Industry

Steel Plant in Midnapore: ৬ মাসের মধ্যে মেদিনীপুরের শালবনীতে সৌরভের ইস্পাত কারখানা! ১২ হাজার কর্মসংস্থানের আশ্বাসে খুশির হাওয়া জেলাজুড়ে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৬ মাসের মধ্যে (সৌরভের কথায় ‘৪-৫ মাস’) কারখানা তৈরির কাজ শুরু হবে এবং এক থেকে দেড় বছরের মধ্যে উৎপাদন শুরু হবে বলেও শুক্রবার স্পেনের মাদ্রিদ শহর থেকে ঘোষণা করেছেন সৌরভ। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে তাঁর এই ঘোষণার পরই শনিবার শালবনী তথা পশ্চিম মেদিনীপুর জুড়ে খুশির হাওয়া। শালবনীতে জিন্দল গোষ্ঠীর ফেরত দেওয়া প্রায় আড়াই হাজার একর জমির মধ্যে, ৬০০ একর জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিজের দ্বিতীয় (আসানসোলের পর) ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে জানিয়েছেন। প্রায় ১২ হাজার কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দিয়েছেন সৌরভ। প্রসঙ্গত উল্লেখ্য, বাম আমলে শালবনিতে ইস্পাত কারখানা তৈরীর জন্য জিন্দলদের প্রায় ৪৩০০ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু, ক্ষমতা পরিবর্তনের পর জিন্দলরা নিজেদের পরিকল্পনা বাতিল করে সেখানে সিমেন্ট কারখানা গড়ে তোলেন মাত্র ১৩০-১৩৫ একর জমিতে। পুনরায় সৌরভ গাঙ্গুলীর হাত ধরে শালবনীতে ইস্পাত কারখানা তৈরি হতে চলায় খুশির হাওয়া শালবনী তথা সমগ্র জেলা জুড়েই।

বিজ্ঞাপন:

প্রসঙ্গত, ২০০৮ সালের ২ নভেম্বর ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর, ফেরার পথে তাঁর কনভয়ে হয়েছিল ল্যান্ডমাইন হামলা! সেই ঘটনার তদন্তেই ‘পুলিশি অত্যাচারের’ অভিযোগ এনেছিলেন লালগড় (অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের) সহ জঙ্গলমহলের আদিবাসীরা। আর তারই ফলশ্রুতিতে লালগড় সহ জঙ্গলমহল জুড়ে মাওবাদী উত্থানের সূত্রপাত! তারপর কংসাবতী আর শিলাবতীর উপর দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১১ সালে ক্ষমতা পরিবর্তনের পর, জিন্দলরা নিজেদের পরিকল্পনা বাতিল করে, সেখানে JSW সিমেন্ট কারখানা গড়ে তোলেন। ২০১৮ সালে কারখানার উদ্বোধন হয়। এরপরই, জিন্দল গোষ্ঠীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশিষ্ট জমি ফেরত দেওয়ার কথা বলেন। শেষ পর্যন্ত জিন্দলরা তাতে রাজি হয়ে যান। প্রায় ২৫০০ একর জমি ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার ৬০০ একর জমিতে ইস্পাত কারখানা গড়ে তোলার কথা জানিয়েছেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তিনি ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত আছেন। আসানসোলে এবং পাটনাতে তাঁদের কারখানা আছে। এরপর, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের অদূরেই (১৫-২০ কিলোমিটারের মধ্যে) নিজেদের তৃতীয় কারখানা গড়ে তুলবেন তিনি। বিনিয়োগ করবেন প্রায় ২৫০০ কোটি টাকা।

রাজ্য সরকারের তরফে সমস্ত ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে এই ব্যবসাতে তাঁর এক বন্ধুও যুক্ত আছেন বলে জানিয়েছেন সৌরভ। এই খবরে স্বভাবতই খুশি শালবনীবাসী। শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ জানিয়েছেন, “এর থেকে খুশির খবর আর কি হতে পারে! শালবনীবাসীর দীর্ঘদিনের দাবি ও আবেদন পূরণ হতে চলেছে বাংলার মহারাজের হাত ধরে। আমরা এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাবো। আমরা সব রকম ভাবে সাহায্যের জন্য প্রস্তুত।” কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, “শিল্প কারখানা ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন সৌরভ গাঙ্গুলী নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু, সেই খবর দিতে স্পেনের মাদ্রিদে যেতে হল কেন? এটা যেকোনো সময় বাংলা থেকেই ঘোষণা করা যেত। স্পেন থেকে উনি (মুখ্যমন্ত্রী) কি ‘শিল্প’ নিয়ে আসেন সেটাই শেষ পর্যন্ত দেখার!”

মাদ্রিদে সৌরভ:

শালবনীর জিন্দল:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago