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “পুরো বিষয়টি আমাদের হাতে নেই! তবে, আমরা রাজ্য স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানাবো।” শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের এই উন্নত পরিষেবা দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “একটি সুপার স্পেশালিটি হাসপাতালে মানুষ এরকমই পরিষেবা আশা করেন। সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস খুব ভালো কাজ করছেন। তবে, আরও চিকিৎসক দেওয়ার বিষয়টি আমরা নিশ্চয়ই উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…