Health

শালবনী সুপার স্পেশালিটিতে শুরু সিজারিয়ান, একদিনে হল ১১ জনের চক্ষু অপারেশন! পুজোর পর হবে ল্যাপারোস্কপিক ও ইএনটি অপারেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল জেলার লেভেল ফোর করোনা হাসপাতাল হিসেবে প্রায় দেড় বছর পরিষেবা দেওয়ার পর, মাসখানেক হলো পুনরায় সাধারণ চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছে। এর মধ্যেই প্রত্যন্ত জঙ্গলমহলের সাধারণ মানুষদের চিকিৎসা ও অপারেশন সংক্রান্ত উন্নত পরিষেবা দেওয়া শুরু করলো এই হাসপাতাল। মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ আরণ্যিকা মাইতি একদিনে মোট ৮ টি অস্ত্রোপচার (অপারেশন) করেছেন। এর মধ্যে সি-সেকশন বা সিজারিয়ান অপারেশন একটি এবং লাইগেশন (বন্ধ্যাকরণ) ৭ টি। তাঁর সঙ্গে ছিলেন হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ ইরশাদ এম. এবং অ্যানাস্থেসিস্ট ডাঃ প্রবাল কান্তি ভূঁইয়া। অন্যদিকে, হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ অভীক দে সরকার একদিনে ১১ জনের চক্ষু ছানি (ফেকো অপারেশন( করলেন। হাসপাতালের চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস।

চক্ষু অপারেশন :

তবে, হাসপাতালে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন বিভাগে একাধিক চিকিৎসক প্রয়োজন বলে সুপার (Hospital Superintendent) ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন। মঙ্গলবার তিনি জানিয়েছেন, “শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব, যদি আমরা আরও একজন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ পাই। এই মুহূর্তে ডাঃ আরণ্যিকা মাইতি সহ মাত্র ২ জন চিকিৎসক আছেন। এছাড়াও, হাসপাতালে অবিলম্বে একজন অর্থোপেডিক সার্জেনের প্রয়োজন আছে।” তবে, পুজোর পর শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক ল্যাপারোস্কপিক ও ইএনটি অপারেশনও শুরু করা হবে বলে ডাঃ বিশ্বাস জানিয়েছেন। সুপার বললেন, “সার্জারি বিভাগের ডাঃ স্বর্ণদীপ তরফদার ও ডাঃ শিশির সাগেন মুর্মু খুব ভালো কাজ করছেন। তবে, পুজোর পর তাঁরা ল্যাপারোস্কপিকও শুরু করবেন। এছাড়াও, হাসপাতালে মাত্র একজন অস্থায়ী ইএনটি স্পেশালিস্ট আছেন। আমরা চাইছি তাঁকে স্থায়ী চিকিৎসক হিসেবে এখানে রাখা হোক। তাহলে সুপার স্পেশালিটি হাসপাতালে ইএনটি পরিষেবার মান আরও উন্নত হবে।” হাসপাতালের শিশু বিভাগ যথেষ্ট উন্নত বলেও ডাঃ বিশ্বাস জানিয়েছেন। তবে, চিকিৎসক নিয়োগের বিষয়টি নিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “পুরো বিষয়টি আমাদের হাতে নেই! তবে, আমরা রাজ্য স্বাস্থ্য ভবনকে বিষয়টি জানাবো।” শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের এই উন্নত পরিষেবা দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “একটি সুপার স্পেশালিটি হাসপাতালে মানুষ এরকমই পরিষেবা আশা করেন। সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস খুব ভালো কাজ করছেন। তবে, আরও চিকিৎসক দেওয়ার বিষয়টি আমরা নিশ্চয়ই উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।”

সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস সহ তাঁর টিম :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

8 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago