Humanity

উমার বিদায়ে চোখে জল, ঘরের মা-এর স্থান রাস্তায়! বৃদ্ধা’কে উদ্ধার করলেন পশ্চিম মেদিনীপুরের দুই যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: বিজয়া দশমীতে উমা বিদায় নিলেন। অনেকের চোখেই জল! কিন্তু, দশমীর ঠিক পরেরদিনই ঘরের বৃদ্ধা মা-কে কেউ বা কারা ফেলে গেলেন রাস্তায়! অন্যদিকে, মানবিকতার পরিচয় দিয়ে জাতীয় সড়কের পাশ থেকে সেই ‘মা’ কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে মানবিকতার নজির গড়লেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের দুই সন্তান লক্ষ্মণ সরেন ও দেবদুলাল মিশ্র। মা লক্ষ্মী ঘরে ঘরে আসার আগেই লক্ষ্মণ ও দেবদুলাল এভাবেই প্রকৃত মানবপ্রেমের জয়গান গাইলেন।

মানবিকতার নজির :

জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ৬০ নং জাতীয় সড়কের ঝিনুক পলাশিয়া এলাকায় ওভারব্রিজের নীচে এক অসুস্থ বৃদ্ধা মা-কে পুজোর সময় কেউ বা কারা ছেড়ে চলে যায়। সোমবার সকালে সেই খবর এসে পৌঁছয় দাঁতনের এলাকার দুই যুবকের কাছে। খবর পাওয়ার সাথে সাথেই এলাকার দুই যুবক লক্ষ্মণ সরেন ও দেবদুলাল মিশ্র ঘটনাস্থলে পৌঁছে যান। তারপর তাঁকে উদ্ধার করে, রীতিমতো নতুন পোশাক পরিয়ে, অ্যাম্বুলেন্সে করে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। এই বিষয়ে এলাকার যুবক লক্ষ্মণ সরেন সোমবার বলেন, “দাঁতন জাতীয় সড়কের নীচে গত কয়েকদিন ধরে এক বয়স্ক অসুস্থ মহিলাকে তার বাড়ির কেউ ছেড়ে দিয়ে চলে যায়। সেই খবর আমরা পাওয়ার পর বৃদ্ধা মহিলাকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে আসি।” অন্যদিকে, দাঁতন গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, “আপাতত এক বয়স্ক মহিলাকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে রক্ত পরীক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। এরপরে পুলিশকে জানানো হবে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে অন্যত্র স্থানান্তরিত করা হবে।”

লক্ষ্মণ সরেন:

এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, এর আগে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে এক শিশুকন্যাকে অন্যের কোলে বসিয়ে চম্পট দিয়েছিল তার বাবা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এক বছরের মেয়েকে বাসের মধ্যে অন্যের কোলে (রেবতী ভুঁইয়া নামে এক মহিলার) বসিয়ে দিয়ে শ্রীমন্ত রাউত নামে দাসপুরের নবীন মানুয়া গ্রামের ওই গুণধর এই কান্ড করেছিল। শেষ পর্যন্ত রেবতী’র সহৃদয়তায় এবং চাইল্ড লাইন ও প্রশাসনের উদ্যোগে মেয়েকে সুস্থ অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়। এভাবেই, ঘরের লক্ষ্মী আর ঘরের উমা-দের বাইরে ছেড়ে দিয়ে দেবী’র পুজোয় মেতে ওঠা একদল মানুষ বারবার নিজেদের নিষ্ঠুরতার পরিচয় দিয়ে চলেন, আর কিছু মানুষ তুলে ধরেন ‌প্রকৃত মানবিকতার নজির।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago