Midnapore

Midnapore Bridge: নতুনরূপে বীরেন্দ্র সেতু আগামী ৬ মাসের মধ্যে! কংসাবতী ও শিলাবাতীর উপর দু’টি নতুন ব্রিজের জন্য বরাদ্দ হতে চলেছে ৬০০ কোটি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ নভেম্বর: মেদিনীপুর ও খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর দেশপ্রাণ বীরেন্দ্র সেতুর পথচলা সেই ১৯৭২ সালে। তৎকালীন রাজ্যপাল এ.এল ডায়াস এই সেতুর উদ্বোধন করেছিলেন ১৯৭২ এর ১০ জানুয়ারি। সড়কপথে মেদিনীপুর, খড়্গপুর তথা পশ্চিম মেদিনীপুর ও কলকাতার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম এই সেতু ‘মোহনপুর ব্রিজ’ হিসেবেই পরিচিত। অর্ধশতাব্দী প্রাচীন এই ব্রিজের বর্তমান অবস্থা বিপজ্জনক! তাই, ভারি যানবাহন (৮ টনের বেশি) চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে। সেই ভগ্নপ্রায় বা জরাজীর্ণ ব্রিজটিকেই সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলতে ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের (National Highway Authority) তরফে। রবিবার দুপুরে ব্রিজ পরিদর্শন করার পর এমনটাই জানিয়েছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NH Division 2) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী। তাঁর সঙ্গে ছিলেন সংস্কারের বরাত পাওয়া এজেন্সি’র আধিকারিক তথা ইঞ্জিনিয়াররাও। তাঁদের সঙ্গে নিয়ে ব্রিজ পরিদর্শনের পর প্রলয় চক্রবর্তী জানিয়েছেন, “কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। আমরা তো চাইছি আগামীকাল থেকেই শুরু হোক। তবে, আগামী ৬ মাসের মধ্যেই সংস্কারের কাজ শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদী।” প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েকবার জোড়া তালি দিয়ে সংস্কারের কাজ হলেও, এই প্রথম ব্রিজ খোলনলচে বদলে ফেলার কাজ শুরু হতে চলেছে। এজন্য ১১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (Executive Engineer) প্রলয় চক্রবর্তী।

ব্রিজ পরিদর্শন:

অপরদিকে, এই ৬ মাস মোহনপুর ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচলের বিষয় নিয়ে তিনি জানিয়েছেন, “সেটা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে ঠিক করে নেওয়া হবে। জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।” অন্যদিকে, ৬০ নং জাতীয় সড়কের উপর কংসাবতী নদীর উপর একটি নতুন ব্রিজ (বীরেন্দ্র সেতুর সমান্তরাল বা বিকল্প সেতু) এবং শিলাবতী নদীর উপর ধাদিকা (গড়বেতা) এলাকায়‌ অপর একটি নতুন ব্রিজের জন্য চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই ডিপিআর (ডিটেলস প্রজেক্ট রিপোর্ট/Details Project Report) জমা দিয়ে দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে নতুন বছরের (২০২৩)‌ প্রথম দিকেই শুরু হতে পারে নতুন দু’টি ব্রিজ তৈরির কাজ। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী এই বিষয়ে জানিয়েছেন, “২০২৩ এর মার্চ মাসের মধ্যেই অর্থাৎ নতুন অর্থ বর্ষ শুরু হওয়ার আগেই এই দু’টি ব্রিজের অনুমোদন দেওয়া হতে পারে কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফে।” এজন্য, প্রায় ৬০০ কোটি টাকা বরাদ্দ হতে পারে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য যে, ৬০ নং জাতীয় সড়কের উপর মোড়গ্রাম পর্যন্ত ফোর লেন রাস্তার কাজও শুরু হতে পারে নতুন বছরেই।

ব্রিজ পরিদর্শনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী সহ ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তথা আধিকারিকরা:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago