Health

Midnapore: বানভাসি মেদিনীপুরে ৮০ জন ‘আসন্নপ্রসবা’-কে উদ্ধার করল স্বাস্থ্য দপ্তর! এক কোমর জলেও ভরসা সেই আশা দিদিরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: জেলার বন্যাকবলিত এলাকাগুলি থেকে আসন্নপ্রসবা বা গর্ভবতী মহিলাদের উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। গত তিন দিনে ৮০ জন আসন্ন প্রসবা বা অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। তাঁদের উদ্ধার করে জেলার নবনির্মিত ‘মাদার হাট’ গুলিতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাট, ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাট এবং শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের মাদার হাটে এই ৮০ জন আসন্ন প্রসবাকে স্থান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। এই কাজে মূলত আশা কর্মী ও গ্রামীণ স্বাস্থ্যকর্মীরাই অগ্রণী ভূমিকা পালন করছে বলেও জানিয়েছেন জেলার CMOH। তিনি এও বলেন, “যেভাবে বন্যা বিধ্বস্ত এলাকাগুলিতে এক কোমর জল পেরিয়ে কিংবা সাঁতরে অথবা ডিঙি চালিয়ে আশা দিদিরা দুর্গতদের একেবারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন এবং তাঁদের হাতে ওষুধ, ওআরএস প্রভৃতি তুলে দিচ্ছেন; তাতে আমরা গর্বিত!”

জল পেরিয়ে পরিষেবা:

বিজ্ঞাপন (Advertisement):

CMOH ডঃ সারেঙ্গী এদিন এও জানিয়েছেন, বন্যাকবলিত এলাকা এবং ত্রান শিবিরগুলিতে পরিষেবা দেওয়ার জন্য ১৯টি মেডিক্যাল টিম গড়া হয়েছে। জেলা ও ব্লক স্বাস্থ্য দপ্তরের পরামর্শ মেনে নিরন্তর তাঁরা পরিষেবা দিয়ে চলেছে বলেও জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। ঘাটাল সহ বিভিন্ন জায়গার শিবিরগুলিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন আশা কর্মীরা। অন্যদিকে, জেলার দুর্গত এলাকাগুলিতে এখনও পর্যন্ত ১৫ জন সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য অধিকারিক। জেলার ৪৭৬টি ত্রাণ শিবিরে পর্যাপ্ত ওষুধ, ওআরএস এবং অ্যান্টিভেনাম (সাপের কামড়ে আক্রান্তদের জন্য) মজুত আছে বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এখনও পর্যন্ত বন্যার কারণে জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। কেশপুরের জগন্নাথপুরে বছর দশেকের নাবালক সেখ গিয়াসউদ্দিন বন্যা দেখতে গিয়ে তলিয়ে যায়। নারায়ণগড়ের রথিপুরে যমুনা হ্যান্ডেল নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে দেওয়াল চাপা পড়ে। এছাড়াও, খড়্গপুর গ্রামীণে এক শিশুর মৃত্যু হয়েছে পুকুরে তলিয়ে গিয়ে!

এক কোমর জলেও কর্তব্যে অবিচল আশা দিদিরা:

ডিঙি চালিয়ে:
News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago