Categories: Kharagpur

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে অন্তঃসত্ত্বা মহিলার গর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ! মৃত শিশু অস্ত্রপচার করে বের করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের চিকিৎসকেরা। ঘটনা ঘিরে বুধবার বিকেলে উত্তাল হয়ে ওঠে খড়গপুর মহকুমা হাসপাতাল চত্বর। পৌঁছয় খড়গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যা নাগাদ এই বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।

নিরাশা দাস:

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর শহরের তালবাগিচার বাসিন্দা সুদীপ দাসের স্ত্রী নিরাশা দাসের সন্তান প্রসবের দিন ছিল ৬ নভেম্বর। নির্দিষ্ট দিনে সুদীপ তাঁর স্ত্রী-কে খড়গপুর মহকুমা হাসপাতালে চেকাপের জন্য নিয়ে এলে, চিকিৎসকেরা ভর্তি নিয়েছিলেন। কিন্তু, ৮ নভেম্বর ছুটি দিয়ে দেওয়া হয়। জানানো হয় গর্ভস্থ শিশু সুস্থ আছে। ফের ১৩ নভেম্বর হাসপাতালে এলে বলা হয়, এখনও প্রসবের সময় হয়নি। এরপর, ১৭ নভেম্বর রাতে স্ত্রী-কে নিয়ে হাসপাতালে আসেন সুদীপ। চিকিৎসকদের জানান, গর্ভের মধ্যে শিশুর কোনো মুভমেন্ট নেই! পর দিন অর্থাৎ ১৭ নভেম্বর সকালে চিকিৎসকেরা বাইরে থেকে USG করে আনার কথা বলেন। তারপর, সেই রিপোর্ট দেখে তাঁরা জানান, গর্ভেই মৃত্যু হয়েছে শিশুর! বুধবার বিকেলে এমনই অভিযোগ করেন সুদীপ দাস। তাঁর আরও অভিযোগ, মৃত বাচ্চা অস্ত্রপচার করে বের করার কথা বললেও; মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা জানান এই মুহূর্তে তা সম্ভব নয়! বাধ্য হয়েই তাই ১৮ নভেম্বর স্ত্রী-কে নিয়ে তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান। সেখানেই মৃত বাচ্চা অস্ত্রপচার করে বের করা হয় বলে বুধবার বিকেলে দাবি করেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে তাঁরা সুবিচার চেয়ে বুধবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। লিখিত অভিযোগও দায়ের করেন।

সুদীপ দাস, হাসপাতালে:

সুদীপ বলেন, “৮ তারিখ যদি ছুটি না দিয়ে ডাক্তারবাবু সিজার করতে অথবা ১৩ নভেম্বরই ভর্তি নিয়ে নিতেন; আজ আমার সন্তানের মৃত্যু হতনা! আমি বাবা হতে পারলাম না যাঁদের জন্য; তাঁদের ফাঁসি চাই!” সন্ধ্যা নাগাদ মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, বিষয়টি নিয়ে তিনি অবিলম্বে খোঁজ-খবর নেবেন। সেই সঙ্গে সঠিক তদন্তের বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।

হাসপাতালে পুলিশ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

5 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago