International

“কাশ্মীর লক্ষ্য নয় তালিবানদের”, ANI জানালেও সতর্ক ভারত! লড়াই জারি আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টের

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৭ আগস্ট: আফগানিস্তানে তালিবানদের আধিপত্য বৃদ্ধির সঙ্গে সঙ্গেই চিন্তার ভাঁজ পড়েছে প্রত্যেকটি দেশে! প্রকাশ্যে পাকিস্তান এবং চীনের সমর্থন থাকায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতেরও। এবার কি তাহলে আফগানিস্তানের পর কাশ্মীর দখল করতে চায় তালিবানরা! যদিও এএনআই থেকে পাওয়া একটি সূত্র অনুযায়ী, কাশ্মীরের দিকে এখনই নজর নেই তালিবানদের! জঙ্গিগোষ্ঠী নাকি সাফ জানিয়েছে, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়। সুতরাং কাশ্মীরের বিষয়ে কোন রূপ আগ্রহী নয় তালিবানরা! অন্যদিকে, আফগানিস্তানের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট নিজেকে আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। টুইটারে পোস্ট করে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কোনমতেই তালিবানদের সামনে তিনি মাথা নোয়াতে রাজি নন। অন্যদিকে, তালিবানদের নির্বাচিত আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হয়েছেন মোল্লা আব্দুল গনি বরদার।

দুঃশ্চিন্তায় সব দেশ :

প্রায় ২০ বছর পর মার্কিন সেনাবাহিনী আফগানিস্তান ছাড়তেই, ওই দেশ দখল করে তালিবানরা। ফলে, অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও যথেষ্ট চাপের সৃষ্টি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ১৯৯৬ সালে তালিবান শাসন চলাকালীন তাদের পাশে পাকিস্তান ছাড়া আর কেউ তাদের সমর্থন জানায়নি। কিন্তু, বর্তমান পরিস্থিতিতে শুধু পাকিস্তান নয়, প্রকাশ্যে তালিবানদের সমর্থন জানিয়েছে রাশিয়া, ইরান, তুরস্কের মতো দেশগুলিও। সুতরাং তালিবানদের পাশে এইসব দেশ থাকায়, তাদের শক্তি যে বৃদ্ধি হয়েছে তা বলাই বাহুল্য! তাই, কাশ্মীর হাত ছাড়া হওয়ার একটা দুঃশ্চিন্তা থাকছেই! কারণ, পাকিস্তানের দুটি কুখ্যাত জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ এবং লস্কর-ই-তৈবার যাদের বরাবরের লক্ষ্য কাশ্মীর দখল, তাদের সাথে তালিবানদের যোগ অতি সুস্পষ্ট!

তালিবান আতঙ্কে কাশ্মীরও :

অন্যদিকে, এই পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে কোনোরূপ ঢিল ছুঁড়তে চায়না কেন্দ্র। এএনআই (ANI) সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কাশ্মীরে নজরদারি বাড়াতে চলেছে ভারতীয় সেনা। কারণ, ১৯৯৬ সালে তালিবান শাসনের সময় কাশ্মীরে তালিবানদের ভাড়াটে জঙ্গিদের অনুপ্রবেশ যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। সুতরাং, ফের যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেই নজর সরকার এবং ভারতীয় সেনার! অপরদিকে, কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠক শেষে বার্তা দেওয়া হয়েছে, “আফগান ভাই বোনেদের পাশে থাকবে ভারত।” (তথ্যসূত্র: বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যম, সম্পাদনা- সুদীপ্তা ঘোষ)

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

9 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago