Midnapore

Midnapore: আরজি কর কাণ্ডে ‘এমার্জেন্সি’ ছাড়া কর্মবিরতি মেদিনীপুর মেডিক্যালেও! ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের ‘চরিত্র’ সম্পর্কে বিস্ফোরক দাবি পড়শিদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও মেদিনীপুর, ১০ আগস্ট: আর.জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসক তথা চেস্ট মেডসিন বিভাগের পিজিটি দ্বিতীয় বর্ষের (এম.ডি পড়ুয়া) ছাত্রীকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করার ঘটনায় ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার বলে জানা গেছে। দক্ষিণ কলকাতার একটি গলিতে ওই যুবকের বাড়ি। ওই যুবক প্রথম থেকেই ‘অপরাধমনস্ক’ এবং ‘চরিত্রহীন’ বলে স্থানীয়দের দাবি। এলাকার বাসিন্দারা নানাভাবে তাঁর মাধ্যমে প্রতারিত বলেও অভিযোগ। অভিযুক্তর ফাঁসির দাবিতে উত্তাল হয়েছে গোটা রাজ্য। স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দ্রুত ফাঁসি চেয়েছেন অভিযুক্ত যুবকের। অপরদিকে, অভিযুক্ত যুবকের ‘পরিচয়’ জানতে চাইলে, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, “আপাতত ধৃতের একমাত্র পরিচয় একজন সর্বোচ্চস্তরের অপরাধী!” উল্লেখ্য যে, শুক্রবার ভোরে আরজি কর মেডিক্যাল কলেজের চেস্ট মেডসিন বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতেই ব্লু-টুথ হেডফোনের সূত্র ধরে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

মেদিনীপুর মেডিক্যালেও বিক্ষোভ ও কর্মবিরতি:

আর.জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ধৃত সঞ্জয়ের অবাধ যাতায়াত ছিল বলে জানা গেছে। একইসঙ্গে এও জানা গেছে, মেডিক্যাল চত্বরে কান পাতলেই সঞ্জয়ের নামে নানা দুষ্কর্মের অভিযোগ শোনা যাবে। নিজের পাড়াতেও তার নামে একাধিক অভিযোগ! এলাকাবাসীদের অভিযোগ, পুলিশের আর্মড ফোর্সে চাকরি করে বলে বহু মানুষের থেকে টাকা তুলেছে সঞ্জয়। সবার এক কথায় জবাব, “ও ছেলে কোনওদিনও ভাল ছিল না! চোর, জোচ্চোর, জালিয়াত।” এক পড়শির দাবি, “সঞ্জয় একেবারেই চরিত্রহীন। সে ধর্ষণ করতেই পারে।” এমনকী বোন বলে ডেকেও , সঞ্জয়ের পক্ষে ধর্ষণ করা সম্ভব বলে মত পড়শিদের! এক প্রতিবেশীর দাবি, “কেউ তাকে দাদা বলে ডাকলেও , তাকে ধর্ষণ করতে পারে সঞ্জয়, এতটাই ঘৃণ্য মানসিকতা তার।” ধৃতের মা বলেন, “ছেলেকে জন্ম দিয়েই বিপদে পড়েছি।” ধৃত যুবকের একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল বলেও অভিযোগ! কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের যাতে ফাঁসি হয়, সেভাবেই কেস সাজানো হচ্ছে। যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ করতে কারুর সাহস না হয়!

মিছিল মেদিনীপুর শহরে:

অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে মেদনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকরা অবস্থান-বিক্ষোভ ও নন-এমার্জেন্সি কর্মবিরতি পালন করার সাথে সাথেই শহরের রিং রোড জুড়ে প্রতিবাদ মিছিলে সামিল হলেন। শনিবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়। এরপর, আন্দোলনকারীরা শহরের কালেক্টরেট রোডে অবস্থান-বিক্ষোভ করেন বেশ কিছুক্ষণ। তারপর, পুনরায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রতিবাদ মিছিল শেষ হয়। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসকেরা বলেন, “আমাদের এক মহিলা চিকিৎসককে যেভাবে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হয়েছে, তার প্রতিবাদে শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা ছাড়া, আমরা কর্মবিরতি পালন করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার না ঘটে, সেজন্য চিকিৎসকদের তথা ডাক্তারি পড়ুয়াদের উপযুক্ত নিরাপত্তার দাবি করছি।” আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল যতক্ষণ আন্দোলন চালিয়ে যাবে, তাঁদের আন্দোলনও ততক্ষণই চলবে বলে জানিয়েছেন ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকেরা।

ধৃত সঞ্জয় রায়:

ময়নাতদন্তের পর :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago