Investigation

ED in Pingla: সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে পিংলার স্কুল থেকে বেরোলেন ইডি আধিকারিকরা! ‘চক্রান্ত’ বলছে শাসকদল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: সাড়ে পাঁচ ঘণ্টা ম্যারাথন জেরা শেষে পশ্চিম মেদিনীপুরের পিংলার গোপীনাথপুর (খিরীন্দা মৌজা) এলাকায় অবস্থিত অভিজাত বি.সি.এম ইন্টারন্যাশনাল স্কুল থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। বুধবার বিকেল ৩ টা ২০ নাগাদ স্কুলের ভেতরে প্রবেশ করেছিলেন চার সদস্যের তদন্তকারী দল। রাত্রি ৮ টা ৪৭ নাগাদ তাঁরা জিজ্ঞাসাবাদ সেরে বেরোন! তবে, মুখ খোলেননি আধিকারিকরা। কিছু জানানো হয়নি স্কুল কর্তৃপক্ষের তরফেও। তবে, সূত্রের খবর অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী এবং তাঁর স্ত্রী রীনা অধিকারী ছাড়াও স্কুলের অধ্যক্ষা দেবযানী মিত্র-কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্কুলের জমিজমা সংক্রান্ত বিষয়েই মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢিল ছোঁড়া দূরত্বে খড়্গপুর গ্রামীণের শিল্পতালুকে অবস্থান করছেন, তার মধ্যেই এই তল্লাশি অভিযানে চক্রান্ত দেখছে জেলা তৃণমূল! জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, “মুখ্যমন্ত্রীর সফর কালেই কেন্দ্রীয় তদন্তকারী দলের অতি-সক্রিয়তা! রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেতে অসুবিধা হয়না।”

বেরোলেন ইডি আধিকারিকরা:

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বি.সি.এম ইন্টারন্যাশনাল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে তৈরি হয়েছে। স্কুলের মালিক নাকি তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। যদিও, তিনি বিদেশে থাকেন এবং স্কুল দেখাশোনার দায়িত্ব পালন করে থাকেন তাঁর মামা কৃষ্ণপ্রসাদ অধিকারী। উল্লেখ্য যে, গত ২২ জুলাই (পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখার্জির গ্রেপ্তারির দিনে) এই কৃষ্ণপ্রসাদের খিরিন্দার বাড়িতে কেন্দ্রীয় আয়কর দপ্তরের ৫ জনের প্রতিনিধিদল হানা দিয়েছিল। সকাল ৮ থেকে রাত্রি ৮ টা পর্যন্ত তল্লাশি চালিয়ে প্রচুর ফাইল ও কাগজপত্র নিয়ে গিয়েছিলেন তাঁরা। টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ-ও হয়ে পড়েছিলেন কৃষ্ণপ্রসাদ! এদিন (বুধবার) তাই সরাসরি স্কুলেই হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের তদন্ত করতেই যে পিংলার এই স্কুলে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা তা বলাই বাহুল্য! তবে, কি কি তথ্য তাঁরা সংগ্রহ করতে পেরেছেন, তা এখনও পরিষ্কার নয় সংবাদমাধ্যমের কাছে।

বিজ্ঞাপন (Advertisement) :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

14 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago