Industry

Steel Plant in Midnapore: ৬ মাসের মধ্যে মেদিনীপুরের শালবনীতে সৌরভের ইস্পাত কারখানা! ১২ হাজার কর্মসংস্থানের আশ্বাসে খুশির হাওয়া জেলাজুড়ে

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ইস্পাত কারখানা গড়তে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী ৬ মাসের মধ্যে (সৌরভের কথায় ‘৪-৫ মাস’) কারখানা তৈরির কাজ শুরু হবে এবং এক থেকে দেড় বছরের মধ্যে উৎপাদন শুরু হবে বলেও শুক্রবার স্পেনের মাদ্রিদ শহর থেকে ঘোষণা করেছেন সৌরভ। মুখ্যমন্ত্রীকে পাশে নিয়ে তাঁর এই ঘোষণার পরই শনিবার শালবনী তথা পশ্চিম মেদিনীপুর জুড়ে খুশির হাওয়া। শালবনীতে জিন্দল গোষ্ঠীর ফেরত দেওয়া প্রায় আড়াই হাজার একর জমির মধ্যে, ৬০০ একর জমিতে সৌরভ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিজের দ্বিতীয় (আসানসোলের পর) ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে জানিয়েছেন। প্রায় ১২ হাজার কর্মসংস্থান হবে বলেও আশ্বাস দিয়েছেন সৌরভ। প্রসঙ্গত উল্লেখ্য, বাম আমলে শালবনিতে ইস্পাত কারখানা তৈরীর জন্য জিন্দলদের প্রায় ৪৩০০ একর জমি দেওয়া হয়েছিল। কিন্তু, ক্ষমতা পরিবর্তনের পর জিন্দলরা নিজেদের পরিকল্পনা বাতিল করে সেখানে সিমেন্ট কারখানা গড়ে তোলেন মাত্র ১৩০-১৩৫ একর জমিতে। পুনরায় সৌরভ গাঙ্গুলীর হাত ধরে শালবনীতে ইস্পাত কারখানা তৈরি হতে চলায় খুশির হাওয়া শালবনী তথা সমগ্র জেলা জুড়েই।

বিজ্ঞাপন:

প্রসঙ্গত, ২০০৮ সালের ২ নভেম্বর ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর, ফেরার পথে তাঁর কনভয়ে হয়েছিল ল্যান্ডমাইন হামলা! সেই ঘটনার তদন্তেই ‘পুলিশি অত্যাচারের’ অভিযোগ এনেছিলেন লালগড় (অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের) সহ জঙ্গলমহলের আদিবাসীরা। আর তারই ফলশ্রুতিতে লালগড় সহ জঙ্গলমহল জুড়ে মাওবাদী উত্থানের সূত্রপাত! তারপর কংসাবতী আর শিলাবতীর উপর দিয়ে অনেক জল গড়িয়েছে। ২০১১ সালে ক্ষমতা পরিবর্তনের পর, জিন্দলরা নিজেদের পরিকল্পনা বাতিল করে, সেখানে JSW সিমেন্ট কারখানা গড়ে তোলেন। ২০১৮ সালে কারখানার উদ্বোধন হয়। এরপরই, জিন্দল গোষ্ঠীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশিষ্ট জমি ফেরত দেওয়ার কথা বলেন। শেষ পর্যন্ত জিন্দলরা তাতে রাজি হয়ে যান। প্রায় ২৫০০ একর জমি ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার ৬০০ একর জমিতে ইস্পাত কারখানা গড়ে তোলার কথা জানিয়েছেন বাংলার ‘মহারাজ’ সৌরভ গাঙ্গুলী। তিনি জানিয়েছেন, ২০০৭ সাল থেকে তিনি ইস্পাত কারখানার সঙ্গে যুক্ত আছেন। আসানসোলে এবং পাটনাতে তাঁদের কারখানা আছে। এরপর, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের অদূরেই (১৫-২০ কিলোমিটারের মধ্যে) নিজেদের তৃতীয় কারখানা গড়ে তুলবেন তিনি। বিনিয়োগ করবেন প্রায় ২৫০০ কোটি টাকা।

রাজ্য সরকারের তরফে সমস্ত ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর সঙ্গে এই ব্যবসাতে তাঁর এক বন্ধুও যুক্ত আছেন বলে জানিয়েছেন সৌরভ। এই খবরে স্বভাবতই খুশি শালবনীবাসী। শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ জানিয়েছেন, “এর থেকে খুশির খবর আর কি হতে পারে! শালবনীবাসীর দীর্ঘদিনের দাবি ও আবেদন পূরণ হতে চলেছে বাংলার মহারাজের হাত ধরে। আমরা এজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাবো। আমরা সব রকম ভাবে সাহায্যের জন্য প্রস্তুত।” কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস জানিয়েছেন, “শিল্প কারখানা ও কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন সৌরভ গাঙ্গুলী নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু, সেই খবর দিতে স্পেনের মাদ্রিদে যেতে হল কেন? এটা যেকোনো সময় বাংলা থেকেই ঘোষণা করা যেত। স্পেন থেকে উনি (মুখ্যমন্ত্রী) কি ‘শিল্প’ নিয়ে আসেন সেটাই শেষ পর্যন্ত দেখার!”

মাদ্রিদে সৌরভ:

শালবনীর জিন্দল:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago