Health

Midnapore: প্রেসক্রিপশনে সুগারের ওষুধ, দোকানীর ভুলে পশ্চিম মেদিনীপুরের প্রৌঢ় একমাস ধরে খেলেন হার্টের ওষুধ! অভিযোগ দায়ের করল পরিবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ জুলাই: কলকাতার নামকরা ডাক্তারবাবু লিখলেন- Vylda 50। আর, ওষুধ দোকানে তা পড়া হল- Vymada 50। হাই সুগারের রোগী একমাস ধরে খেলেন হার্টের ওষুধ! অথচ, তাঁর হার্টের কোনো সমস্যা-ই নেই। তা সত্ত্বেও, ১২৪ টাকার ভিলদা (৫০)’র জায়গায় একমাস ধরে খেতে হল ১১০০ টাকার ভ্যামাদা (৫০)। শুধু তাই নয়, প্রায় এক মাস সুগারের ওষুধ না খেয়েই থাকতে হল! পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের (মালঞ্চ এলাকার বাসিন্দা) সুপরিচিত সমাজকর্মী অমিত মিশ্র’র বাবা বছর ৬২’র শ্যাম মিশ্র’র সঙ্গেই ঘটেছে এই ঘটনা। এক মাস পর ফের কলকাতায় ডাক্তার বাবু’র কাছে গিয়ে অমিত যখন বললেন, “ডাক্তার বাবু ওষুধের দামটা বড্ড বেশি, একটু কম দামের যদি দেওয়া যায়!” তারপরই সব দেখেশুনে চক্ষু চড়কগাছ ডাক্তারবাবু’র! আতঙ্কিত ওই পরিবার-ও। শুক্রবার রাতে ওই ওষুধ দোকানের বিরুদ্ধে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অমিত মিশ্র। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন!

খড়্গপুরের ঘটনা:

উল্লেখ্য যে, প্রতিদিন-‌প্রতিমুহূর্তে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ বিভিন্ন মহল থেকে। আর, এজন্য হয়তো অচিরেই মৃত্যুদূত এসেও ডাক দিচ্ছে কতশত সঙ্কটাপন্ন রোগীর জীবনে! দায় কার? ডাক্তার বাবুদের ‘হাতের লেখার’? নাকি, অর্ধশিক্ষিত বা ওষুধ সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকা দোকানের কর্মচারী বা মালিকদের? এনিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। খড়্গপুরের ক্ষেত্রে যদিও ডাক্তার বাবু’ স্পষ্ট হরফে লিখেছেন, VYLDA 50। তা সত্বেও, নামকরা সংস্থা’র ওই ওষুধ দোকান মারাত্মক ভুল করেছে। অমিত মিশ্রের কথায়, “পরে অস্বীকার-ও করা হয়েছে ওষুধ দোকানের তরফে। কিন্তু, ওষুধের বিল সহ সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযোগ দায়ের করেছি।” তবে, এই ধরনের ঘটনায় শেষ পর্যন্ত যে ভোগান্তি হয় রোগী এবং তাঁর পরিবারের, তা বলাই বাহুল্য! মেদিনীপুর শহরের নামকরা চিকিৎসক ডাঃ প্রবোদ পঞ্চধ্যয়ী জানিয়েছেন, “আমরাও প্রায়-ই এই ধরনের অভিযোগ পাচ্ছি। অনেক সময় রোগীদের বড়সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। খড়্গপুরের ক্ষেত্রে ভিলদা ৫০ সুগারের ওষুধ। দাম নাগালের মধ্যেই। ভ্যামাদা ৫০ হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট রোখার ওষুধ। দাম অনেকটাই বেশি। এক্ষেত্রে, শরীরের উপর হয়তো বড়সড় প্রভাব ফেলবে না, কিন্তু এই ধরনের ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। সচেতন হতে হবে ওষুধ দোকানগুলিকে।” মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “এই ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সব মহলকেই আরো সচেতন হতে হবে।”

দেওয়া হয়েছে ১১০০ টাকার হার্টের ওষুধ:

অভিযোগ করলেন অমিত মিশ্র :

News Desk

Recent Posts

Medinipur: “সেই ঘটনাই নাড়িয়ে দিয়েছিল মন…”, ঘাটালের বিজ্ঞান মেলায় নজর কাড়ল ‘অ্যান্টি সুইসাইড ফ্যান’; ভাবনা মিলে গেল IIT খড়্গপুরের সাথেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: সিলিং ফ্যানের উপর চাপ পড়লেই তা নিচে…

14 hours ago

Medinipur: ‘কারুর স্যালাইন চলছে, কেউ বিষ হাতে নিয়ে…!’ সর্বস্ব খুইয়ে হাহাকার দাঁতনে, ব্যাঙ্ক আধিকারিকদের বন্দী করলেন গ্রাহকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: কেউ ১ লক্ষ খুইয়েছেন তো কেউ ১০…

22 hours ago

Midnapore: রাত পোহালেই ক্ষুদিরামের ‘আত্মবলিদান দিবস’, মুজাফফরপুরে তাঁর ‘পথ’ ধরেই ৫৪ কিলোমিটার দৌড়লেন মেদিনীপুরের অরিন্দম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১০ আগস্ট: বোমা ছোঁড়ার পর ৪২ কিলোমিটার দৌড়ে ধরা পড়েছিলেন…

2 days ago

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

4 days ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

6 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

1 week ago