দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: কলকাতার নামকরা ডাক্তারবাবু লিখলেন- Vylda 50। আর, ওষুধ দোকানে তা পড়া হল- Vymada 50। হাই সুগারের রোগী একমাস ধরে খেলেন হার্টের ওষুধ! অথচ, তাঁর হার্টের কোনো সমস্যা-ই নেই। তা সত্ত্বেও, ১২৪ টাকার ভিলদা (৫০)’র জায়গায় একমাস ধরে খেতে হল ১১০০ টাকার ভ্যামাদা (৫০)। শুধু তাই নয়, প্রায় এক মাস সুগারের ওষুধ না খেয়েই থাকতে হল! পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের (মালঞ্চ এলাকার বাসিন্দা) সুপরিচিত সমাজকর্মী অমিত মিশ্র’র বাবা বছর ৬২’র শ্যাম মিশ্র’র সঙ্গেই ঘটেছে এই ঘটনা। এক মাস পর ফের কলকাতায় ডাক্তার বাবু’র কাছে গিয়ে অমিত যখন বললেন, “ডাক্তার বাবু ওষুধের দামটা বড্ড বেশি, একটু কম দামের যদি দেওয়া যায়!” তারপরই সব দেখেশুনে চক্ষু চড়কগাছ ডাক্তারবাবু’র! আতঙ্কিত ওই পরিবার-ও। শুক্রবার রাতে ওই ওষুধ দোকানের বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমিত মিশ্র। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন!
উল্লেখ্য যে, প্রতিদিন-প্রতিমুহূর্তে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে। আর, এজন্য হয়তো অচিরেই মৃত্যুদূত এসেও ডাক দিচ্ছে কতশত সঙ্কটাপন্ন রোগীর জীবনে! দায় কার? ডাক্তার বাবুদের ‘হাতের লেখার’? নাকি, অর্ধশিক্ষিত বা ওষুধ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা দোকানের কর্মচারী বা মালিকদের? এনিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। খড়্গপুরের ক্ষেত্রে যদিও ডাক্তার বাবু’ স্পষ্ট হরফে লিখেছেন, VYLDA 50। তা সত্বেও, নামকরা সংস্থা’র ওই ওষুধ দোকান মারাত্মক ভুল করেছে। অমিত মিশ্রের কথায়, “পরে অস্বীকার-ও করা হয়েছে ওষুধ দোকানের তরফে। কিন্তু, ওষুধের বিল সহ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছি।” তবে, এই ধরনের ঘটনায় শেষ পর্যন্ত যে ভোগান্তি হয় রোগী এবং তাঁর পরিবারের, তা বলাই বাহুল্য! মেদিনীপুর শহরের নামকরা চিকিৎসক ডাঃ প্রবোদ পঞ্চধ্যয়ী জানিয়েছেন, “আমরাও প্রায়-ই এই ধরনের অভিযোগ পাচ্ছি। অনেক সময় রোগীদের বড়সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। খড়্গপুরের ক্ষেত্রে ভিলদা ৫০ সুগারের ওষুধ। দাম নাগালের মধ্যেই। ভ্যামাদা ৫০ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট রোখার ওষুধ। দাম অনেকটাই বেশি। এক্ষেত্রে, শরীরের উপর হয়তো বড়সড় প্রভাব ফেলবে না, কিন্তু এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। সচেতন হতে হবে ওষুধ দোকানগুলিকে।” মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সব মহলকেই আরো সচেতন হতে হবে।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…