Midnapore

Midnapore: ডিসেম্বরেই মেদিনীপুর শহরে শুরু হবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকের হিন্দি সিনেমার শুটিং! পুজোর পরই বিশেষ অডিশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর: নোবেলে শান্তি পুরস্কারপ্রাপ্ত পাকিস্তানের মালালা ইউসুফজাই-র উপর তাঁর ‘গুল মাকাই’ (Gul Makai) পেয়েছে আন্তর্জাতিক খ্যাতি। তিনি ইউনাইটেড নেশনস (United Nations)-র ‘গুডউইল অ্যাম্বাসেডর’-ও। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেই পরিচালক তথা পশ্চিম মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ আমজাদ খানের পরবর্তী সিনেমা ‘নির্দল’ (হিন্দি সিনেমার)-র শুটিং হতে চলেছে মেদিনীপুর শহর ও সংলগ্ন এলাকাতে। এবং তা শুরু হবে চলতি বছরের ডিসেম্বর মাসেই। সিনেমায় কাজ করবেন বলিউড ও টলিউডের বেশ কিছু বিখ্যাত শিল্পী। সবমিলিয়ে প্রায় ১২০০-১৩০০ জন শিল্পী এই সিনেমায় কাজ করবেন বলেও জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনে (উত্তর রায়বাড়) জন্মগ্রহণকারী এবং বর্তমানে মুম্বই নিবাসী আমজাদ খান। পশ্চিম মেদিনীপুর জেলার ২০১০-‘১২ সালের প্রেক্ষাপটে এই সিনেমার কাহিনী লিখেছেন আমজাদ নিজেই। জন্মস্থানের উপর আন্তরিক টান থেকেই এবার নিজের সিনেমার জন্য মেদিনীপুর-কে তিনি বেছে নিয়েছেন বলে রবিবার শহরে একটি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন আমজাদ।

বিজ্ঞাপন:

এই সিনেমায় অখন্ড মেদিনীপুরের শতাধিক শিল্পীকে কাজ দেওয়ার তাগিদ থেকে পুজোর পরেই শহর মেদিনীপুরে একটি অডিশনের আয়োজন করা হবে বলেও জানিয়েছেন আমজাদ খান। সিনেমার কাহিনী সম্পর্কে রবিবার সংক্ষেপে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, “একজন নির্দল প্রার্থীর উপরই এই সিনেমার কাহিনী নির্মিত। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রার্থীরা নির্দল প্রার্থীদের কিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করে, তাই তুলে ধরার চেষ্টা করেছি এই সিনেমাতে।” বার্তা? আমজাদ জানান, “ভোটে লড়াই করার অধিকার সবার আছে এবং জনগণের প্রতিটা ভোটই মূল্যবান।” প্রসঙ্গত, ১৯৯৯ সালেই মেদিনীপুরের দাঁতন থেকে মুম্বই পাড়ি দিয়েছিলেন আমজাদ। ছাত্রজীবনে তিনি SFI করেছেন। তবে, সিনেমায় তিনি বাম-ডানের ঊর্ধ্বে উঠে মানুষের প্রার্থী ‘নির্দল’-কেই তুলে ধরেছেন বলে জানান। এখনও অবধি ১০০-১৫০টি তথ্যচিত্র ও সিনেমা তৈরি করেছেন আমজাদ। তবে, ২০২০ সালে প্রকাশিত ‘গুল মাকাই’ মোড় ঘুরিয়ে দেয়! তিনি জানান, “একমাত্র এই সিনেমাতেই ‘ইউনাইটেড নেশনস’ প্রত্যক্ষভাবে যুক্ত!” লন্ডন সহ বিদেশের একধিক জায়গায় এই সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সেই আমজাদ-ই এবার বিশ্বের দরবারে তাঁর ‘জন্মস্থান’ মেদিনীপুর-কে তুলে ধরার তাগিদ অনুভব করেছেন। আর তাই তাঁর নির্দলের কাহিনী এবং পুরো শুটিং মেদিনীপুর জুড়ে!

রবিবার মেদিনীপুর শহরের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করে আমজাদ সহ তাঁর সিনেমার প্রোডাকশন ডিজাইনার (তাপস কুমার শেঠ), লাইন প্রডিউসার (তপন পণ্ডিত)-রা জানান, ডিসেম্বর মাসের শুরুতেই মেদিনীপুর শহর সহ সংলগ্ন শালবনী সহ বেশ কয়েকটি এলাকাতে শুটিং শুরু হবে। টানা ৮০ দিন ধরে মেদিনীপুরে চলবে সিনেমার শুটিং। বাজেট প্রায় ২০-২২ কোটি টাকা। আপাদমস্তক এই রাজনৈতিক সিনেমায় কাজ করবেন প্রায় ১২০০-১৩০০ জন (কিংবা আরও বেশি) শিল্পী। মেদিনীপুরের শতাধিক শিল্পী-কে সুযোগ করে দিতে পুজোর পরই একটি অডিশন নেওয়া হবে বলে জানিয়েছেন সিনেমার পরিচালক তথা কাহিনীকার আমজাদ খান। রবিবারের সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বলিউডের এই বিখ্যাত পরিচালককে উৎসাহিত করলেন পশ্চিম মেদিনীপুর জেলা ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক চন্দন বসু, উদয় রঞ্জন পাল, শান্তনু চক্রবর্তী, সুমন চ্যাটার্জি, সুমন্ত সাহা সহ বিশিষ্ট উদ্যোগপতি তথা সমাজসেবীরা। তাঁরা আশাবাদী, “রানি শিরোমণি, ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেদিনীপুর আগামীদিনে আবারও বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।”

মেদিনীপুরে সাংবাদিক বৈঠক:

News Desk

Recent Posts

Midnapore: হস্তি শাবকের মৃত্যু মেদিনীপুর বনবিভাগে, শোকে মুহ্যমান জঙ্গলমহলবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: সাতসকালেই দুঃসংবাদ! হস্তি শাবকের মৃত্যু হলো মেদিনীপুর…

1 day ago

Midnapore: শালবনীর পিড়াকাটাতে রাজ্য সড়ক যেন মরণ-ফাঁদ! আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: রাস্তা নয় ঠিক যেন মরণ-ফাঁদ। প্রায় প্রতিদিন…

3 days ago

National Teacher: পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে আছে ব্যাঙ্ক, হাসপাতাল, স্মার্ট ক্লাসরুম; ভারপ্রাপ্ত শিক্ষিকা পাচ্ছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের সরকার পোষিত এই প্রাথমিক বিদ্যালয়ে…

3 days ago

WBJEE: জয়েন্টে সফল তিন কৃতী ভর্তি হয়েছেন স্বপ্নের ডেস্টিনেশন IIT খড়্গপুরে! জেনে নিন তাঁদের সম্বন্ধে…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টের মেধাতালিকায় জায়গা করে…

7 days ago

Kharagpur: বিদেশের মাটিতে ক্রীড়াক্ষেত্রে সাফল্য বাংলার শিল্পদ্যোগীর, উচ্ছ্বাস খড়্গপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: যিনি শিল্প (ইন্ড্রাস্ট্রি) চালান, তিনি খেলাধুলাও করেন।…

1 week ago

Midnapore: বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ শালবনীবাসী, আক্রান্ত প্রায় ৩৫; ধরতে নাকানিচুবানি খাচ্ছে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: একেই বোধহয় বলে বানরের বাঁদরামি! আকারে হনুমান…

1 week ago