Midnapore

Midnapore: M.A প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার মেদিনীপুরের মেস থেকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: প্রায় প্রতি শুক্রবারই ক্লাস শেষে বিকেল নাগাদ বাড়ি যান স্নেহা। এদিন অবশ্য বাড়ি যাননি। বিষয়টা অবশ্য খুব একটা অস্বাভাবিক নয় বলে মাথা ঘামায়নি তাঁর পরিবার কিংবা মেসের মালিক কর্তৃপক্ষও। কিন্তু, তার পরিণতি যে এতখানি নির্মম হতে পারে; তা কল্পনাও করতে পারেননি কেউই। শুক্রবার রাতে মেদিনীপুর শহরের উপকন্ঠে কেরানীচটি এলাকায় অবস্থিত ওই মেস থেকেই এম.এ প্রথম বর্ষের ছাত্রী স্নেহা আদকের ঝুলন্ত দেহ উদ্ধার করে কোতোয়ালী থানার পুলিশ। বছর ২১-র স্নেহা কেরানীচটি সংলগ্ন ভাদুতলাতে অবস্থিত মেদিনীপুর সিটি কলেজের ভূগোল বিষয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী বলে জানা গেছে কলেজ সূত্রে। বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুর এলাকায়। খবর পাওয়ার পর এদিন রাত্রি ১০টা নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছন স্নেহার বাবা, দাদা সহ পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে।

মেদিনীপুর সিটি কলেজের ছাত্রীর দেহ উদ্ধার:

বিজ্ঞাপন (Advertisement):

স্নেহার পরিবার ও মেস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেদিনীপুর সিটি কলেজের ছাত্রী স্নেহা সহ মোট ১১ জন ছাত্রী কেরানীচটির ওই মেসের দোতলায় থাকতেন। শুক্রবার বিকেলে কলেজ শেষে তাঁদের মধ্যে ৬ জন বাড়ি চলে যান। স্নেহা সহ ৫ জন ছিলেন। তবে, স্নেহার রুমে তিনি একাই ছিলেন। তাঁর অন্য দুই রুমমেট (বা, সহপাঠী) অবশ্য বাড়ি চলে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট নাগাদ মেয়েকে বারবার ফোন করার পরও সুইচড অফ পান তাঁর বাবা। এরপরই তিনি ফোন করেন মেসের মালিককে। তিনি নিচের তলা থেকেই স্নেহাকে ডাক দেন। সাড়া না পেয়ে দোতলায় উঠে অন্য আবাসিকদের জিজ্ঞেস করে জানতে পারেন, স্নেহা নিজের রুমেই আছে। মেসের মালিক জানান, “ওর রুম ভেতর থেকে লাগানো ছিল। বারবার ডাকার পরও সাড়াশব্দ না পেয়ে আমি আমার ছেলেকে ডাকি। তারপর দু’জনে মিলে দরজাটা জোর করে ঠেলে দেখি, ওর দেহ সিলিং থেকে ঝুলছে! এরপরই কোতোয়ালী থানায় খবর দিই। সেইসঙ্গে ফোন করে ওর বাবাকেও বলি, আপনারা তাড়াতাড়ি আসুন।” রাত্রি ১০টা নাগাদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুলিশ দেহ নামিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

বাড়ির কাছাকাছি পালপাড়া কলেজে থেকে ভালো নম্বর পেয়ে ভূগোলে স্নাতক (অনার্স) পাস করার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অনুমোদিত মেদিনীপুর সিটি কলেজে স্নাতকোত্তরে (মাস্টার ডিগ্রিতে) ভর্তি হন স্নেহা। কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গেছে, শুক্রবারও স্নেহা মন দিয়েই ক্লাস করেছেন। ক্যান্টিনে বন্ধুবান্ধবদের সাথে আড্ডাও মেরেছেন। কোন কিছুই অস্বাভাবিক লাগেনি সহপাঠী কিংবা শিক্ষক-শিক্ষিকাদের। এদিন রাত্রি ১১টা নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে কার্যত বিধ্বস্ত অবস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্নেহার বাবা বলেন, “মেয়ের সবকিছুই ভালো। হাসিখুশি, মিশুকে। প্রতিদিনই সন্ধ্যার সময় আমাদের সঙ্গে কথা হয়। শুক্রবার সন্ধ্যা নাগাদ ফোন করার পর দেখি সুইচড অফ বলছে! তারপরই ওর মেসের মালিককে ফোন করি। বেশ কিছুক্ষণ পর ফোন করে তিনি জানান, বিপদ হয়ে গেছে! শুনেই তড়িঘড়ি গাড়ি ভাড়া করে, ছেলেকে নিয়ে পৌঁছই। ততক্ষণে তো সব শেষ!” তাঁর আক্ষেপ, “এত বুঝত ও, তারপরেও কি করে যে এতটা অবুঝ হয়ে গেল…!” জেলা পুলিশের এক আধিকারিক বলেন, প্রাথমিক তদন্তের পর ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। শনিবার ময়নাতদন্তের পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যদিও রুম থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে ওই আধিকারিক জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থেই স্নেহার ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে।

মেস থেকে দেহ উদ্ধার:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

2 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

3 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

4 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

5 days ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

6 days ago

Midnapore: বেকসুর খালাস, ১৫ বছর পর ‘জেলমুক্ত’ ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…

6 days ago