Kharagpur

Kharagpur: “আমি আতঙ্কিত…বিচার চাই”; মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রহৃত বাম নেতার স্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই:’বিচার’ চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন খড়্গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাস ওরফে ভীম দা-র স্ত্রী সুস্মিতা দাস। গত সোমবার (৩০ জুন) সকালে শহরের খরিদা এলাকায় স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের হাতে প্রহৃত ও নিগৃহীত হয়েছিলেন ৬৬ বছর বয়সী বাম নেতা তথা ‘আমরা বামপন্থী, খড়্গপুর’ সংগঠনের সম্পাদক অনিল দাস। খড়্গপুর শহরবাসীর কাছে অবশ্য তিনি ভীম দা নামেই জনপ্রিয়। প্রতিবাদী ও পরোপকারী মানুষটি প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হওয়ার পর থেকে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে নাগরিক সমাজের। অভিযুক্ত বেবি কোলের বিরুদ্ধে হয়েছে দু-দুটি এফআইআর। একটি নিগৃহীত অনিল দাস করেছেন। অপরটি আবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তা সত্ত্বেও ঘটনার চার দিন পরেও গ্রেপ্তার হননি বিজেপি থেকে তৃণমূলে আসা দাপুটে নেত্রী বেবি কোলে। অনিল দাসের অভিযোগ, তিনি অত্যন্ত প্রভাবশালী। পুলিশ-প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সমাজমাধ্যমে খোলা চিঠি লিখেছেন অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাস। শুক্রবার সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সুস্মিতা দেবী বলেন, “আমি এখন আতঙ্কিত।…তাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। সঠিক বিচার চাই!”

অনিল দাস ও তাঁর স্ত্রী:

বিজ্ঞাপন (Advertisement):

সুস্মিতা দেবী তাঁর চিঠিতে লিখেছেন, “গত সোমবার (৩০ জুন) সকালে,…খরিদায় আপনার দলের মহিলারা বর্বরের মতো আমার স্বামীকে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে পেটাচ্ছে, কালিমালিপ্ত করছে। সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো, উনার সন্মান ভূলুন্ঠিত করতে। যা আপনার চোখেও পড়েছে। রাজ্যে কোনো দলের মহিলারা বিরোধী দলের প্রবীণকে দিনের আলোয় প্রকাশ্যে পেটাচ্ছে, অপমান করছে অতীতে এরকম ঘটনা মনে পড়ছে না। পাশে দাঁড়িয়ে থাকা নীরব শহরবাসী ভয় পেয়েছিলেন প্রতিবাদ করতে। আমি হলফ করে বলতে পারি সেই দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ৫০ শতাংশ বা তার বেশী মানুষ কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সাহায্য পেয়েছেন এই প্রবীণ মানুষটির থেকে তবুও আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। আসলে মানুষ প্রতিবাদের ভাষা হারিয়েছে। সমাজ এগিয়ে যাচ্ছে পতনের দিকে। এই দৃশ্য দেখে আমি স্তম্ভিত। আমি আস্থা হারিয়েছি সমাজ ব্যবস্থার প্রতি। সমাজের মানুষের প্রতি।…করজোড়ে অনুরোধ এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিন।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: হস্তি শাবকের মৃত্যু মেদিনীপুর বনবিভাগে, শোকে মুহ্যমান জঙ্গলমহলবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: সাতসকালেই দুঃসংবাদ! হস্তি শাবকের মৃত্যু হলো মেদিনীপুর…

1 day ago

Midnapore: শালবনীর পিড়াকাটাতে রাজ্য সড়ক যেন মরণ-ফাঁদ! আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: রাস্তা নয় ঠিক যেন মরণ-ফাঁদ। প্রায় প্রতিদিন…

3 days ago

National Teacher: পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে আছে ব্যাঙ্ক, হাসপাতাল, স্মার্ট ক্লাসরুম; ভারপ্রাপ্ত শিক্ষিকা পাচ্ছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের সরকার পোষিত এই প্রাথমিক বিদ্যালয়ে…

3 days ago

WBJEE: জয়েন্টে সফল তিন কৃতী ভর্তি হয়েছেন স্বপ্নের ডেস্টিনেশন IIT খড়্গপুরে! জেনে নিন তাঁদের সম্বন্ধে…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টের মেধাতালিকায় জায়গা করে…

7 days ago

Kharagpur: বিদেশের মাটিতে ক্রীড়াক্ষেত্রে সাফল্য বাংলার শিল্পদ্যোগীর, উচ্ছ্বাস খড়্গপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: যিনি শিল্প (ইন্ড্রাস্ট্রি) চালান, তিনি খেলাধুলাও করেন।…

7 days ago

Midnapore: বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ শালবনীবাসী, আক্রান্ত প্রায় ৩৫; ধরতে নাকানিচুবানি খাচ্ছে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: একেই বোধহয় বলে বানরের বাঁদরামি! আকারে হনুমান…

1 week ago