Kharagpur

Kharagpur: ‘অভিশপ্ত’ ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন মা-কে; ১ বছর পূর্ণ হল ‘চাকরি’-র প্রতিশ্রুতিরও! বাড়ির পাশ দিয়ে মুখ্যমন্ত্রী হেঁটে গেলেও কথা বলার সুযোগ হয়নি খড়্গপুরের ভবানীর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২ জুন: শুধু শতাব্দীর সবথেকে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কিংবা মা-কে হারানোর এক বছরই পূর্ণ হয়নি। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতিও পূর্ণ করলো এক বছর! ‘রেল শহর’ খড়্গপুরের নায়েক পরিবার-কে শোকের সাথে সাথে আজ তাই গ্রাস করেছে হতাশার অন্ধকারও। প্রসঙ্গত, চিকিৎসার জন্য মা-কে নিয়ে কটকে গিয়েছিলেন খড়্গপুর শহরের ২২নং ওয়ার্ডের আম্বেদকর কলোনীর বাসিন্দা, বছর ৫৫-র হীরা নায়েক। ১ জুন (২০২৩) রাতে ফেরার কথা ছিল হাওড়া মেলে, কিন্তু মা যশোদা দাস-কে নিয়ে উঠেছিলেন হাওড়া-যশবন্তপুর হামসফর এক্সপ্রেসে। সাধারণ কামরায় জায়গা না পেয়ে গার্ডকে বলে উঠে পড়েছিলেন গার্ডের কামরায়। ২ জুন সন্ধ্যা নাগাদ হঠাৎ একটা ঝাঁকুনি! তারপরই হাহাকার, আর্তনাদ। ভয়াবহ সেই ট্রেন দুর্ঘটনা।

ভবানী নায়েক:

জ্ঞান ফিরে আসার পর মাথার আঘাতে রক্তস্নাত সত্তোরোর্ধ্ব যশোদা দেবী হঠাৎ মেয়ের আওয়াজ শুনতে পান। গার্ডের রুমে থাকা ভারী আলমারীর নীচে হীরা চাপা পড়ে আছেন! বাঁচার জন্য আর্তনাদ করছেন। কিছুক্ষণ পর হীরার আওয়াজ বন্ধ! বালেশ্বরের সরকারি হাসপাতালে পাঠানো হয় যশোদা দেবীকে। সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। কিন্তু, ফেরেনি মেয়ে! এখনও আফসোস, মেয়েটাকে কেউ যদি বের করে আনত! কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে মৃত ও আহতদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা পেয়েছেন। দেখতে দেখে পেরিয়ে গেছে একটা বছরও। তবে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরির-প্রতিশ্রুতি’ পূর্ণ হয়নি! হীরা নায়েকের ছোট মেয়ে ভবানী নায়েকের ওই চাকরি পাওয়ার কথা ছিল। গত ১ বছর ধরে খড়গপুরের মহকুমাশাসকের কার্যালয় থেকে খোদ নবান্নে দৌড়োদৌড়ি করেও ব্যর্থ-মনোরথ হয়ে ফিরে এসেছে বছর ২০-র ভবানী!

অনিল দাস:

প্রথম থেকে ওই পরিবারের পাশে ছিলেন আমরা বামপন্থী, খড়্গপুরের অনিল দাস সহ সংগঠনের সদস্যরা। রবিবার (২ জুন)-ও ভবানী সহ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরা। অনিল দাসের আক্ষেপ, “অসহায় দরিদ্র পরিবার। হীরা নায়েকের দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে ভবানীর চাকরিটা পাওয়ার কথা ছিল। মহকুমাশাসকের অফিস থেকে ডকুমেন্টসও নিয়ে গেছে গত বছর জুন মাসে। তবে, ১ বছর ধরে মেয়েটি হোমগার্ডের চাকরির জন্য ছোটাছুটি করলেও, এখনো পর্যন্ত সরকার তার মানবিক মুখ দেখাতে পারলোনা!” ভোট প্রক্রিয়া মিটে গেলেই এজন্য তাঁরা আন্দোলন করবেন বলেও জানান। আর, ভবানী জানান, “১ জুন রাতে দিদাকে নিয়ে মা হামসফর এক্সপ্রেসে উঠছিলেন। তারপর অনেকবারই কথা হয়েছে। ২ জুন সন্ধ্যায় আমরা কিছুই জানতে পারিনি। অনেক রাতে আমাদের যে মাসি বালেশ্বরে থাকেন, তিনিই খবরটা দিয়েছিলেন। এরপরই বাবা রওনা হয়ে যান। ৩ জুন বিকেলের দিকে একটি হাসপাতালে মা-র মৃতদেহ সনাক্ত করেন বাবা!” ভবানী জানায়, “ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়েছিল রেলের তরফে। রাজ্যের তরফেও ক্ষতিপূরণ পেয়েছি। কিন্তু, এক বছর ধরে খড়্গপুর-কলকাতা দৌড়াদৌড়ি করেও আমার চাকরিটা হলোনা! ভোটের আগে (১৯ মে) মুখ্যমন্ত্রী আমাদের বাড়ির পাশ দিয়েই মিছিল করলেন। চেষ্টা করেছিলাম দেখা করার জন্য। পুলিশ কাছে যেতে দেয়নি।” ওড়িশা সরকার কথা রেখেছে। স্থানীয়দের দাবি মেনে, ‘অস্থায়ী মর্গ’ হয়ে ওঠা বাহানাগা বাজারের সেই স্কুল ভবন ভেঙে মডেল স্কুলের রূপ দেওয়া হয়েছে। এই ভোটে মডেল বুথও হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার কি কথা রাখতে পারলোনা? তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, “আমি এটা জানতাম না। ৪ জুনের পর আমরা ওই পরিবারের সঙ্গে কথা বলব। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।”

অসহায় পরিবার:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago