দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: হাইকোর্ট, সুপ্রিমকোর্ট থেকে শুরু করে জেলা আদালত গুলিতেও মামলার পাহাড় জমে আছে বলে আইনজীবী থেকে বিচারপতিরা এক বাক্যে স্বীকার করেন। শনিবার সেই ধরনেরই জমে থাকা প্রায় ৩৪৪৮ টি মামলার মধ্যে ৪৪৩ টি মামলার নিষ্পত্তি করা হয়- জাতীয় লোক আদালতে (National Lok Adalat)। আদায় হয় প্রায় দেড় কোটি টাকা। এমনটাই জানা গেছে মেদিনীপুর জেলা আদালত সূত্রে।
শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা আদালতে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত (National Lok Adalat)। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা ও দায়রা বিচারক সৌমেন্দ্রনাথ দাস। জেলা আইনী পরিষেবা কেন্দ্রের সম্পাদক তথা বিচারক সম্রাট রায় জানান, “এদিন ব্যাঙ্ক ঋণ, মোবাইল কোম্পানি সহ বিভিন্ন মামলার নিষ্পত্তির জন্য মোট ১১ টি বেঞ্চ গঠিত হয়েছিল। এদিন মোট ৩৪৪৮ টি মামলার মধ্যে ৪৪৩ টি মামলার নিষ্পত্তি হয়। আদায়কৃত অর্থের পরিমাণ এক কোটি তেত্রিশ লক্ষ ছাব্বিশ হাজার ন’শো ছিয়াত্তর টাকা।” উল্লেখ্য যে, মামলার পাহাড়ের নিষ্পত্তি করার জন্য জাতীয় লোক আদালত গঠন করা হয় এবং সেখানে মামলার নিষ্পত্তি করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…