Midnapore

“মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের কথা স্বীকার করেনা”, মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন দিলীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: “মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের বিষয়টি স্বীকার করেনা, সহযোগিতা করে না এবং অভিযোগ নেয় না”। মেদিনীপুর শহরে দলীয় বৈঠকে যোগ দিতে এসে বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সন্ত্রাস কবলিত জায়গায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল। অত্যাচারিত ও ঘরছাড়াদের মুখ থেকেও শুনছেন নানা অভিযোগের কথা। এ প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “বিজেপির পক্ষ থেকে হাজার হাজার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হয়েছিল। সেগুলির যাচাই করতেই কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন। রাজ্যে ভোট পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ ঘরছাড়া ছিলেন, এখনও হাজার খানেক মানুষ ঘরছাড়া আছেন।”

দিলীপ ঘোষ :

উল্লেখ্য যে, পূর্ব মেদিনীপুরের সন্ত্রাস কবলিত নন্দীগ্রাম পরিদর্শন করার পর, গত বুধবার (৭ জুলাই) জাতীয় মানবাধিকার কমিশনের দলটি পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছে। প্রথমে মেদিনীপুর সার্কিট হাউসে অত্যাচারিত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার পর, যথাক্রমে খড়্গপুর গ্রামীণ, কেশপুর, গড়বেতা প্রভৃতি এলাকা পরিদর্শন করেছেন। এখনও তাঁরা এই জেলায় আছেন। এ নিয়ে দিলীপ বলেন, ভোট-পরবর্তী সময়ে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিষয়ে তথ্য যাচাই করতে অর্থাৎ খোঁজখবর নিয়ে, অভিযোগগুলি যাচাই করতেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা প্রতিটি জেলা পরিদর্শনে এসেছেন। অন্যদিকে, পি এ সি (Public Accounts Committee)-র চেয়ারম্যান পদটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র পরিবর্তে মুকুল রায়’কে দেওয়ার কারণে, বিজেপির বিধায়করা অন্যান্য কমিটিগুলি থেকেও পদত্যাগ করেছেন। এ নিয়ে দিলীপ বলেন, “সরকার যখন পি এ সি’র চেয়ারম্যান পদ নিয়ে অনৈতিক আচরণ করলো, তখন আর এই সরকারকে সহযোগিতা করে কি লাভ! আমাদের কোনও পদ লাগবেনা।”

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

2 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago