Health

‘মঙ্গলে’ জন্ম, ‘দীপকে’ রক্ষা! সুস্থ হয়ে বাড়ি ফিরল মাত্র ৭০০ গ্রামের দেবীপ্রসাদ, দুই মেদিনীপুরে খুশির হাওয়া

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর:’মঙ্গলে’ জন্ম, ‘দীপকে’ রক্ষা! খুশির হাওয়া দুই মেদিনীপুরে! ‘বিরল’ এই ঘটনাকে সংক্ষেপে এভাবে ব্যাখ্যা করা যেতেই পারে। মেদিনীপুর শহরের নামকরা স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিকের মাধ্যমেই পৃথিবীর আলো দেখে মাত্র ৭০০ গ্রামের দেবীপ্রসাদ। প্রায় এক মাস ধরে প্রাণপণ লড়াই করে (অবশ্যই চিকিৎসা শাস্ত্র মেনে) ছোট্ট দেবীপ্রসাদ-এর প্রাণ রক্ষা করেন মেদিনীপুর শহরের সুপরিচিত শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ দীপক কুমার মাসান্ত। তাৎপর্যপূর্ণ ভাবে, পূর্ব মেদিনীপুরের (ঠিকানা সূত্রে) দেবীপ্রসাদের জন্ম হয়, পশ্চিম মেদিনীপুরের এক বেসরকারি হাসপাতালে। সোমবার সম্পূর্ণ সুস্থ হয়ে মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতাল থেকে নিজের বাড়ি পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের উদ্দেশ্যে রওনা দিল ১ কেজি ৬৫ গ্রামের (জন্মের ৩৪ দিন পরের ওজন) দেবীপ্রসাদ। স্বভাবতই, দেবীপ্রসাদ-কে ঘিরে খুশির হাওয়া দুই মেদিনীপুরেই! বিরল নজির গড়ে আবারও একবার চিকিৎসাশাস্ত্রের জয়গান গাইলেন মেদিনীপুরের চিকিৎসকরা। বিশেষত, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ দীপক কুমার মাসান্ত।

দেবীপ্রসাদের জন্মের পরের ছবি :

জানা গেল, পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার নিতুড়িয়ার দম্পতি বিভাকর পন্ডা ও যুথিকা পন্ডা। বিভাকর পেশায় কেরলের একটি কোম্পানির ইঞ্জিনিয়ার আর যুথিকা একটি ট্রেনিং কলেজের দিদিমণি। কিন্তু, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন যুথিকা। মাত্র ৬ মাস গর্ভধারণ করার পর, গর্ভের জল শুকিয়ে যায় যুথিকার! দুই মেদিনীপুরের একাধিক চিকিৎসকের কাছে গেলেও, সিজার (C-Section/সিজারিয়ান অপারেশন) করার ঝুঁকি নেননি কেউই। অবশেষে, গত ৩৪ দিন আগে (২২ সেপ্টেম্বর) স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিকের অধীনে মেদিনীপুর শহরের এক বেসরকারি হাসপাতালে (রায় নার্সিংহোমে) যুথিকা ভর্তি হয়। ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, যুথিকা’র গর্ভে থাকা সন্তানের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক! এরপরই, ডাঃ মল্লিক সিদ্ধান্ত নেন দ্রুত অস্ত্রোপচার (সিজার) করার বিষয়ে। ২২ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন যুথিকা। তবে, সদ্যজাত শিশুটির ওজন ছিল মাত্র ৭০০ গ্রাম! যার ফলে শুধু যুথিকা’র পরিবারেই নয়, উদ্বেগ দেখা দেয় চিকিৎসকদের মধ্যেও। পরিজনেরা শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপক মাসান্ত’র দ্বারস্থ হন। ডাঃ মাসান্ত শিশুটির চিকিৎসা শুরু করেন। দীর্ঘ ৩৪ দিন শিশুটিকে ওই বেসরকারি বেসরকারি হাসপাতালের NICU তে রাখা হয়, ২৪ ঘন্টা নজরদারীর মধ্যে। অবশেষে, একটু একটু করে সুস্থ হতে শুরু করে শিশু’টি। সোমবার (২৫ অক্টোবর) ৩৪ দিনের মাথায় শিশু-টিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হল! শিশুটির ওজন এই মুহূর্তে বেড়ে হয়েছে ১ কেজি ৬৫ গ্রাম। ছোট্ট দেবীপ্রসাদ-কে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজেদের কাছে পেয়ে চোখে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি বিভাকর ও যুথিকা! ছলছল চোখে তাঁরা বলেন, “ডাক্তারবাবু নন, উনি আমাদের কাছে ভগবান!” আর, দেবীপ্রসাদের কাছে সাক্ষাৎ দেবদূত রূপে উপস্থিত হওয়া ডাঃ দীপক মাসান্ত বললেন, “এটা হয়তো সত্যিই যে, পশ্চিম মেদিনীপুর জেলার বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে এত স্বল্প ওজনের ও সঙ্কটজনক সদ্যোজাতকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নজির প্রায় নেই বললেই চলে! তবে, এজন্য বেসরকারি এই হাসপাতালের উন্নত পরিকাঠামো যুক্ত NICU এবং সকল নার্স ও স্বাস্থ্যকর্মীদের অবদান অনস্বীকার্য। সর্বোপরি, ঈশ্বরের কৃপা ছাড়া হয়তো এই অসম্ভব ‘সম্ভব’ হতো না!” পরিজনেরাও বললেন, “ডাক্তারবাবু’র চিকিৎসা আর ষষ্ঠী দেবীর আশীর্বাদ! তবেই, না আমাদের দেবীপ্রসাদ পশ্চিম মেদিনীপুর থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে পূর্ব মেদিনীপুরে পাড়ি দিতে পারছে!”

ডাঃ দীপক মাসান্তের সঙ্গে (হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময়ের ছবি) :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago