Midnapore

“মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের কথা স্বীকার করেনা”, মেদিনীপুরে দাঁড়িয়ে বললেন দিলীপ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: “মানবাধিকার কমিশন তখনই আসে যখন প্রশাসন সন্ত্রাসের বিষয়টি স্বীকার করেনা, সহযোগিতা করে না এবং অভিযোগ নেয় না”। মেদিনীপুর শহরে দলীয় বৈঠকে যোগ দিতে এসে বললেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সন্ত্রাস কবলিত জায়গায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলছেন জাতীয় মানবাধিকার কমিশনের একটি দল। অত্যাচারিত ও ঘরছাড়াদের মুখ থেকেও শুনছেন নানা অভিযোগের কথা। এ প্রসঙ্গেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, “বিজেপির পক্ষ থেকে হাজার হাজার অভিযোগ জাতীয় মানবাধিকার কমিশনে পাঠানো হয়েছিল। সেগুলির যাচাই করতেই কমিশনের প্রতিনিধিরা রাজ্যে এসেছেন। রাজ্যে ভোট পরবর্তী সময়ে হাজার হাজার মানুষ ঘরছাড়া ছিলেন, এখনও হাজার খানেক মানুষ ঘরছাড়া আছেন।”

দিলীপ ঘোষ :

উল্লেখ্য যে, পূর্ব মেদিনীপুরের সন্ত্রাস কবলিত নন্দীগ্রাম পরিদর্শন করার পর, গত বুধবার (৭ জুলাই) জাতীয় মানবাধিকার কমিশনের দলটি পশ্চিম মেদিনীপুরে পৌঁছেছে। প্রথমে মেদিনীপুর সার্কিট হাউসে অত্যাচারিত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করার পর, যথাক্রমে খড়্গপুর গ্রামীণ, কেশপুর, গড়বেতা প্রভৃতি এলাকা পরিদর্শন করেছেন। এখনও তাঁরা এই জেলায় আছেন। এ নিয়ে দিলীপ বলেন, ভোট-পরবর্তী সময়ে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিষয়ে তথ্য যাচাই করতে অর্থাৎ খোঁজখবর নিয়ে, অভিযোগগুলি যাচাই করতেই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা প্রতিটি জেলা পরিদর্শনে এসেছেন। অন্যদিকে, পি এ সি (Public Accounts Committee)-র চেয়ারম্যান পদটি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী’র পরিবর্তে মুকুল রায়’কে দেওয়ার কারণে, বিজেপির বিধায়করা অন্যান্য কমিটিগুলি থেকেও পদত্যাগ করেছেন। এ নিয়ে দিলীপ বলেন, “সরকার যখন পি এ সি’র চেয়ারম্যান পদ নিয়ে অনৈতিক আচরণ করলো, তখন আর এই সরকারকে সহযোগিতা করে কি লাভ! আমাদের কোনও পদ লাগবেনা।”

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

6 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago