Industry

Rashmi Group: খড়্গপুর গ্রামীণের সেই রশ্মি কারখানার শ্রমিকদের সুরক্ষার পাঠ দিতে কর্মশালার আয়োজন শ্রম দপ্তরের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: একাধিক মৃত্যুর বিনিময়ে অবশেষে টনক নড়ল প্রশাসনের! প্রসঙ্গত, সপ্তাহ তিনেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের সাহাচক সংলগ্ন গোকুলপুরে অবস্থিত রশ্মি গ্রুপের (Rashmi Group) ওড়িশা মেটালার্জিক্যাল কারখানায় পর পর দু’দিন কর্মরত দুই শ্রমিকের মৃত্যু ঘিরে উত্তাল হয় সমগ্র জেলা তথা রাজ্য। শ্রমিকদের সুরক্ষা বা নিরাপত্তার দাবিতে দলমত নির্বিশেষে পথ নামে বাম, বিজেপি, তৃণমূল। এরপরই নড়েচড়ে বসে রাজ্যের শ্রম দপ্তর এবং রশ্মি কর্তৃপক্ষ। শ্রম দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ফ্যাক্টরিসের উদ্যোগে এবং রশ্মি গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা অবধি সুরক্ষা সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয় ওড়িশা মেটালার্জিক্যাল কারখানায়। এই কর্মশালার নাম দেওয়া হয়েছিল- ‘সেফটি- ওয়ার্কিং অ্যাট হাইট’ অর্থাৎ নিরাপত্তার সাথে উঁচুতে কাজ। উল্লেখ্য যে, গত ২৯ মে কারখানার উঁচু জায়গা থেকে পড়েই রাহুল কুমার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছিল। তার আগের দিনই অর্থাৎ ২৮-মে সুমিত দাস নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয় দুর্ঘটনায়।

মহড়া:

এদিনের এই কর্মশালায় উপস্থিত রশ্মি গ্রুপের কয়েক শতাধিক শ্রমিকদের নিরাপত্তা বা সুরক্ষার পাঠ যেমন দেওয়া হয় ঠিক তেমনই হাতে কলমে দেখিয়ে দেওয়া হয় সেফটি বেল্ট পরে কিভাবে উঁচুতে কাজ করতে হয়। একইসঙ্গে, শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা বা সুরক্ষা দেওয়ার জন্য কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়। সাবধানতা অবলম্বন করে বা সতর্ক হয়ে শ্রমিকদের কাজ করার বার্তা দেওয়ার সাথে সাথেই তাঁদের পরামর্শ দেওয়া হয়, সেফটি বেল্ট সহ বিভিন্ন সেফটি কিট বা সেফটি টুলস ছাড়া কোনোভাবেই যেন তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে উপরে বা উঁচুতে না ওঠেন! এক্ষেত্রে, কারখানা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টের অবহেলা ধরা পড়লে শ্রম আইন অনুযায়ী কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন কর্মশালায় উপস্থিত জয়েন্ট ডাইরেক্টরেট অফ ফ্যাক্টরিস শান্তনু ব্যানার্জি সহ দপ্তরের অন্যান্য অধিকারিকরা। কিন্তু, রাহুল কুমার সহ যে শ্রমিকরা ইতিমধ্যেই মারা গেছেন, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে বা নেওয়া হয়েছে? রাজ্য সরকারের আধিকারিকরা বলেন, “আইন মেনে আমরা তদন্ত চালাচ্ছি। মামলাও হয়েছে। তবে, যাতে এই ধরনের ঘটনা এখানে আর না ঘটে, সেই বিষয়টি নিশ্চিত করতেই আমরা সচেষ্ট!”

শ্রমিকদের সুরক্ষার পাঠ:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

7 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago