Kharagpur

Medinipur: বিধায়কের নাম করে ব্যবসায়ীকে টাকা চেয়ে হুমকি শহর যুব সভাপতির! বছরের শুরুতেই চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ জানুয়ারি:’রেল শহর’ মানেই বিতর্ক। উত্তেজনা। তা সে রাজনৈতিক জগত হোক বা অন্ধকার জগত। নতুন বছরের সূচনালগ্নেও তার ব্যতিক্রম নেই! এবার রেলশহর খড়গপুরের এক ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিকভাবে টাকা চাওয়া এবং হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযুক্ত খোদ শাসকদলের শহর যুব সভাপতি সোনু সিং। তাঁর বিরুদ্ধে অভিযোগ বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা-র নাম নিয়ে তিনি শহরের এক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা চেয়েছেন এবং টাকা না দেওয়ায় বিধায়কের নাম নিয়ে হুমকিও দিয়েছেন। উৎপল বিশ্বাস নামে খড়গপুর শহরের ওই ব্যবসায়ী পুরো বিষয়টি বিধায়ককে জানালে; বিধায়ক কার্যত আকাশ থেকে পড়েন! তাঁর পরামর্শেই গত ২৩ ডিসেম্বর খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উৎপল বিশ্বাস। খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনু সিং এবং তাঁর সর্বক্ষণের সঙ্গী কিষাণ সোনকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। ঘটনা ঘিরে নতুন বছরের সূচনাতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়্গপুরে।

উৎপল বিশ্বাস:

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত উল্লেখ্য, খড়্গপুর শহরের ১৬নং ওয়ার্ডের ভগবানপুর এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী উৎপল বিশ্বাস সম্প্রতি (২৩ ডিসেম্বর) খড়্গপুর টাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের তীর খড়গপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সোনু সিং এবং যুব তৃণমূল কর্মী কিষাণ সোনকারের বিরুদ্ধে। অভিযোগ, সম্প্রতি দু’টি ভিন্ন ভিন্ন বিষয়ে সহায়তা চেয়ে তিনি সোনু সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন। সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য সোনু ও কিষান তাঁর (ব্যবসায়ীর) কাছ থেকে ৪০ হাজার টাকা দাবি করেন। প্রথম সমস্যা (গোলবাজারে একটি ব্যবসায়িক সমস্যা) মিটিয়ে দেওয়ার জন্য সোনু ও কিষান ২০ হাজার টাকা চাইলে, উৎপল বিশ্বাস নামে ওই ব্যবসায়ী ১২ হাজার টাকা ‘ফোন পে’ মারফত দিয়েও দেন এবং বাকি ৮ হাজার টাকা দেওয়ার জন্য সময় চেয়ে নেন। উৎপলের অভিযোগ, এরপরই তাঁর দ্বিতীয় সমস্যা (মেদিনীপুর শহরে একটি বাড়ি কেনাকে কেন্দ্র করে) মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সোনু ও কিষান তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। ব্যবসায়ীর দাবি, সোনু ও কিষাণ তাঁকে ফোন করে বলেন, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরাকে ওই ২০ হাজার টাকা দিতে হবে দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফ্লেক্স-ব্যানার তৈরী করার জন্য! এরপরই উৎপল সরাসরি বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা-কে ফোন করেন। সুজয়ই তাঁকে অবিলম্বে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেন বলে দাবি উৎপলের।

সোনু সিং:

ঘটনার কথা স্বীকার করে বুধবার সন্ধ্যায় তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক সুজয় হাজরা বলেন, “প্রায় ১৫-২০ দিন আগে এক ব্যক্তি আমাকে ফোন করে এই বিষয়টি জানায়। আমি তাঁকে বলি, শুধু আপনি কেন, আমার সাড়ে ৩ বছরের জেলা সভাপতিত্বে কখনও কাউকে টাকা চাইনি এবং এই বিষয়ে আমার স্পষ্ট নির্দেশ আছে যদি আমার নাম করে কেউ টাকা চায়, সত্ত্বর আমাকে জানাবেন বা থানায় অভিযোগ করবেন। আমি খড়্গপুরের ওই ব্যক্তিকে তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলি।” সোনু সম্পর্কেও সুজয়ের বিস্ফোরক অভিযোগ, “যে যুব নেতার কথা উনি বলেছেন, তাঁর সঙ্গে আজ প্রায় ছ’মাস হয়ে গেল আমার কোন যোগাযোগ নেই। বরং লোকসভা নির্বাচনে দলের হয়ে কাজ না করার জন্য দল যে তার উপর ক্ষুব্ধ, তা ওকে জানিয়ে দেওয়া হয়েছিল।” অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেন তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন সোনু। বিরোধী দলগুলির বক্তব্য, সবাই জানে খড়গপুর শহরে শাসকদল তৃণমূল কংগ্রেসের দু’টি গোষ্ঠী আছে। একটি গোষ্ঠীতে আছেন মেদিনীপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা-র অনুগামীরা। যে গোষ্ঠীতে পৌরপ্রধান কল্যাণী ঘোষ, রবিশঙ্কর পাণ্ডেরা আছেন। অপর গোষ্ঠীতে আছেন প্রাক্তন বিধায়ক তথা MKDA-র ভাইস চেয়ারম্যান প্রদীপ সরকার, দেবাশীষ চৌধুরী প্রমুখ। অভিযুক্ত যুব সভাপতি সোনু সিং প্রদীপ গোষ্ঠীর সক্রিয় কর্মী বলে দাবি। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রেল শহর খড়গপুরে!

বিধায়ক সুজয় হাজরা:

News Desk

Recent Posts

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

4 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

4 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

4 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

7 days ago

Midnapore: ‘১৪ লাখ টাকা লাগবে…’, SSC-র প্রশ্নপত্র বিক্রির ‘ভুয়ো’ পোস্ট ছড়িয়ে মেদিনীপুরে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: "আমার বাড়ি মুর্শিদাবাদ, গত দুই দিন আগে…

1 week ago

NIRF Ranking: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে মেদিনীপুর কলেজ, সার্বিক বিচারে নিজের জায়গা ধরে রাখল IIT খড়্গপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে শহিদদের…

1 week ago