Kharagpur

Kharagpur: “আমি আতঙ্কিত…বিচার চাই”; মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রহৃত বাম নেতার স্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই:’বিচার’ চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন খড়্গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাস ওরফে ভীম দা-র স্ত্রী সুস্মিতা দাস। গত সোমবার (৩০ জুন) সকালে শহরের খরিদা এলাকায় স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের হাতে প্রহৃত ও নিগৃহীত হয়েছিলেন ৬৬ বছর বয়সী বাম নেতা তথা ‘আমরা বামপন্থী, খড়্গপুর’ সংগঠনের সম্পাদক অনিল দাস। খড়্গপুর শহরবাসীর কাছে অবশ্য তিনি ভীম দা নামেই জনপ্রিয়। প্রতিবাদী ও পরোপকারী মানুষটি প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হওয়ার পর থেকে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে নাগরিক সমাজের। অভিযুক্ত বেবি কোলের বিরুদ্ধে হয়েছে দু-দুটি এফআইআর। একটি নিগৃহীত অনিল দাস করেছেন। অপরটি আবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তা সত্ত্বেও ঘটনার চার দিন পরেও গ্রেপ্তার হননি বিজেপি থেকে তৃণমূলে আসা দাপুটে নেত্রী বেবি কোলে। অনিল দাসের অভিযোগ, তিনি অত্যন্ত প্রভাবশালী। পুলিশ-প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সমাজমাধ্যমে খোলা চিঠি লিখেছেন অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাস। শুক্রবার সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সুস্মিতা দেবী বলেন, “আমি এখন আতঙ্কিত।…তাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। সঠিক বিচার চাই!”

অনিল দাস ও তাঁর স্ত্রী:

বিজ্ঞাপন (Advertisement):

সুস্মিতা দেবী তাঁর চিঠিতে লিখেছেন, “গত সোমবার (৩০ জুন) সকালে,…খরিদায় আপনার দলের মহিলারা বর্বরের মতো আমার স্বামীকে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে পেটাচ্ছে, কালিমালিপ্ত করছে। সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো, উনার সন্মান ভূলুন্ঠিত করতে। যা আপনার চোখেও পড়েছে। রাজ্যে কোনো দলের মহিলারা বিরোধী দলের প্রবীণকে দিনের আলোয় প্রকাশ্যে পেটাচ্ছে, অপমান করছে অতীতে এরকম ঘটনা মনে পড়ছে না। পাশে দাঁড়িয়ে থাকা নীরব শহরবাসী ভয় পেয়েছিলেন প্রতিবাদ করতে। আমি হলফ করে বলতে পারি সেই দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ৫০ শতাংশ বা তার বেশী মানুষ কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সাহায্য পেয়েছেন এই প্রবীণ মানুষটির থেকে তবুও আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। আসলে মানুষ প্রতিবাদের ভাষা হারিয়েছে। সমাজ এগিয়ে যাচ্ছে পতনের দিকে। এই দৃশ্য দেখে আমি স্তম্ভিত। আমি আস্থা হারিয়েছি সমাজ ব্যবস্থার প্রতি। সমাজের মানুষের প্রতি।…করজোড়ে অনুরোধ এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিন।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago