Kharagpur

Kharagpur: “আমি আতঙ্কিত…বিচার চাই”; মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন প্রহৃত বাম নেতার স্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুলাই:’বিচার’ চেয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন খড়্গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাস ওরফে ভীম দা-র স্ত্রী সুস্মিতা দাস। গত সোমবার (৩০ জুন) সকালে শহরের খরিদা এলাকায় স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলের হাতে প্রহৃত ও নিগৃহীত হয়েছিলেন ৬৬ বছর বয়সী বাম নেতা তথা ‘আমরা বামপন্থী, খড়্গপুর’ সংগঠনের সম্পাদক অনিল দাস। খড়্গপুর শহরবাসীর কাছে অবশ্য তিনি ভীম দা নামেই জনপ্রিয়। প্রতিবাদী ও পরোপকারী মানুষটি প্রকাশ্য রাস্তায় নিগৃহীত হওয়ার পর থেকে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে নাগরিক সমাজের। অভিযুক্ত বেবি কোলের বিরুদ্ধে হয়েছে দু-দুটি এফআইআর। একটি নিগৃহীত অনিল দাস করেছেন। অপরটি আবার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তা সত্ত্বেও ঘটনার চার দিন পরেও গ্রেপ্তার হননি বিজেপি থেকে তৃণমূলে আসা দাপুটে নেত্রী বেবি কোলে। অনিল দাসের অভিযোগ, তিনি অত্যন্ত প্রভাবশালী। পুলিশ-প্রশাসনের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই তাঁকে গ্রেপ্তার করা হয়নি। তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য সমাজমাধ্যমে খোলা চিঠি লিখেছেন অনিল দাসের স্ত্রী সুস্মিতা দাস। শুক্রবার সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে। সুস্মিতা দেবী বলেন, “আমি এখন আতঙ্কিত।…তাই মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। সঠিক বিচার চাই!”

অনিল দাস ও তাঁর স্ত্রী:

বিজ্ঞাপন (Advertisement):

সুস্মিতা দেবী তাঁর চিঠিতে লিখেছেন, “গত সোমবার (৩০ জুন) সকালে,…খরিদায় আপনার দলের মহিলারা বর্বরের মতো আমার স্বামীকে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে পেটাচ্ছে, কালিমালিপ্ত করছে। সেই ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হলো, উনার সন্মান ভূলুন্ঠিত করতে। যা আপনার চোখেও পড়েছে। রাজ্যে কোনো দলের মহিলারা বিরোধী দলের প্রবীণকে দিনের আলোয় প্রকাশ্যে পেটাচ্ছে, অপমান করছে অতীতে এরকম ঘটনা মনে পড়ছে না। পাশে দাঁড়িয়ে থাকা নীরব শহরবাসী ভয় পেয়েছিলেন প্রতিবাদ করতে। আমি হলফ করে বলতে পারি সেই দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে ৫০ শতাংশ বা তার বেশী মানুষ কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে সাহায্য পেয়েছেন এই প্রবীণ মানুষটির থেকে তবুও আতঙ্কে এগিয়ে আসেনি কেউ। আসলে মানুষ প্রতিবাদের ভাষা হারিয়েছে। সমাজ এগিয়ে যাচ্ছে পতনের দিকে। এই দৃশ্য দেখে আমি স্তম্ভিত। আমি আস্থা হারিয়েছি সমাজ ব্যবস্থার প্রতি। সমাজের মানুষের প্রতি।…করজোড়ে অনুরোধ এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিন।”

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

6 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

7 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago