Jhargram

Midnapore: “মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালানো যাচ্ছেনা!” লক্ষ্মীর ভান্ডার ১০০০ টাকা হওয়ার অবদানে শালবনীর মা-বোনেরাও; ইঙ্গিত অভিষেকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে: “আমি নবজোয়ার কর্মসূচিতে (২৭ মে, ২০২৩) শালবনীতে এসেছিলাম। আমাদের ওই অধিবেশনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। ওই কর্মসূচিতে আমার যাওয়া-আসার সময়ে শালবনীর মা-বোনেরা বলেছিলেন, বাবা ১০০ দিনের কাজের টাকা বন্ধ। মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালাতে পারছিনা! তারপর আপনারা আপনাদের অধিকারকে সামনে রেখে ভোট (পঞ্চায়েতে) দিয়েছিলেন। আমরা যতটা পেরেছি, করেছি!” বুধবার (২২ মে) বিকেলে ঝাড়গ্রাম লোকসভার অধীন শালবনী বিধানসভার অন্তর্গত চন্দ্রকোনা রোডের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক এভাবেই শালবনীর হাজার হাজার মহিলা সমর্থকদের উৎসাহিত করেন। একইসঙ্গে এই ইঙ্গিতও দেন, একশো দিনের বকেয়া টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাওয়া বা লক্ষ্মীর ভান্ডার ১০০০ টাকা হওয়ার পেছনে শালবনীর মা-বোনেদের অবদানও কম নয়!

শালবনীর সভায় (ছবি- এস.মণ্ডল):

বুধবার (২২ মে) ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে আয়োজিত সভায় অভিষেক এও বলেন, “আমি চারদিন আগে ঝাড়গ্রামের নয়াগ্রামে গিয়ে বলে এসেছিলাম, এবার বিজেপি যদি জেতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে তপশিলী জাতির মায়েরা, ভাইয়েরা এবং তপশিলী উপজাতি তালিকা ভুক্ত মায়েরা। চারদিন আগে প্রধানমন্ত্রীও ঝাড়গ্রামে সভা করেছেন। বিজেপি তার সংকল্পপত্রে বলেছে, এবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে অভিন্ন দেওয়ানি বিধি আনবে। অর্থাৎ দেশে তপশিলী জাতি, উপজাতির যে অধিকার, যে সংরক্ষণ ব্যবস্থা সেটাকে তুলে দেবে। আজ কলকাতা হাই কোর্টে দু’জন বিচারপতির বেঞ্চ ওবিসি-র সংরক্ষণ তুলে দিয়েছে! সব কাস্ট সার্টিভিকেট বাতিল করে দিয়েছে! হাইকোর্টের একাংশকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে বঞ্চিত করে রেখেছে।” উল্লেখ্য যে, এদিন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা রোডের সভায় বিপুল জনসমাগমে উচ্ছ্বসিত জেলা সভাপতি সুজয় হাজরা, শালবনীর বিধায়ক তথা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা সহ উদ্যোক্তারা।

অন্যদিকে, বুধবার (২২ মে) সন্ধ্যায় মেদিনীপুর শহরের একটি সভা থেকে সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বামফ্রন্ট সরকার রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশের ভিত্তিতে গোটা দেশে একমাত্র ও সর্বপ্রথম ওবিসি সংরক্ষণকে ১৭ শতাংশ করে। সংখ্যালঘু, মূলত মুসলমান সমাজের অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে যাঁরা পিছিয়ে পড়া, তাঁদের শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের অধিকার নিশ্চিত করেছিল। রঙ্গনাথ মিশ্র কমিশনের নির্দেশিত পথেই এই কাজ করেছিল বামফ্রন্ট সরকার। আগে থেকেই এই সংরক্ষণের প্রস্তুতি শুরু হয়েছিল। প্রয়াত সিপিআই(এম) সাংসদ মাসুদাল হাসান ও তৎকালীন ওবিসি কমিশনের উদ্যোগে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে ‘এ’ এবং ‘বি’ ক্যাটাগরিতে ভাগ করে তালিকা করা হয়েছিল। বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশান বেঞ্চের রায়ে ২০১০ সাল পর্যন্ত ওবিসি সংরক্ষণের যে তালিকা করা হয়েছিল বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়েছে। ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি ওবিসি সংরক্ষণকে তছনছ করে দিয়েছে। প্রতিটি সরকারি নিয়োগে, শিক্ষায়, ভর্তিতে- কোথাও মমতা ব্যানার্জির সরকার সংরক্ষণের এই আইনকে মানেনি। তাই, হাইকোর্ট ওদের আমলের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিতে বাধ্য হয়েছে।”

ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সোরেনের সঙ্গে অভিষেক ব্যানার্জি:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago