Categories: Kharagpur

Medinipur: খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে মাতৃগর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকদের গাফিলতিতে অন্তঃসত্ত্বা মহিলার গর্ভেই শিশু মৃত্যুর অভিযোগ! মৃত শিশু অস্ত্রপচার করে বের করলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের মাতৃমা বিভাগের চিকিৎসকেরা। ঘটনা ঘিরে বুধবার বিকেলে উত্তাল হয়ে ওঠে খড়গপুর মহকুমা হাসপাতাল চত্বর। পৌঁছয় খড়গপুর টাউন থানার বিশাল পুলিশ বাহিনী। সন্ধ্যা নাগাদ এই বিষয়ে সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী।

নিরাশা দাস:

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর শহরের তালবাগিচার বাসিন্দা সুদীপ দাসের স্ত্রী নিরাশা দাসের সন্তান প্রসবের দিন ছিল ৬ নভেম্বর। নির্দিষ্ট দিনে সুদীপ তাঁর স্ত্রী-কে খড়গপুর মহকুমা হাসপাতালে চেকাপের জন্য নিয়ে এলে, চিকিৎসকেরা ভর্তি নিয়েছিলেন। কিন্তু, ৮ নভেম্বর ছুটি দিয়ে দেওয়া হয়। জানানো হয় গর্ভস্থ শিশু সুস্থ আছে। ফের ১৩ নভেম্বর হাসপাতালে এলে বলা হয়, এখনও প্রসবের সময় হয়নি। এরপর, ১৭ নভেম্বর রাতে স্ত্রী-কে নিয়ে হাসপাতালে আসেন সুদীপ। চিকিৎসকদের জানান, গর্ভের মধ্যে শিশুর কোনো মুভমেন্ট নেই! পর দিন অর্থাৎ ১৭ নভেম্বর সকালে চিকিৎসকেরা বাইরে থেকে USG করে আনার কথা বলেন। তারপর, সেই রিপোর্ট দেখে তাঁরা জানান, গর্ভেই মৃত্যু হয়েছে শিশুর! বুধবার বিকেলে এমনই অভিযোগ করেন সুদীপ দাস। তাঁর আরও অভিযোগ, মৃত বাচ্চা অস্ত্রপচার করে বের করার কথা বললেও; মহকুমা হাসপাতালের চিকিৎসকেরা জানান এই মুহূর্তে তা সম্ভব নয়! বাধ্য হয়েই তাই ১৮ নভেম্বর স্ত্রী-কে নিয়ে তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজে যান। সেখানেই মৃত বাচ্চা অস্ত্রপচার করে বের করা হয় বলে বুধবার বিকেলে দাবি করেন পরিবারের সদস্যরা। এই বিষয়ে তাঁরা সুবিচার চেয়ে বুধবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। লিখিত অভিযোগও দায়ের করেন।

সুদীপ দাস, হাসপাতালে:

সুদীপ বলেন, “৮ তারিখ যদি ছুটি না দিয়ে ডাক্তারবাবু সিজার করতে অথবা ১৩ নভেম্বরই ভর্তি নিয়ে নিতেন; আজ আমার সন্তানের মৃত্যু হতনা! আমি বাবা হতে পারলাম না যাঁদের জন্য; তাঁদের ফাঁসি চাই!” সন্ধ্যা নাগাদ মেদিনীপুর শহরে নিজের কার্যালয়ে জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানান, বিষয়টি নিয়ে তিনি অবিলম্বে খোঁজ-খবর নেবেন। সেই সঙ্গে সঠিক তদন্তের বিষয়েও আশ্বাস দিয়েছেন তিনি।

হাসপাতালে পুলিশ:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: পুজোর আগেই UPI পরিষেবা চালু করলো মেদিনীপুরের এই সমবায় ব্যাঙ্ক, উপকৃত হবেন কয়েক লক্ষ গ্রাহক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: পুজোর আগেই সুখবর! মেদিনীপুরের বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায়…

41 mins ago

IIT Kharagpur: AI, ডেটা সায়েন্সের উপর চার বছরের স্নাতক কোর্স এবার বাংলা ভাষাতেই! উদ্যোগী IIT খড়্গপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বর: চার বছরের আস্ত বি.এস (B.S/Bachelor of Science)…

54 mins ago

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

4 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

4 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

4 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

7 days ago