Health

Midnapore: বানভাসি মেদিনীপুরে ৮০ জন ‘আসন্নপ্রসবা’-কে উদ্ধার করল স্বাস্থ্য দপ্তর! এক কোমর জলেও ভরসা সেই আশা দিদিরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: জেলার বন্যাকবলিত এলাকাগুলি থেকে আসন্নপ্রসবা বা গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। গত তিন দিনে ৮০ জন আসন্ন প্রসবা বা অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। তাঁদের উদ্ধার করে জেলার নবনির্মিত ‘মাদার হাট’ গুলিতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাট, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাট এবং শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাটে এই ৮০ জন আসন্ন প্রসবাকে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। এই কাজে মূলত আশা কর্মী ও গ্রামীণ স্বাস্থ্যকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানিয়েছেন জেলার CMOH। তিনি এও বলেন, “যেভাবে বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে এক কোমর জল পেরিয়ে কিংবা সাঁতরে অথবা ডিঙি চালিয়ে আশা দিদিরা দুর্গতদের একেবারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন এবং তাঁদের হাতে ওষুধ, ওআরএস প্রভৃতি তুলে দিচ্ছেন; তাতে আমরা গর্বিত!”

জল পেরিয়ে পরিষেবা:

বিজ্ঞাপন (Advertisement):

CMOH ডঃ সারেঙ্গী এদিন এও জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা এবং ত্রান শিবিরগুলিতে পরিষেবা দেওয়ার জন্য ১৯টি মেডিক্যাল টিম গড়া হয়েছে। জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মেনে নিরন্তর তাঁরা পরিষেবা দিয়ে চলেছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। ঘাটাল সহ বিভিন্ন জায়গার শিবিরগুলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন আশা কর্মীরা। অন্যদিকে, জেলার দুর্গত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১৫ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। জেলার ৪৭৬টি ত্রাণ শিবিরে পর্যাপ্ত ওষুধ, ওআরএস এবং অ্যান্টিভেনাম (সাপের কামড়ে আক্রান্তদের জন্য) মজুত আছে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এখনও পর্যন্ত বন্যার কারণে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। কেশপুরের জগন্নাথপুরে বছর দশেকের নাবালক সেখ গিয়াসউদ্দিন বন্যা দেখতে গিয়ে তলিয়ে যায়। নারায়ণগড়ের রথিপুরে যমুনা হ্যান্ডেল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। এছাড়াও, খড়্গপুর গ্রামীণে এক শিশুর মৃত্যু হয়েছে পুকুরে তলিয়ে গিয়ে!

এক কোমর জলেও কর্তব্যে অবিচল আশা দিদিরা:

ডিঙি চালিয়ে:
News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago